এক নয়, দুই নয়, পরপর পাঁচ বার। আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে টিমে এই নিয়ে টানা পাঁচ বার অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন মহেন্দ্র সিংহ ধোনি। শুধু তাই নয়, একই সঙ্গে উইকেটকিপিংয়ের দায়িত্বেও আছেন ভারত অধিনায়ক। এবং সেটাও এ নিয়ে পরপর পাঁচ বছর। আইসিসি-র বর্ষসেরা টেস্ট টিমে একজনও ভারতীয় না থাকায় প্রবল বিতর্ক বেধেছিল। কিন্তু প্রাক্তন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন যে নির্বাচক কমিটি মঙ্গলবার বর্ষসেরা ওয়ান ডে টিম বেছে নিয়েছে, তাতে ধোনি ছাড়াও আছেন দুই ভারতীয়। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। শনিবার কলম্বোয় আইসিসি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে গত এক বছরের সেরা ক্রিকেটারদের পুরস্কার দিয়ে সম্মান জানানো হবে। |
বর্ষসেরা ওয়ান ডে টিম নির্বাচনের দায়িত্বে চেয়ারম্যান লয়েড ছাড়াও ছিলেন কার্ল হুপার, টম মুডি, মারভান আতাপাত্তুর মতো ক্রিকেটব্যক্তিত্বরা। দল নির্বাচনের পরে লয়েড বলছেন, “নির্বাচিত ওয়ান ডে দলের ব্যাটিং গভীরতা এবং বোলিং বৈচিত্র্য বেশ ভাল।”
উল্লেখ্য, ২০১১-১২ মরসুমে ১২ টেস্টে ৭২ উইকেট পাওয়া সত্ত্বেও আইসিসি-র বর্ষসেরা খেলোয়াড় হিসাবে মনোনয়ন পাননি পাক অফস্পিনার আজমল। কথা হয়েছিল আজমলের বিতর্কিত বোলিং অ্যাকশন নিয়ে। ফলে পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল আইসিসি-র। প্রতিবাদপত্র পাঠানোর পাশাপাশি, কলম্বোয় বর্ষসেরাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কটের কথাও বলেছিল পাক বোর্ড। সেই আজমল বর্ষসেরা এক দিনের দলে জায়গা পাওয়ায় পরেই নাটকীয় ভাবে নরম পাক বোর্ডের অবস্থান। বোর্ড জানিয়েছে, শনিবারের অনুষ্ঠান বয়কট করা হচ্ছে না।
পুরো দল: গৌতম গম্ভীর, অ্যালিস্টার কুক, কুমার সঙ্গকারা, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, মাইকেল ক্লার্ক, শাহিদ আফ্রিদি, মর্নি মর্কেল, স্টিভন ফিন, লাসিথ মালিঙ্গা, সইদ আজমল।
দ্বাদশ ব্যক্তি: শেন ওয়াটসন। |