মহেন্দ্র সিংহ ধোনি টানা পাঁচ বছর আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে টিমের অধিনায়ক থেকে যাওয়ায় এতটুকু অবাক হচ্ছি না। বরং বলব, একদম ঠিক সময়ে দল নির্বাচন হয়েছে। আর দিন তিনেক পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ঘোষণা ভারতীয় টিমের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে।
কেন বলছি? শ্রীলঙ্কায় যখন টিম ইন্ডিয়া খেলতে নামবে, তখন ওরা জেনে যাবে যে বিশ্বের সেরা ওয়ান ডে অধিনায়ক ওদের টিমে। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে। মানসিক ভাবে অনেক তেতে থাকবে টিম। প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়েও নামবে টিম ইন্ডিয়া। দেখুন, টেস্ট ক্যাপ্টেন হিসেবে ধোনি কী রকম, সেই তর্কে আমি যাব না। কিন্তু ওয়ান ডে বা টি-টোয়েন্টিএই দু’ধরনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে কিন্তু ও চ্যাম্পিয়ন। দুর্দান্ত অধিনায়ক। দুর্ধর্ষ ফিনিশার। মনে রাখবেন, ওয়ান ডে আর টি-টোয়েন্টি মিলিয়ে আমাদের দু-দু’টো বিশ্বকাপ দিয়েছে ধোনি। যেটা আর কেউ কোনও দিন করে দেখাতে পারেনি।
সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ধোনির অনেক গুণ দেখেছি। চাপের মুখে পড়লেও এতটুকু ঘাবড়ে যায় না। বরং টিমের কোনও ব্যাটসম্যান যদি অফ ফর্মে থাকে, তাকে ‘ব্যাক’ করে। উদাহরণ চান? গম্ভীর, বিরাট কোহলির কথা ভাবুন। ওদের অফ ফর্মের সময় ধোনি ওদের পাশে ছিল। আমরা এত দিন ভাবতাম যে, ধোনি সীমিত ওভারের ক্রিকেটে দুনিয়ার সেরা অধিনায়ক। সেই ভাবনার উপরই সিলমোহর পড়ল আইসিসি-র ঘোষণায়। দু’শোর কাছাকাছি ওয়ান ডে খেলেছে ধোনি। গড় পঞ্চাশের উপর। লোয়ার অর্ডারে নেমে ম্যাচ শেষ করে আসছে। আমি তো ধোনিকে আমাদের মাইকেল বিভান বলব। ব্যাটিংয়ে সচিন তেন্ডুলকরের টেকনিক ওর নেই। কিপিংয়েও সইদ কিরমানি নয়। কিন্তু ও একটা ‘প্যাকেজ’। ওয়ান ডে ক্রিকেটে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। তা ছাড়া কিপিংয়ের সমস্যাও এখন কাটিয়ে উঠেছে ধোনি। আগে বলা হত, ওর নাকি ‘আয়রন গ্লাভস’। মানে, বল গ্লাভসে লেগে ছিটকে বেরিয়ে যেত। এখন সে সব সমস্যা আর কোথায় ক্যাপ্টেন কুলের?
আইসিসি-র বর্ষসেরা টেস্ট টিমে কোনও ভারতীয় ছিল না বলে অনেক কথা হয়েছিল। সেখানে ওয়ান ডে টিমে ধোনি-সহ তিনজন। ঠিকই আছে। টেস্টে বিদেশে আমরা বিপর্যয়ের মুখে পড়েছিলাম। টেস্ট টিমে কেউ ঢোকার কথাও তাই ছিল না। কিন্তু ওয়ান ডে-তে আমরাই বিশ্বচ্যাম্পিয়ন। শুধু একটাই কথা বলার আছে। আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে টিমে কিন্তু যুবরাজ সিংহের থাকা উচিত ছিল। গত দশ মাস ওকে ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে বলে ভাবা হয়নি হয়তো। কিন্তু এটাও সত্যি, কোনও ওয়ান ডে টিমই যুবরাজ ছাড়া হয় না। |