গ্রামে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হল সিপিএমের এক শাখা সম্পাদককে। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগে। গত রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সভার পরে পুয়েন গ্রামের সিপিএম কর্মী শান্তি রায়কে তৃণমূলের লোকজন মারধর করে বলে অভিযোগ। পরের তিন দিনে আরও কয়েক জন সিপিএম কর্মী প্রহৃত হন বলে দলের নেতাদের দাবি। যদিও কোনও ক্ষেত্রেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়নি। তৃণমূলের লোকজন সন্ত্রাস ছড়াচ্ছে, এই অভিযোগ তুলে বুধবার বিকেলে তালপাড়া, মধ্যপাড়া ও পণ্ডিতপাড়ার সিপিএম পরিবারের মহিলারা মিছিল বের করেন। সে সময়ে হেমন্ত রায় নামে এক তৃণমূল সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর পরিবারের তরফে অভিযোগ দায়ের হয় থানায়। সন্ধের দিকে সিপিএম শাখা সম্পাদক মরোরঞ্জন রায়কে গ্রামে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে পুলিশ। সিপিএম নেতৃত্বের দাবি, তৃণমূল সন্ত্রাস করছে, উল্টে গ্রেফতার করা হচ্ছে সিপিএমের লোকজনকে। সন্ত্রাসের অভিযোগ অবশ্য মানতে চাননি তৃণমূল নেতৃত্ব।
|
গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে উত্তরপাড়ার শিমুলতলা ঘাটে। মৃতের নাম উজ্জ্বল কর্মকার (৩৮)। বাড়ি উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ তিনি উজ্জ্বল স্নান করতে নেমে কোনও ভাবে তলিয়ে যান। সেই সময়ে জোয়ার চলছিল। তিনি সাঁতার জানতেন না। দুপুর ১২টা নাগাদ ওই ঘাটের কাছ থেকেই তাঁর দেহটি মেলে। দেহ ময়না-তদন্তে পাঠায় পুলিশ।
|
মঙ্গলবার রাতে খানাকুলের হেলান বাজারে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তাঁর নাম মিনা বেগম (৩০)। শ্বশুর বাড়ির অত্যাচারেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মিনার বাপের বাড়ির লোকের দাবি। বধূর স্বামী শেখ জাফর আলিকে গ্রেফতার করেছে পুলিশ। আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানায় পুলিশ। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
মাস খানেক ধরে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের কয়েকটি গ্রামের মানুষ। অবশেষ মঙ্গলবার রাতে চোরেদের ‘পাণ্ডা’ ধরা পড়ল পুলিশের হাতে। পুলিশ জানায়, ধৃতের মন্টু মাজি। বাড়ি পুণ্ডহিত গ্রামে। বুধবার তাকে আরামবাগ আদালতের বিচারক ১৪ দিন জেলহাজতে পাঠিয়েছেন। চোরাই কিছু মালও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
বালি থানায় নিখোঁজ ডায়েরি করতে এসে বুধবার ছেলেকে ফিরে পেলেন বাবা-মা। পুলিশ জানায়, বিহারের বাসিন্দা গৌতম শর্মা (১০) সম্প্রতি বালিতে বাবার কাছে আসে। এ দিন সকালে সে নিখোঁজ হয়। বালি বাজার থেকে পুলিশ তাকে পায়। |