|
|
|
|
|
|
টুকরো খবর |
আলোয় ফেরা |
‘সল্টলেক আই ফাউন্ডেশন’-এর পরিচালনায় সম্প্রতি ‘আলোয় ফেরা’ শীর্ষক এক চক্ষু-চিকিৎসা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হল বিধাননগরের ‘রবীন্দ্র-ওকাকুরা ভবন’-এ। চোখের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার সংক্রান্ত ওই আলোচনায় অংশ নেন চিকিৎসক পূর্ণেন্দুবিকাশ সরকার, অভিজিৎ ঘোষ, দেবাশিস ভট্টাচার্য, বাসববিজয় সরকার এবং মনোজয় বন্দ্যোপাধ্যায়। শেষে ছিল ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
বইপ্রকাশ |
আরণ্যক বসুর ‘শোকসভার পরে এবং অন্যান্য নাটক’-এর আনুষ্ঠানিক প্রকাশ হল জীবনানন্দ সভাঘরে। ছিলেন গৌতম মুখোপাধ্যায়, মলয় দাশগুপ্ত, ত্রিদিব চট্টোপাধ্যায়, কাজল সুর, চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শান্তিময় রায়, বোধিসত্ত্ব দাশশর্মা প্রমুখ। আমন্ত্রিত শিল্পীরা ছাড়াও আয়োজক সংস্থা ‘বর্ণমালা’র (দক্ষিণেশ্বর) সদস্যরা সঙ্গীত ও কবিতা পরিবেশন করেন। শেষে আরণ্যক বসুর লেখা শ্রুতিনাটক পরিবেশন করেন পরিচয় বসু ও স্বাতী পালচৌধুরী।
|
যোগব্যায়াম প্রতিযোগিতা |
|
ছবি: বিতান ভট্টাচার্য |
‘রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন’ এবং ‘জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ’-এর আয়োজনে সম্প্রতি এক যোগব্যায়াম প্রতিযোগিতা হল দক্ষিণেশ্বর ব্যায়াম সমিতিতে। স্বামী বিবেকানন্দের জন্মের
সার্ধশতবর্ষ
পালনের অঙ্গ হিসেবেই এই অনুষ্ঠান বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন
ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ স্বামী গিরিজানন্দ। উত্তর ২৪ পরগনার ২২টি প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সের ১২০জন প্রতিযোগী এতে অংশ নেন।
|
স্বাস্থ্যশিবির |
দুঃস্থদের স্বাস্থ্যপরীক্ষার জন্য সম্প্রতি এক স্বাস্থ্যশিবিরের আয়োজন করেছিল বেহালার ‘নন্দনা যুব সঙ্ঘ’। ক্লাবপ্রাঙ্গণে আয়োজিত ওই শিবিরে ব্লাডসুগার, রক্তচাপ, ইসিজি ইত্যাদি পরীক্ষা ছাড়াও ‘এশিয়ান প্রিভেন্টিভ ক্যানসার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এর সহযোগিতায় ৬৫ জন দুঃস্থ মহিলার বিনামূল্যে সারভাইকাল ক্যানসার স্ক্রিনিং টেস্ট হয়। এ ছাড়া, ডায়াবিটিসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ পরীক্ষারও ব্যবস্থা করা হয়।
|
|
|
‘স্কটিশ চার্চ কলেজ ফর্মার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে স্বামী বিবেকানন্দের জন্মের
সার্ধশতবর্ষ পালনের অনুষ্ঠানের সূচনায় প্রদীপ জ্বালাচ্ছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ। রয়েছেন
বাঁ দিক থেকে,
রেভারেন্ড আবির অধিকারী, স্কটিশ চার্চ কলেজের প্রাক্তন অধ্যক্ষ কল্যাণচন্দ্র দত্ত, বর্তমান
অধ্যক্ষ
জন আব্রাহাম এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। ছবি: শুভাশিস ভট্টাচার্য
|
আবাহনের সুর
|
গ্রে স্ট্রিট সর্বজনীন-এর খুঁটিপুজো। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক
তথা মেয়র পারিষদ শশী পাঁজা। ছবি: স্বাতী চক্রবর্তী
|
|
ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে শিক্ষক দিবস
উপলক্ষে
৩২জন
প্রাক্তন শিক্ষককে সম্মান জানানো হল। ছিলেন
প্রাক্তন বিচারপতি
চিত্ততোষ মুখোপাধ্যায় ও প্রাক্তনী-র সভাপতি বিভাস গুহ।
|
|
এ বার নাচে গিনেস ওয়র্ল্ড রেকর্ডস-এ নাম তুললেন কলকাতার কত্থকশিল্পী চিরশ্রী দাশগুপ্ত।
এক মিনিটে ১১১ বার চক্রাকারে ঘুরে বিশ্বজয়ের খেতাব নিলেন তিনি। —নিজস্ব চিত্র
|
|
সম্মান জানানো হল রঙ্গমঞ্চের প্রবীণ আলোকশিল্পী কার্তিকচন্দ্র দাসকে।
রয়েছেন নবারুণ ভট্টাচার্য। সম্প্রতি অবন মহলে। —নিজস্ব চিত্র
|
|
|
|
|
|
|
|