একই ভবনে হলদিয়া মেডিক্যাল এবং ডেন্টাল কলেজ চলায় সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছিল। এ বার এই জটিলতায় কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
ডেন্টাল কলেজ চলছিল হলদিয়া মেডিক্যাল কলেজ ভবনেই। তাই মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করে দিয়েছিল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)। যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি গিরীশচন্দ্র গুপ্ত এমসিআই-এর সেই বিজ্ঞপ্তি খারিজ করে দেন। ওই মামলা চলার সময়েই আইকেয়ার সোসাইটি ও কলেজ-কর্তৃপক্ষ জানান, মেডিক্যাল কলেজ ভবনে ডেন্টাল কলেজ চলছে সাময়িক ভাবে। ডেন্টাল কলেজের নিজস্ব ভবন তৈরির কাজ শেষ হতে চলেছে। কিছু দিনের মধ্যেই স্থায়ী ভবনে চলে যাবে ডেন্টাল কলেজ।
ইতিমধ্যে ডেন্টাল কলেজ তাদের নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে। কিন্তু এ বার ডেন্টাল কাউন্সিলের ফরমান, মেডিক্যাল কলেজ ভবনেই ফিরে যেতে হবে ডেন্টাল কলেজকে। নইলে তাদের অনুমোদন বাতিল হবে।
ডেন্টাল কলেজ-কর্তৃপক্ষ হাইকোর্টে মামলা করেন। আবেদনকারীদের আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে বলেন, রাজ্য সরকারের কাছ থেকে ‘এসেন্সিয়াল সার্টিফিকেট’ নেওয়ার সময়েই কলেজ-কর্তৃপক্ষ জানিয়েছিলেন, আপাতত মেডিক্যাল কলেজ ভবনের কিছু এলাকা ডেন্টাল কলেজের জন্য ব্যবহার করা হবে। স্থায়ী ভবন তৈরি হলেই ডেন্টাল কলেজ সেখানে উঠে যাবে। মেডিক্যাল কলেজের বাড়িতে ডেন্টাল কলেজ চলছিল বলেই মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করে দিয়েছিল এমসিআই। এখন ডেন্টাল কলেজ স্থায়ী ভবনে চলে যাওয়ায় ডেন্টাল কাউন্সিল অনুমোদন বাতিল করতে চাইছে।
ডেন্টাল কাউন্সিলের তরফে বলা হয়, নতুন ভবনে কলেজ সরানো হয়েছে তাদের না-জানিয়েই। পরিকাঠামো কেমন, তা পরিদর্শনের আগেই এটা করা হয়েছে। বিচারপতি দু’পক্ষের বক্তব্য শুনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিবকে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দেন। ১৫ দিন পরে ফের এই মামলার শুনানি হবে।
স্বেচ্ছাসেবী সংস্থা আইকেয়ার পরিচালিত মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের যে-সব ছাত্রছাত্রী সুপ্রিম কোর্টের নির্দেশে প্রথম সেমেস্টার পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের ফল প্রকাশিত হয়নি সর্বোচ্চ আদালতের নির্দেশেই। সম্প্রতি শীর্ষ আদালত জানিয়েছে, ফলপ্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে কলকাতা হাইকোর্ট। এ দিকে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় সেমেস্টারের জন্য ভর্তি হওয়ার শেষ দিন। মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়েও হাইকোর্টে আবেদন করেন। আজ, বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি হবে। |