শিলিগুড়ি পুরসভার উদ্যোগে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প গড়ার কাজে সম্মতি জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ‘টেকনিক্যাল কমিটি’। বুধবার শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত এ কথা জানিয়েছেন। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিনিধি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের নিয়েও একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছিল। তারাও সবুজ সংকেত দিয়েছেন। সেই মতো নথিপত্র পাঠিয়ে এ বার রাজ্য এবং কেন্দ্র সরকারের অনুমতি পত্র চাওয়া হবে। তার আগে বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান পুর কর্তৃপক্ষ। মেয়র বলেন, “উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাজ্য এবং কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠানো হবে।”
|
শিলিগুড়ির শালবাড়ির কাছে একটি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের সীমানার বাইরে ১৬০ একর জমি জবর দখলের অভিযোগ উঠেছে। বুধবার আদিবাসী জমি রক্ষা কমিটির তরফে শিলিগুড়ির মিত্রসম্মেলনী হলে কনভেনশন করে ওই অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ ওই জমিতে ১৫১ টি কৃষক পরিবার বসবাস করে। অভিযুক্ত চা বাগান কর্তৃপক্ষ তাদের বাগান লাগোয়া ওই জমি জবরদখল করেছে। সেখানে বসবাসকারী ১৫ জনের বাড়ি ভেঙে দিয়েছে। ওই অভিযোগে এলাকার বাসিন্দা তথা বাগানের শ্রমিকদের একাংশ আন্দোলন শুরু করলে তাদের কাজ থেকে সাসপেন্ড করা হয়। এর বিরুদ্ধে তাই শহরের বিভিন্ন গণসংগঠনগুলিকে নিয়ে আন্দোলনে নেমেছে আদিবাসী জমি রক্ষা কমিটি।
|
শিলিগুড়ি পুর এলাকায় পানীয় জল সরবরাহের লোহার পাইপ কেটে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার এমনই অভিযোগ জানিয়েছেন, পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। সম্প্রতি তাঁর ওয়ার্ডে একটি জায়গা থেকে এ ভাবে পুরসভার জল সরবরাহের লাইন থেকে পাইপ কেটে চুরির ঘটনা ঘটেছে। রঞ্জনবাবু বলেন, “পুলিশে অভিযোগ জানানো হবে। সন্দেহভাজন কাউকে দেখলে পুরসভায় বা পুলিশে খবর দিতে বাসিন্দাদের কাছেও আবেদন করা হচ্ছে। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় জল সরবরাহ ব্যাহত হচ্ছে।”
|
বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বুধবার বিকালে ঘটনাটি ঘটে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে ৩১ নম্বর জাতীয় সড়কে। পরে মাটিগাড়ি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতের পরিচয় জানতে পারেনি পুলিশ। |