টোলগে ওজবেকে নিয়ে ফের ‘যুদ্ধ’ শুরু হয়ে গেল! লাল-হলুদ থেকে ‘মুক্তি’ পাওয়ার দু’সপ্তাহের মধ্যেই শুক্রবার নতুন করে চাপান-উতোর শুরু হল অস্ট্রেলীয় স্ট্রাইকারকে নিয়ে।
তবে এ বার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান নয়, লড়াই মোহনবাগান বনাম আই এফ এ-র মধ্যে। ঝামেলার বিষয়, টোলগে এবং মোহনবাগান সচিবকে পাঠানো আই এফ এ-র কড়া চিঠি। তাতে টোলগেকে লেখা হয়েছে, “মোহনবাগানে সই করার পর আপনি রাজ্য সংস্থার বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তাতে সংস্থার কোড অব কন্ডাক্ট লঙ্ঘিত হয়েছে। কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? আপনার সব কাগজপত্র শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হচ্ছে।” অন্য একটি চিঠিতে মোহন-সচিব অঞ্জন মিত্রকে লেখা হয়েছে, “আপনি আই এফ এ-র বিরুদ্ধে যে মন্তব্য করেছেন সেগুলো বলেছেন কি না সাত দিনের মধ্যে জানান।”
শুক্রবার দু’টি চিঠি মোহনবাগান তাঁবুতে এসে পৌছানোর সঙ্গে সঙ্গেই ঝামেলা তীব্র আকার নেয়। সচিব ও টোলগেকে পাশে বসিয়ে অর্থসচিব দেবাশিস দত্ত তীব্র ভাষায় আক্রমণ করেন আই এফ এ-কে। বলে দেন, “আই এফ এ চায় না মোহনবাগান কোনও ট্রফি পাক। টোলগে যাতে শান্তিতে খেলতে না পারে সে জন্য ফেড কাপ শুরুর আগেই তার মানসিক শান্তি নষ্ট করার জন্যই এই চিঠি পাঠানো হয়েছে। বিশাল অঙ্কের জরিমানা আদায় ও ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার পরও টোলগেকে সমস্যায় ফেলার চেষ্টা চলছে।চিঠিটা তো ফেড কাপের পরেও পাঠানো যেত? এই সময়ে কেন?” যা শুনে প্রচন্ড চটেছেন আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ও। তিনি পাল্টা বলে দিয়েছেন, “টোলগে যদি শান্তিতে থাকতেই চাইত তা হলে ও সব মন্তব্য করল কেন? কেন তাকে ক্লাব সামলাল না। আর আমরা তো চিঠিতে বলেছি, বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে। এতে মানসিক স্থিতি নষ্টের কী ঘটনা ঘটল?” মোহনবাগান অর্থসচিব এ দিন প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, “টোলগের সই সংক্রান্ত ঝামেলা মেটাতে তিন মাস সময় নিয়েছে আই এফ এ। কিন্তু শৃঙ্খলাভঙ্গের অভিযোগের চিঠি চলে এল দু’দিনের মধ্যেই। এ থেকে কী প্রমাণিত হল?” পাল্টা আই এফ এ সচিবের প্রতিক্রিয়া, “রাজ্য সংস্থার অপমান হচ্ছে। কত দিন অপেক্ষা করব?” যাঁকে নিয়ে এত ঝামেলা সেই টোলগে অবশ্য কোনও বিরূপ মন্তব্য করতে চাননি এ দিন। বলে দিলেন, “আমি এমন কিছু বলিনি যাতে পেরেন্ট বডি অসম্মানিত হয়।”
টোলগে ঝামেলা চলার সময় নিয়মিত আই এফ এ-র বিরুদ্ধে তোপ দাগতেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। আই এফ এ কার্যত ক্লাব সচিবকেই শো-কজ করায় ব্যাটন তুলে নেন ক্লাবের অর্থসচিব। ক্লাবের নতুন জার্সি প্রকাশ অনুষ্ঠানের মধ্যেই তিনি বলে দেন, “সচিব আই এফ এ সম্পর্কে যা বলেছেন সেটা সত্যি কথাই। যা হয়েছে তাই বলেছেন। মোহনবাগান বরাবর সত্যের জন্য লড়েছে। এ বারও লড়বে।” যা শুনে বিস্মিত আই এফ এ সচিব বলেন, “এটা বলেছে! তা হলে তো মেনেই নিচ্ছে। দেখি চিঠিতে কী বলে?” টোলগে সমস্যা জিইয়ে রাখার প্রতিবাদে কলকাতা লিগের প্রথম দুটো ম্যাচ খেলেনি মোহনবাগান। লিগের প্রথম ম্যাচে আজ নামছেন ওডাফারা। তার চব্বিশ ঘণ্টা আগে ফের ঝামেলা শুরু হয়ে গেল। দেখার জল এ বার কত দূর গড়ায়! |