হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের ৩টি গুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার কারণে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে স্কুল পড়ুয়াদের ভুগতে হচ্ছে। যেমন মালিপাড়া পঞ্চায়েতের আওতাভুক্ত হারিট গ্রাম, সুদর্শন গ্রাম হয়ে শুনকা সারাংপুর রাস্তাটি। রাস্তাটি মোরাম বাঁধানো হলেও ভাঙাচোরা। মাঝে মাঝে সারানো হলেও প্রতি বর্ষায় সেটি আবার ভেঙে যায়। রাস্তার লাল কাঁকড় মেশার ফলে নষ্ট হচ্ছে পাশের আবাদি জমি এবং পুকুরের উর্বরতা। পাউনান ও সারাংপুর গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যেতেও এই পথটিই ব্যবহৃত হয়। হুগলি-মাজিনান রোডের মহানাদ পঞ্চায়েত এলাকায় রামনাথপুর থেকে পরঞ্চপুর, দ্বারবাসিনী পঞ্চায়েত এলাকায় কল্যাণপুর থেকে দ্বারবাসিনী হাটতলা এবং দ্বারবাসিনী মোড় থেকে আহিয়াল গ্রাম পর্যন্ত রাস্তাগুলি আজও পাকা হয়নি। হুগলি-মাজিনান রোডের এই অংশগুলি পাকা হলে কর্ডলাইনের শিবাইচন্ডী রেলস্টেশন পর্যন্ত যাতায়াতে অনেক সুবিধা হবে। ৮-১০ বর্গকিমি এলাকার মানুষের হাওড়া-বর্ধমান যেতে এই স্টেশনই ভরসা। হারিট, রামনাথপুর, দ্বারবাসিনীতে সাপ্তাহিক হাট বসে। এই রাস্তাটি পাকা হলে হাটে যাওয়াও অনেক সহজ হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে এই রাস্তাগুলি অবিলম্বে পাকা করা খুবই দরকার।
মহসীন দরগাই, গ্রাম-সুদর্শন, পোঃ- রামনাথপুর, জেলা-হুগলি। |