আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যোগ দেওয়ার জন্য ৫০ জন ফুটবলার বেছে নিল বর্ধমান। এর জন্য মোহনবাগান মাঠের ট্রায়ালে যোগ দেন প্রায় ২০০ ফুটবলার। এঁদের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে বেছে নেওয়া হয়েছে দু’দিনের ট্রায়ালে। প্রধান নির্বাচক রথীন ভট্টাচার্য বলেন, “২৭ সেপ্টেম্বর থেকে অন্য একটি চার দিনের আবাসিক ক্যাম্প হবে। সেখানে এঁদের মধ্যে থেকে ৩০ জনকে বাছাই করা হবে। অক্টোবরে ফের এই ৩০ জনের মধ্যে থেকে বাছা হবে চূড়ান্ত ১৮ জনকে।” এ বার বর্ধমানের মাঠে পূর্বাঞ্চল ও সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল হবে। সে জন্যই দল বাছাই পর্বে বর্ধমান যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।
|
কয়লাঞ্চল ইয়ুথ ক্লাব আয়োজিত এক দিনের ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল বাগানধাওড়া। এ বি পিট ফুটবল মাঠে তারা চাঁদা মহাবীর সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। খেলা পরিচালনা করেন বাচ্চু রায়, লোটন চক্রবর্তী। পুরস্কার বিতরণ করেন তৃণমূল নেতা বি ডি রাম। আয়োজকদের পক্ষে দিলীপ সাউ জানান, ১২টি দল যোগ দিয়েছিল।
|
গাড়ি ও মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন দু’জন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বাহাদুরপুরের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি কারখানার এক কর্মী মোটরবাইক নিয়ে এবং অন্য জন গাড়িতে চেপে যাচ্ছিলেন। একে অপরকে ধাক্কা মারলে দু’জনেই জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে আসানসোল মহকুমা হাসপাতাল, পরে কলকাতায় স্থানান্তর করা হয়।
|
এড়াল অঞ্চল ফ্রেন্ডস ইউনিয়ন আয়োজিত সুধীর মণ্ডল ও রঞ্জিতকুমার রাজা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলায় বিজয়ী হল বর্ধমান ইয়ংস্টার। অভিরামপুর মাঠে তারা ৩-০ গোলে উখড়া একাদশকে হারায়। |