আইপিএলের দুনিয়া থেকে বিদায় ঘটে গেল ডেকান চার্জার্সের। আর্থিক সমস্যায় জর্জরিত হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিকে কোনও রকম বাড়তি সুযোগ না দিয়েই তাদের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করে দিল ভারতীয় বোর্ড। শনিবারের নির্ধারিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রাতারাতি এগিয়ে এনে এই সিদ্ধান্ত নেওয়া হল। চুক্তিভঙ্গের অপরাধে বিতাড়িত হল ২০০৯ সালের আইপিএল চ্যাম্পিয়ন দল।
ঠিক ছিল, যাবতীয় আর্থিক সমস্যা মেটাতে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত সময় পাবে ডেকান। তা তো হলই না। উল্টে বোর্ডের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে শুক্রবার রাতেই আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক বসে গেল চেন্নাইয়ে। বোর্ড সূত্রের খবর, স্বয়ং প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন হাজির ছিলেন বৈঠকে। অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে তিনি ডেকান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
ডেকান চার্জার্স ফ্র্যাঞ্চাইজি নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই বিরূপ মনোভাব দেখাচ্ছিল বোর্ড। দেনার দায়ে ধুঁকতে থাকা হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজির জন্য ন’শো কোটি টাকার দর দিয়েছিল হায়দরাবাদেরই একটি বাণিজ্যিক সংস্থা পিভিপি ভেঞ্চার্স লিমিটেড। কিন্তু একমাত্র ‘বিডার’-এর সেই দর যথেষ্ট নয় বলে নিলাম বাতিল করে দেয় ফ্র্যাঞ্চাইজির মালিক ডেকান ক্রনিকল হোল্ডিংস। যা ভারতীয় বোর্ডের পছন্দ হয়নি। এর পরেই ডেকানকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত মোটামুটি নেওয়া হয়ে যায়। আজ, শনিবার চেন্নাইয়ে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক বসছে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নির্ধারণের জন্য।
দুটো সম্ভাবনা উঠে আসছে। এক, নতুন টিমের জন্য নতুন করে টেন্ডার ডাকবে বোর্ড। কিংবা পিভিপি ভেঞ্চার্সকেই ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দেওয়া হবে। যারা ইতিমধ্যেই ‘বিড’ জমা দিয়েছে। সম্ভাবনা দুই, আইপিএল সিক্স থেকে আবার আট টিমের টুর্নামেন্ট। যদিও দ্বিতীয় সম্ভাবনাকে জোরালো দেখাচ্ছে না। বোর্ডের এক সূত্র জানাচ্ছে, আইপিএল সিক্সে ন’টা টিমই তারা চায়।
শনিবার বোর্ডের বৈঠকের আগে তাই একটাই প্রশ্ন থাকছে। পরের বছর আইপিএল কি আট টিমের ফর্ম্যাটে ফিরবে? নাকি নতুন কোনও ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থা করবে বোর্ড? |