বিধাননগরে গাড়ি থামিয়ে ৪০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে কোচবিহার থেকে ওই ৩ জনকে গ্রেফতার করে দার্জিলিং জেলা পুলিশের একটি দল। পুলিশ জানায়, ধৃতদের নাম বাদল নারায়ণ, সোমারু ভাড়ালি এবং গোকুল বাসফোর। তিনজনের বাড়ি কোচবিহার কোতোয়ালি থানা এলাকায়।
ধৃতদের কাছ থেকে ৬ লক্ষ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাদলের কাছ থেকে ৪ লক্ষ ৭৭ হাজার এবং গোকুলের কাছ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ২ সেপ্টেম্বর কোচবিহার থেকে বর্ধমান যাওয়ার পথে বিধাননগর থেকে একটি অর্থ লগ্নিকারী সংস্থার কর্মীদের কাছ থেকে ৪০ লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। কয়েকদিন আগে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ওই সংস্থার ২ কর্মী সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৩ লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার করা হয়। যে চারটি গাড়ি লুঠের কাজে লাগানো হয় সেগুলিও আটক করে পুলিশ।
দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “ওই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েক লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন ওই ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।”
পাশাপাশি, কেপমারির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ মাটিগাড়ার পতিরামজোত থেকে তাকে ধরে প্রধাননগর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম পিঙ্কি মজুমদার। বাড়ি ওই এলাকাতেই।
ধৃতের কাছ থেকে কেপমারি করা ৫ হাজার টাকা এবং সোনার গয়না উদ্ধার করা হয়েছে। চম্পাসারির বাসিন্দা রুবি বল্লভ রাই এ দিন দুপুরে কাজে শিলিগুড়িতে এলে অটো থেকে তাঁর ব্যাগ এক মহিলা নিয়ে উধাও হয়ে যায় বলে প্রধাননগর থানায় তিনি অভিযোগ জানিয়েছিলেন। উদ্ধার হওয়া টাকা এবং গয়নাগুলি তাঁরই ব্যাগে ছিল। অভিযুক্ত পিঙ্কির বিরুদ্ধে আগেও এ ধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। |