টুকরো খবর
পানশালার গায়িকার ঝুলন্ত দেহ উদ্ধার
পানশালার এক গায়িকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। সম্প্রতি ভক্তিনগর থানার জ্যোতিনগরের একটি বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মৃতার নাম দয়মন্তী কাউল (২১)। তাঁর বাড়ি অসমের শোণিতপুরে। তিনি জ্যোতিনগরের ভাড়া থাকতেন। দয়মন্তী শালুগাড়ার একটি পানশালায় গায়িকার কাজ করতেন। বৃহস্পতিবার চিকিৎসক ময়নাতদন্তের যে রিপোর্ট দিয়েছেন, তাতে বলা হয়েছে দয়মন্তীর মত্যুর আগের ৭২ ঘণ্টায় তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, ‘‘মৃতার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার (৩৭৬ এবং ৩০৬ আইপিসি) মামলা করা হয়েছে।” দিন কয়েক আগে মাটিগাড়ায় ধর্ষণের পর পানশালার এক গায়িকাকে খুন করার অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশ খুন ও ধর্ষণের অভিযোগ দায়ের করে। ঘটনার পর দশ দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের সন্দেহ, যৌন নির্যাতনের কারণেই মানসিক ভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন দয়মন্তী। নর্থবেঙ্গল মিউজিক্যাল বার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় শর্মা বলেন, “এই ধরণের ঘটনায় আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। শালুগাড়ার বিষয়টি আমার সঠিক জানা নেই। তা খোঁজ নিয়ে দেখছি।”

বিলম্বে ক্ষোভ
ইঞ্জিনের গোলমালের জন্য প্রায় তিন ঘন্টা দেরিতে ছাড়ায় শিলিগুড়ি জংশন-বামনহাট ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনটিকে ঘিরে যাত্রীরা বিক্ষোভ দেখালেন। শুক্রবার সন্ধ্যায় থেকে শিলিগুড়ি জংশন, টাউন স্টেশন, এনজেপি এবং বেলাকোবা স্টেশনে ওই যাত্রী বিক্ষোভ হয়। বেলাকোবায় বিক্ষোভকারী এক যাত্রীকে স্থানীয় কয়েকজন যুবক মারধর করেন বলেও অভিযোগ। পরে রেল পুলিশ এসে পরিস্থিতি সামলায়। রেলের এনজেপি এরিয়া ম্যানেজার পার্থ শীল বলেন, “ডিএমইউটি’র পিছনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য সমস্যা হয়। তা মেরামত করে ট্রেনটিকে গন্তব্যে পাঠানো হয়।”

গ্রেফতার দুই
দুই কিশোরীকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে প্রধাননগর পুলিশ ফাঁড়ির শালবাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে লোধামা ফাঁড়ির পুলিশ। ধৃতের বাড়ি থেকে ২ কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম প্রবীণ মুখিয়া। তার দার্জিলিংয়ের চৌরাস্তায় একটি বাড়ি রয়েছে। পাশাপাশি শালবাড়িতেও একটি বাড়ি রয়েছে।

উচ্ছেদে অভিযান
জাতীয় সড়কের পাশ থেকে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালাল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। শুক্রবার ৩১ নম্বর জাতীয় সড়কের মাল্লাগুড়ি থেকে মাটিগাড়া যীশু আশ্রম পর্যন্ত অভিযান চলে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ ও প্রধাননগর থানার পুলিশকে নিয়ে ওই অভিযান হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রের খবর, হোটেল সহ প্রায় ১৫টি দোকান ভেঙে দেওয়া হয়। সরকারি জায়গা দখলের অভিযোগে রতন ভদ্র নামে এক হোটেলের মালিককে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া সিটি সেন্টারের সামনে ব্যারিকেড ভেঙে বেশ কিছু জায়গা দখলমুক্ত করা হয়েছে।

তালা ভেঙে চুরি
দরজার তালা ভেঙে রামকৃষ্ণ মিশনের একটি আশ্রম থেকে পিতলের বাসনপত্র চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে দরজার তালা ভাঙা দেখে চুরির বিষয়টি জানতে পারেন আমবাড়ির সাহুডাঙি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। বেশ কিছু পিতলের বাসনপত্র চুরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কার্যালয় উদ্বোধন
শিলিগুড়ি কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কার্যালয় উদ্বোধন হল। শুক্রবার শিলিগুড়ি থানা চত্বরে উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার আনন্দ কুমার। এসিপি পিনাকী মজুমদারকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

দার্জিলিঙে ধস
শুক্রবার তাকদায় ধসে ক্ষতিগ্রস্ত বাড়ির ছবিটি তুলেছেন রবিন রাই।
রাতভর বৃষ্টিতে দার্জিলিঙের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। শুক্রবার সকাল থেকে দার্জিলিঙের তাকদা, কালিম্পংয়ের মংপু সহ বিভিন্ন জায়গায় ধস নামে। বেশ কয়েকটি ছোট রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “সমস্ত জায়গায় থেকে ধস সরিয়ে বিকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”

কিশোরী উদ্ধার
এক নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় দার্জিলিংয়ে আইন মেনে সমস্ত কাজ করে ওই কিশোরীকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। দার্জিলিং জেলা লিগাল এইড ফোরামের সম্পাদক অমিত সরকার জানান, ওই কিশোরীর বাড়ি হাওড়ার সাঁকরাইলে। তিনি হাওড়ার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ১২ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পথ অবরোধ
বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে তিন ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শুক্রবার উত্তর দিনাজপুরের রামপুরের মহারাজা বাসস্ট্যান্ড এলাকার ঘটনা।

জেলাশাসকের কাছে
দিনহাটা-২ ব্লক অফিসে ভাঙচুরের ঘটনা নিয়ে বিডিও’রা অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করলেন। শুক্রবার কোচবিহারের ১২টি ব্লকের বিডিও একসঙ্গে যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.