ফেড কাপ খেলতে যাওয়ার আগে ওডাফা-টোলগে-নবিদের জন্য নতুন জার্সির অভিষেক ঘটল মোহনবাগানে।
গত ২৯ জুলাই প্রখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়র ডিজাইন করা যে জার্সির উদ্বোধন হয়েছিল, তার সামান্য অদল-বদল ঘটিয়ে পাওলো মালদিনি-পাওলো রোসির দেশের এক বড় কোম্পানি তৈরি করল নতুন সবুজ-মেরুন জার্সি। ইতালির বিখ্যাত ‘স্পোর্টস স্টাইল ব্র্যান্ড’ ফিলা-র সঙ্গে শুক্রবার দু’বছরের চুক্তি করল মোহনবাগান। আগের জার্সিতে সবুজ ও মেরুন গাঢ় নয় বলে অভিযোগ ছিল ক্লাব সমর্থকদের। নতুন জার্সি বেশ ঝকঝকে। ঠিক ছিল শিলিগুড়িতে ২০ সেপ্টেম্বর উদ্বোধন হবে জার্সির। কিন্তু সেখানে স্পনসরদের প্রতিনিধিরা থাকবেন না বলে আজ শনিবার কলকাতা লিগের ম্যাচেই পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে নতুন জার্সি পরে খেলবেন ওডাফা-নির্মলরা।
কিন্তু কলকাতা লিগ নয়, সবার নজর যে ফেড কাপের দিকে সেটাই এ দিন সাংবাদিক সম্মেলনে বারবার সামনে এসেছে। নতুন জার্সিতে কি দু’বছরের ট্রফির খরা কাটবে? ঘুরিয়ে এই প্রশ্নটা করা হয় ‘গোলমেশিন’ ওডাফাকে। |
“এ বার টিম আগের বারের চেয়ে ভাল। আশা করছি এ বার ট্রফি আসবে,” বলার সঙ্গে সঙ্গেই মোহন অধিনায়কের উদ্দেশ্যে প্রশ্ন হল, দেশের সব ট্রফি জিতলেও ফেড কাপ আপনি জেতেননি। নতুন হেয়ার স্ট্রাইলের ওডাফা বললেন, “এ বার জিতব। প্রি সিজন কন্ডিশনিং এ বার ভাল হয়েছে। দল তৈরি। তবে গ্রুপটা কঠিন। আমার পুরনো ক্লাব চার্চিল আছে। এয়ার ইন্ডিয়া ভাল দল। কিন্তু আমাদের জিততেই হবে।” পাশ থেকে অর্থসচিব দেবাশিস দত্ত জুড়লেন, “ভাইচুংও আমাদের ক্লাবে এসে প্রথম ফেড কাপ জিতেছিল।” যা ওডাফাও উজ্জ্বল মুখে বললেন, “চার্চিলকে যেটা দিতে পারিনি সেটা এখানে জিতব।” ওডাফার পাশে বসা টোলগেও বলেন, “ফেড কাপ জেতার জন্য সবাই মুখিয়ে আছি।”
ওডাফার সঙ্গে টোলগে, নবি, নির্মল, জুয়েলদেরও নতুন জার্সি পরানো হয়। শেষ তিনজন সদ্য নেহরু কাপ জিতেছেন। তাঁদের এ দিন সংবর্ধনা দিল ক্লাব। উত্তরীয় ছাড়াও প্রত্যেকে দশ হাজার টাকা করে পেলেন। টোলগে-নবি এ দিন নতুন জার্সি পরলেও আজ পুলিশের বিরুদ্ধে দু’জনকেই খেলাবেন না ঠিক করে রেখেছেন সন্তোষ কাশ্যপ। সকালে অনুশীলনের পর বলেন, “ফেড কাপ খেলতে যাওয়ার আগে পুরো টিম পেলে ভাল হত। সেটা হচ্ছে না। বাড়তি ঝুঁকি এখন নেওয়া যাবে না।” লিগের প্রথম দুটো ম্যাচ খেলেনি মোহনবাগান। ফলে পুলিশের বিরুদ্ধে আজকের ম্যাচই কলকাতা লিগে তাদের প্রথম ম্যাচ। এই ম্যাচে ওডাফার সঙ্গে দীপেন্দু না অনিল কুমার, কে শুরু করবেন তা বলতে চাননি মোহন-কোচ। সকালে দল গড়ে খেলালেও বলে দিয়েছেন, দল ঠিক হবে ম্যাচের সকালে। টোলগে-নবিদের না পেলেও রাকেশ মাসি, খেলম্বা সিংহ, স্নেহাশিসদের পাচ্ছে মোহনবাগান। আজ মাঝমাঠ এবং রক্ষণ দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন সন্তোষ। “পুলিশের বিরুদ্ধে জিতেই ফেড কাপে যেতে চাই।”
অর্থাৎ ক্লাব কর্তাদের সঙ্গে কোচও তা হলে চাইছেনজিতে নতুন জার্সির উদ্বোধন ঘটিয়ে ফেড কাপে নামতে।
|
শনিবারে কলকাতা লিগ
মোহনবাগান: পশ্চিমবঙ্গ পুলিশ (যুবভারতী ২-৪৫) |