সরকারি ভাবে উঠে এল অরূপের নামও
জাতীয় নির্বাচকের লড়াইয়ে নতুন নাটক
জিরবিহীন রাজনৈতিক হস্তক্ষেপে অভূতপূর্ব মোড় নিল পূর্বাঞ্চল থেকে জাতীয় নির্বাচক বাছার দৌড়। প্রথম দিকে পূর্বাঞ্চল থেকে নির্বাচক হওয়ার লড়াইয়ে ছিলেন প্রধানত দু’জন দীপ দাশগুপ্ত এবং দেবাঙ্গ গাঁধী। পরে লড়াইয়ে চলে আসেন বাংলার প্রাক্তন অলরাউন্ডার অরূপ ভট্টাচার্য। বুধবার সরকারি ভাবে অরূপের নামের উপর শিলমোহর পড়ে গেল। রাজ্যের শীর্ষ মহল থেকে অরূপের নাম প্রস্তাব করা হয়েছে বলে খবর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচনী প্যানেল ঠিক হওয়ার সপ্তাহদুয়েক আগে অরূপের নাম সরাসরি প্রস্তাব করলেন রাজ্যের নগরোন্নায়ন মন্ত্রী ববি হাকিম। “হ্যাঁ, আমি সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে কথা বলে অরূপের নাম প্রস্তাব করেছি। বাংলা ক্রিকেট এবং সিএবি-র জন্য অরূপ অনেক কিছু করেছে। ওর এটা প্রাপ্য,” এ দিন বলেছেন হাকিম। তাঁর প্রস্তাবে ডালমিয়া সায় দিয়েছেন কি না, তা নিয়ে মুখ না খুললেও তিনি বলেছেন, “আমি আশা করছি অরূপই নির্বাচক হবে।” প্রসঙ্গত, ববি হাকিমের শ্যালক অরূপ।
দেবাঙ্গ গাঁধী
• টেস্ট ৪-রান ২০৪
• ওয়ান ডে ৩-রান ৪৯
• প্রথম শ্রেণির
ম্যাচ ৯৫-রান ৬১১১
দীপ দাশগুপ্ত
• টেস্ট ৮-রান ৩৪৪
• ওয়ান ডে-৫ রান ৫১
• প্রথম শ্রেণির
ম্যাচ ৮৩-রান ৩৮০৬
অরূপ ভট্টাচার্য
• প্রথম শ্রেণির
ম্যাচ ৪৮- রান ১১৬৩
উইকেট ১৩২
চতুর্থ মুখ
শোনা যাচ্ছে ঝাড়খণ্ডের
সাবা করিমের কথা। উঠে
আসতে পারে অন্য কোনও
প্রাক্তন ক্রিকেটারের নামও।
সিএবি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে চাননি। তবে ডালমিয়া জানিয়েছেন, পূর্বাঞ্চল নির্বাচক কে হবেন সেটা শুধু বাংলা ঠিক করবে না, বিহার বা উড়িষ্যারও এ ব্যাপারে মতামত থাকা স্বাভাবিক। “এখনও কিছুই ঠিক হয়নি। ওদের কথাও শুনতে হবে”, বললেন ডালমিয়া। ১৫ সেপ্টেম্বর চেন্নাইয়ে বোর্ডের বৈঠকে যাবেন সিএবি প্রেসিডেন্ট। নির্বাচক বাছাই নিয়ে সেখানে বোর্ড কর্তাদের মধ্যে বেসরকারি ভাবে এক দফা আলোচনাও হতে পারে।
জাতীয় নির্বাচক হওয়ার যে মাপকাঠি, তাতে দীপ বা দেবাঙ্গ অনেক এগিয়ে অরূপের চেয়ে। অরূপ ৪৮টা প্রথম শ্রেণির ম্যাচ খেললেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। যেখানে দীপ ৮৩টা প্রথম শ্রেণির ম্যাচ-সহ আটটা টেস্ট এবং পাঁচটা ওয়ান ডে খেলেছেন। দেবাঙ্গ খেলেছেন ৯৫টা প্রথম শ্রেণির ম্যাচ, চারটে টেস্ট এবং তিনটে ওয়ান ডে।
ববি হাকিম যদিও বলছেন, “রাজা বেঙ্কট বা সম্বরণ বন্দ্যোপাধ্যায় কি আন্তর্জাতিক স্তরে খেলেছিলেন? রাজা তো ৪১টা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে।” সিএবি-র এক কর্তাও জানালেন, জাতীয় নির্বাচক হওয়ার যে যোগ্যতামান প্রয়োজন তা অরূপের আছে।
জাতীয় প্রচারমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর শীর্ষস্থানীয় বোর্ডকর্তারা কী মনোভাব নেন, সেটাই এখন নাটকের নতুন আকর্ষণ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.