টুকরো খবর
আদালত উদ্বোধন
আজ, শনিবার মহকুমা আদালতের উদ্বোধন হচ্ছে মালদহের চাঁচলে। উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল। আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতি মহকুমা আদালতের উদ্বোধন করলেও ওই অনুষ্ঠান প্রকাশ্য অনুষ্ঠান নয় বলে প্রশাসন সূত্রেই জানা গিয়েছে। আদালত চত্বরের সামনে কলেজ মাঠে অনুষ্ঠান স্থলকে ঘিরে থাকছে কড়া নিরাপত্তা বলয়। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কলকাতা হাইকোর্টের বিচারপতি মুরারী প্রসাদ শ্রীবাস্তব-সহ আইনমন্ত্রী মলয় ঘটকেরও। মহকুমা গঠনের এক যুগ বাদে চাঁচলে মহকুমা আদালত উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি, এই কৃতিত্বের দাবিদার কে তা নিয়ে প্রাক্তন শাসকদল সিপিএম ও বর্তমান শাসকদল তৃনমূলের মধ্যে তরজা শুরু হয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “হাইকোর্টের প্রধান বিচারপতি আসছেন। নিরাপত্তায় আমরা কোনও খামতি রাখতে চাইছি না। যাতায়াতের রাস্তা-সহ অনুষ্ঠান স্থলে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।” পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, আজ, শনিবার গৌড় এক্সপ্রেসে সস্ত্রীক মালদহ নেমে চাঁচলে আসবেন প্রধান বিচারপতি। ৮১ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে পড়ায় প্রধান বিচারপতি’র জন্য কোতুয়ালি-রতুয়া রাজ্য সড়ক ধরে চাঁচলে পৌঁছানোর জন্য বেছে নেওয়া হয়েছে। সেই জন্য জরুরি ভিত্তিতে সামসি পর্যন্ত সড়ক সংস্কারও করা হয়েছে। সকাল ৯টা থেকে অনুষ্ঠান হওয়ার কথা। পরে ১১টায় মালদহে ফিরে রাতে গৌড় এক্সপ্রেসে কলকাতা ফেরার কথা প্রধান বিচারপতির।

ত্রুটি বিদ্যুৎ সরবরাহে
বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। শুক্রবার সকাল ৮টা থেকে রামপুর, ভাতুন, জগদীশপুরের কয়েক শো বাসিন্দা রামপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজা বাসস্ট্যান্ড এলাকার রায়গঞ্জ বিন্দোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বেলা ১১ টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। ১ মাস ধরে সরবরাহে যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় রামপুর, ভাতুন ও জগদীশপুর পঞ্চায়েতে ১০-১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। আন্দোলনকারীদের পক্ষে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিত্যানন্দ সরকার জানান, শনিবারের মধ্যে মেরামতের কাজ শেষ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। বিদ্যুৎ বণ্টন কোম্পানির রায়গঞ্জের ডিভিশনাল ইঞ্জিনিয়ার সুকান্ত মন্ডল বলেন, “ওই ৩টি এলাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় যান্ত্রিক ক্রটি দেখা দিয়েছে। সমস্যার সমাধানের চেষ্টা চলছে।”

বালুরঘাট দিবস
ছবি: অমিত মোহান্ত।
১৪ সেপ্টেম্বর ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে বালুরঘাটে স্বাধীনতার লড়াইয়ের বিজয়গাথা স্মরণে শুক্রবার পালিত হল বালুরঘাট দিবস। এ দিন সকালে আত্রেয়ী নদীর ডাঙ্গিঘাটে অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় পদযাত্রা। বালুরঘাট দিবস উদযাপন কমিটির উদ্যোগে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রার পর পুরনো ট্রেজারি ভবনে শহহিদ স্তম্ভে মাল্যদান করেন। বিশিষ্ট নাগরিকবৃন্দ সন্ধ্যায় কাছারি রোড এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের।

ডিএমের কাছে
দিনহাটা-২ বিডিও অফিসে ভাঙচুর করার ঘটনায় উদ্বিগ্ন বিডিও’রা জেলাশাসকের দ্বারস্থ। শুক্রবার কোচবিহারের ১২ বিডিও একসঙ্গে অতিরিক্ত জেলাশাসক সি মুরুগনের সঙ্গে দেখা করে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে উদ্বেগের কথা জানান। দিনহাটা-২ বিডিও রিচার্ড লেপচা বলেন, “বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যে অফিস ভাঙচুর নিয়ে দিনহাটা থানায় অভিযোগ জানিয়েছি। চার জনকে চিহ্নিত করে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে।”

গণপ্রহারে জখম
চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপ্রহারে জখম হলেন এক গৃহশিক্ষক। উন্মত্ত জনতা ওই গৃহশিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচূর চালিয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের কাছে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নামাডাঙ্গা এলাকায়। অভিযুক্ত গৃহশিক্ষক সুব্রত দাসকে পুলিশ উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করিয়েছে। ওই শিক্ষকের বাড়িতে পড়তে যেত ছাত্রীটি। অন্য এক পড়ুয়া না যাওয়ায় বাড়িতে একা ওই ছাত্রীকে গৃহশিক্ষক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.