টুকরো খবর |
বিবেক-উৎসব |
স্বামী বিবেকানন্দের ৩৫টি আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে ‘অসময়ের নাট্যভাবনা’ পত্রিকা। ২৮ সেপ্টেম্বর থেকে তিন দিন প্রদর্শনী চলবে হাওড়ার শরৎ সদনে। প্রথম দু’দিন স্কুলের ছেলেমেয়েরা বিবেকানন্দ-বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবে। দৈনন্দিন ব্যস্ততা ও চাপ থেকে মুক্তির নানা পথ নিয়ে বিবেক-ভাবনা আলোচিত হবে ৩০ সেপ্টেম্বর। এ ছাড়াও পত্রিকাটির আয়োজনে স্বামী বিবেকানন্দকে নিয়ে নাট্যোৎসবও হচ্ছে। থাকছে ‘ইন্ডিয়ান ডান্স সেন্টার’-এর ‘মহিষাসুরমর্দিনী’ও। পুরো উদ্যোগে অর্থ-সহায়তা করছে ভারত সরকারের সংস্কৃতি বিভাগ।
|
জেলা যোগাসন |
শিবপুর যোগ অঙ্গনের পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত হল ৩৭তম হাওড়া জেলা যোগাসন প্রতিযোগিতা। শিবপুর বি কে পাল ইনস্টিটিউশনে এই প্রতিযোগিতায় দশটি বিভাগে অংশ নিলেন আট থেকে চল্লিশ বছরের ২১১ জন প্রতিযোগী। বিভিন্ন বিভাগে সেরা হলেন রোহন কর্মকার, অস্মিতা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া দাস প্রমুখ। প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। ছিলেন ভারতশ্রী কমল ভাণ্ডারী ওয়েস্ট বেঙ্গল যোগ অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম সিংহ, ভারোত্তোলক অর্জুন লক্ষ্মীকান্ত দাস প্রমুখ।
|
প্রদশর্নী |
সম্প্রতি হাওড়ার বালিটিকুরি মুক্তারাম দে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল হাওড়া জেলা বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় প্রদর্শনীর সূচনা করেন। ছিলেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সন চিত্তরঞ্জন মণ্ডল, ডেপুটি ডিরেক্টর অফ স্কুল এডুকেশন দিব্যগোপাল ঘটক প্রমুখ। হাওড়া জেলার বিভিন্ন স্কুলের প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। |
|