জাতীয় দলের স্ট্রাইকার মননদীপ সিংহ নন। বরং রবিন সিংহের চোটে কপাল খুলতে চলেছে জাতীয় দলের বাতিল বলজিৎ সিংহের। রবিন-ধাক্কা সামলাতে ফেডারেশন কাপের শুরুতে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইনে খেলতে দেখা যেতে পারে চিডি-বলজিৎ জুটিকে।
লাল-হলুদ কোচ ট্রেভর মর্গ্যানের প্রথম পছন্দ অবশ্য চিডি-রবিন জুটি-ই। কিন্তু শুক্রবার ডাক্তারের রিপোর্টে ধরা পড়েছে, রবিনের কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তাতে আরও সাত-আট দিন মাঠের বাইরে থাকতে হবে রবিনকে। যা দাঁড়াচ্ছে, তাতে ফেড কাপের প্রথম দু’টো ম্যাচ স্পোর্টিং ক্লুব দ্য গোয়া এবং ওএনজিসি-র বিরুদ্ধে রবিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আর সেখানেই প্রশ্ন উঠছে, চিডি-র সঙ্গী কে? শুরুতে মননদীপের নাম জোরাল ভাবে শোনা গেলেও, স্থানীয় লিগে বলজিতের সাম্প্রতিক ফর্ম (তিন ম্যাচে দু’টো হ্যাটট্রিক-সহ আট গোল) তাঁকে অনেকটাই এগিয়ে দিয়েছে। মর্গ্যান অবশ্য বলছেন, “রবিন কতটা সুস্থ, সোমবার জানতে পারব।” |
ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী, এ বছর জাতীয় কাপের দলে ২০ জনের বদলে ২৫ জনের নাম নথিভুক্ত করা যাবে। সেক্ষেত্রে সোমবারের রিপোর্টে যাই আসুক না কেন, মর্গ্যানের ২৫ জনের দলে রবিনের নাম থাকছেই।
রবিন ছাড়াও ইস্টবেঙ্গলের চোটের তালিকায় ছিল হরমনজিৎ সিংহ খাবরার নামও। তবে তিনি এখন অনেকটাই সুস্থ। বড় জোর দু’তিন দিন লাগবে, সম্পূর্ণ চোটমুক্ত হতে। তবে ফেড কাপের প্রথম দলে কি খাবরাকে দেখা যাবে? যা দাঁড়াচ্ছে, মর্গ্যানের রক্ষণে ওপারা-গুরবিন্দরের দু’পাশে থাকবেন সৌমিক ও নওবা। তবে মাঝমাঠে পেন-মেহতাব জুটি নিশ্চিত হয়ে গেলেও, আরও দুই মিডিও নিয়ে বেশ দ্বিধায় লাল-হলুদ কোচ। এক সঙ্গে অনেকগুলো নাম ঘোরাফেরা করছে-- পাইতে, সঞ্জু, হরমনজিৎ, ইসফাক, লালরিন্দিকা, সুবোধ ও কেভিন। এখন প্রশ্ন, এত নামের মধ্যে কাকে রাখা হবে প্রথম দলে? মর্গ্যান পরিষ্কার কোনও ইঙ্গিত না দিলেও, ফেড কাপে শুরু থেকে হরমনজিৎ এবং সঞ্জুরই খেলার সম্ভাবনা প্রবল। সঞ্জু বলছিলেন, “ফেড কাপে গোল করতে চাই। না পারলে, অন্যকে দিয়ে করাব। কিন্তু এ বার ফেড কাপ আমরাই জিতব।”
শুক্রবার পৈলান অ্যারোজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২-২ ড্র করল ইস্টবেঙ্গল। ম্যাচের স্কোরলাইন দেখে অবশ্য অবাক হওয়ার কারণ নেই। কেননা একমাত্র চিডি বাদে পুরোটাই দ্বিতীয় সারির দল খেলালেন মর্গ্যান। কেউ তিন সপ্তাহ বাদে মাঠে নামলেন, কেউ আবার তিন মাস বাদে। সব মিলিয়ে জাতীয় কাপে খেলতে নামার আগে রিজার্ভ বেঞ্চের বেশ কিছু ফুটবলারকে দেখে নেওয়ার জন্যই পাইতে, অভিষেক দাস কিংবা রবার্টদের নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ। আর ম্যাচের পর তাঁর ব্যাখ্যা, “এত দিন বাদে খেলতে নামল, একটু বোঝাপড়ার অভাব তো থাকবেই।” এ দিকে, কলকাতা লিগে বিএনআর-ইস্টবেঙ্গল ভেস্তে যাওয়া ম্যাচ পুনরায় খেলার ব্যাপারে আইএফএকে সবুজ-সঙ্কেত দিলেন লাল-হলুদ কর্তারা। |