‘গাফিলতিতে’ শিশুমৃত্যু, ঘেরাও বর্ধমান মেডিক্যাল |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
চিকিৎসায় গাফিলতিতে শিশু-মৃত্যুর অভিযোগ তুলে শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অসিতবরণ সামন্ত ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষা মঞ্জুশ্রী মজুমদারকে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখালেন শিশুটির আত্মীয়স্বজন ও স্থানীয় রাজ কলেজের পড়ুয়ারা। সুপার তদন্তের আশ্বাস দিলে ঘেরাও ওঠে। |
মৃত শিশুটির নাম রাহুল সিংহ (৪)। শিশুটির বাবা, গাংপুর দিঘিরপাড়ের বাসিন্দা চন্দন সিংহের অভিযোগ, “এ দিন ভোরে আমার ছেলেকে সাপে ছোবল মারে। প্রথমে কিছু বোঝা যায়নি। পরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে ওকে ভোর সাড়ে ৪টে নাগাদ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু সকাল সাড়ে ৭টা পযন্ত ওর কোনও চিকিৎসাই করা হয়নি। শেষে বিনা চিকিৎসায় ছেলেটা মারা গেল।”
ছেলের মৃত্যুর পরে চন্দনবাবু অভিযোগ দায়ের করতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তা নিতে চাননি বলে অভিযোগ। চন্দনবাবু দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ নিতে না চাওয়ায় কাছেই রাজ কলেজে গিয়ে ছাত্র সংসদের নেতাদের কাছে ঘটনার কথা জানান তিনি। তার পরে ওই নেতারা হাসপাতালে গিয়ে প্রায় দেড় ঘণ্টা সুপারকে ঘেরাও করে রাখেন। সংসদের ছাত্র নেতা শেখ আমানুল্লার হুমকি, “রবিবারের মধ্যে কেন শিশুটি মারা গিয়েছে, চিকিৎসার গাফিলতি কেন ও কার দিক থেকে হয়েছে তা আমরা জানতে চেয়েছি। যদি সুপার তা জানাতে না পারেন, তবে আমরা পাঁচ ঘণ্টা ঘেরাও করে রাখব।”
সুপারের দাবি, “শিশুটিকে সাড়ে ৬টায় হাসপাতালে আনা হয়েছিল। যে ঘণ্টাখানেক সময় পাওয়া গিয়েছিল, আমাদের চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করেছেন।” অবশ্য তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। চিকিৎসায় গাফিলতির কারণে এই মৃত্যু কি না তা তদন্ত করে দেখা হবে।” |