কংগ্রেসের আক্রমণের মুখে বামফ্রন্ট
গামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘গা গরম’ করতে নেমে পড়ল ত্রিপুরা কংগ্রেস। ‘আসছে দু’হাজার তেরো/সিপিএম সরকার ছাড়ো’—এই স্লোগান তুলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শুরু করল তাদের আজকের ‘সচিবালয় অভিযান’। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘পরিবর্তন যাত্রা’। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের পক্ষে আজ আগরতলা শহর জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভ সমাবেশে প্রচুর সমর্থক-সমাগম হলেও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। পরে ১৩ দফার একটি দাবি সনদ মুখ্যসচিবের হাতে তুলে দেয় কংগ্রেসের একটি প্রতিনিধিদল।
আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় সমর্থকদের ভিড় জমতে থাকে ফমাক্ন্ত অ্যাকাডেমি সংলগ্ন ময়দানে। বেলা একটা নাগাদ সেখান থেকে মিছিল বের হয়। আরএমএস চৌমুহনি, সূর্য চৌমুহনি, রবীন্দ্রভবন, কর্নেল চৌমুহনি, উত্তর গেট হয়ে মিছিল এগিয়ে যায় সচিবালয়ের দিকে। মিছিলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি সুদীপ রায়বর্মণ, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা রতনলাল নাথ-সহ রাজ্য নেতারা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আগরতলায় সকাল থেকেই সতর্ক ছিল রাজ্য পুলিশ। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছিল টিএসআর জওয়ান-সহ প্রচুর পুলিশ। সার্কিট হাউস সংলগ্ন গাঁধী মূর্তির সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ। সার্কিট হাউস সংলগ্ন সভামঞ্চ থেকেই ভাষণ দেন কংগ্রেস নেতারা। রাজ্য নেতারা ছাড়াও বক্তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী নমনারায়ণ মিনা, ত্রিপুরার ভারপ্রাপ্ত এআইসিসি নেতা সদস্য লুইজিনহো ফেলেইরো। কংগ্রেসের ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল: আরএসপি বিধায়ক পার্থ দাসের বিধানসভার সদস্যপদ খারিজ, সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা, গরিব মানুষের মধ্যে বাছবিচার না করে সকলকে দু’টাকা কেজি দরে চাল সরবরাহ, ত্রিপুরা উপজাতি এলাকায় স্বশাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা প্রদান, পাপাই সাহা, লিটন দেববর্মা হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া ইত্যাদি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.