|
|
|
|
পথে সব দলই |
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি হয়েছে। পথে নেমেছে বামফ্রন্ট, এসইউসি, বিজেপি এমনকী কেন্দ্রের শরিক তৃণমূলও। মূল্যবৃদ্ধির ঘোষণাপত্র পুড়িয়ে প্রতিবাদ দেখানো হয়। বিক্ষোভ-মিছিল থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
শুক্রবার সকালে জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে বিক্ষোভ দেখায় এসইউসি। নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক অমল মাইতি। তার আগে হয় মিছিল। নেতৃত্বের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। ডিজেলের দাম বেড়েছে। এ বার বাস-সহ বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়ানোর দাবি উঠবে। বোঝা চাপবে জনগণের উপর। খড়্গপুর, বেলদা, সবং-সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি হয়েছে বলে এসইউসি’র পক্ষ থেকে জানানো হয়েছে। বিকেলে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করে যুব-তৃণমূল। নেতৃত্ব দেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। |
|
বামফ্রন্ট ও তৃণমূলের প্রতিবাদ মিছিল মেদিনীপুর শহরে। শুক্রবারের নিজস্ব চিত্র। |
মিছিল থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। বিধায়কের বক্তব্য, “সাধারণ মানুষ সমস্যায় পড়বেন, এমন কোনও সিদ্ধান্ত আমরা মানতে পারব না।”
এ দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে মিছিল করেছে বামফ্রন্টও। নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিজয় পাল, জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী প্রমুখ। বিকেলে নারায়ণগড়েও তৃণমূলের ব্লক সভাপতি মিহির চন্দের নেতৃত্বে প্রতিবাদ মিছিল- সভা হয়েছে। সকালে খড়্গপুরের ইন্দায় পথ অবরোধ করে বিজেপি। নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। ব্যস্ত সময় ইন্দার মতো গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ হওয়ায় পথচলতি মানুষ সমস্যায় পড়েন। যানজট হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। |
|
|
|
|
|