দলের সদস্যরা বলছেন, জিততেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, অন্যতম ফেভারিট দল ভারত। কিন্তু বিশ্বজয়ী এক প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, জেতা মোটেও সহজ হবে না।
পাঁচ বছর আগের টি-টোয়েন্টি বিশ্বজয়ীদের নিয়ে ক্রিকেট-পণ্ডিতরা যা-ই বলুন না কেন, ’৮৩-র বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব নিজের বক্তব্যে অনড়। কিংবদন্তি অলরাউন্ডার মনে করছেন, এই বিশ্বকাপ একেবারেই সহজ হবে না মহেন্দ্র সিংহ ধোনিদের জন্য। তাঁর কথায়, “আমার হৃদয় আর মস্তিষ্ক দু’রকম কথা বলছে। হৃদয় বলছে ধোনিরাই কাপ জিতবে। কিন্তু ক্রিকেটীয় মস্তিষ্ক বলছে, ভারতের কাজটা সহজ হবে না।” কেন? এ বার কপিলের ব্যাখ্যা, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচটার কথা ভেবে দেখুন। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ধোনিরা যে ভাবে খেলল, সেটা মোটেই ভাল সূচক নয়। চেন্নাইয়ে জেতা ম্যাচ হারল ভারত।” |
মুখোমখি: কলম্বোর হোটেলে যুবরাজ-ম্যাকালাম। ছবি: এএফপি |
ধোনির জন্য কপিলের দাওয়াই তা হলে কী? তাঁর সোজা কথা, আত্নতুষ্টি তাড়াতে হবে টিম ইন্ডিয়ার সংসার থেকে। “ভারতের সবচেয়ে বড় শক্তি ব্যাটিং। প্রতিটা দলে দু’একজন ম্যাচ জেতানো ব্যাটসম্যান আছে। ভারতের সেখানে প্রায় পাঁচ-ছ’জন ম্যাচ জেতানো ব্যাটসম্যান, যারা একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আত্মতুষ্ট হয়ে পড়লে চলবে না।”
এ দিকে, ধারাভাষ্যকারের কোট-প্যান্ট ছেড়ে আবার জাতীয় জার্সি পরতে চলেছেন ৪১ বছরের ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনারই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। সাতটা টেস্ট এবং ১২৩টা ওয়ান ডে খেলে চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন হগ। গত মরসুমে বিগ ব্যাশে তাঁর পারফরম্যান্স দেখে প্রভাবিত জাতীয় নির্বাচকেরা তাঁতে বিশ্বকাপ দলে ডেকে নিয়েছেন। |