পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার দাবিতে উত্তরবঙ্গের ৬ জেলায় জনসভার ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। ২৩ সেপ্টেম্বর মালদহের চাঁচল থেকে জনসভা করে উত্তরবঙ্গের মানুষের জনমত আদায়ের পথে নামছে কংগ্রেস। শুক্রবার মালদহ জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী সাংবাদিক বৈঠকে জানান, এক মাসের মধ্যে উত্তরবঙ্গের ৬ জেলায় জনসভা করে জনমত গড়ে তোলা হবে। গত ৩১ অগস্ট রায়গঞ্জে গিয়ে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমসের জন্য চাষিদের জমি জবরদস্তি নেওয়া হবে না বলে জানিয়ে দেন। কংগ্রেসের নেতারা অভিযোগ করেন, চাষিরা রায়গঞ্জের পানিশালায় স্বেচ্ছায় জমি দিতে চাইলেও সরকার তা নিচ্ছে না। এর পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তরবঙ্গের সমস্ত জেলা ও ব্লক কংগ্রেস সভাপতি, সাংসদের কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন। সেখানে জনমত গড়ার সিদ্ধান্ত হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, ২৩ সেপ্টেম্বর চাঁচলে প্রথম সভা করার জন্য জেলার সব ব্লকের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করে ফেলেছেন মালদহ জেলা কংগ্রেস সভাপতি। এদিক সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বলেন, “রায়গঞ্জে এইমস প্রিয়দার স্বপ্ন ছিল। রায়গঞ্জ থেকে এইমসে সরিয়ে নিয়ে গেলে উত্তরবঙ্গের মানুষের প্রতি অন্যায় করা হবে। রায়গঞ্জে এইমস হলে শুধু উত্তরবঙ্গই নয়, পাশের রাজ্যে ঝাড়খন্ড , বিহার , অসম-সহ গোটা উত্তরপূর্ব ভারত উপকৃত হবে।”
|
ঝুঁকি নিয়ে সফল অস্ত্রোপচার |
অস্ত্রোপচার করে এক রোগীর পিওনালিতে ভিতর থেকে পাথর বের করা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, এই ধরনের অস্ত্রোপচারের পরিকাঠামো এখানে নেই। পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৫৫ বছরের বাসিন্দা কানাই দাস পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। একই সঙ্গে তিনি যক্ষ্মা, হাঁপানি রোগে আক্রান্ত। পরীক্ষা করে জানা যায়, কানাইবাবুর পিওনালিতে পাথর জমেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রোগীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিলেও রোগীর পরিজনেরা জানান, তাঁদের পক্ষে বর্ধমান যাওয়া সম্ভব নয়। তখন মহকুমা হাসপাতালের চিকিৎসক তাপস রায়, শিবানী মুখোপাধ্যায় ও শকুন্তলা রায় কানাইবাবুর অস্ত্রোপচার করেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর পাথরটি বের করা হয়। হাসপাতালের এই সাফল্যের খবরে খুশি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি মিহির নন্দী। তিনি বলেন, “মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা বেশ ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করেছেন। সফল হয়েছেন তাঁরা। রোগীও এখন সুস্থ।”
|
ডেঙ্গিতে আক্রান্ত ৪ মন্তেশ্বরে |
মন্তেশ্বরে ডেঙ্গিতে আক্রান্ত হলেন চার জন। ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার ডেঙ্গি আক্রান্ত এক জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবারও ব্লকের আরও তিন জনের রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে। এ দিন তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ব্লক স্বাস্থ্য দফতরের দাবি, এলাকায় ডেঙ্গি আক্রান্ত আরও তিন জন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর মিলেছে। |