নিম্ম মানের খাবার বিলি করা হচ্ছে ‘মিড-ডে মিলে’, এই অভিযোগে বুধবার কালনা ২ ব্লকের বড়ধামাস পঞ্চায়েতের ময়নাগুড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকেরা। তাঁদের ক্ষোভ, মিড-ডে মিলের ব্যাপারে সরকারি তরফে নিয়মিত অর্থসাহায্য করা হলেও নিম্নমানের খাবার দেওয়া হয় পড়ুয়াদের। অধিকাংশ দিন ভাতের সঙ্গে পুঁইশাকের ঘ্যাট খেতে পারে না পড়ুয়ারা। দুই অভিভাবক, সুজিত দত্ত ও কালীপদ দাসেরা জানান, স্কুলটিতে বর্তমানে ৮৭ জন পড়ুয়া রয়েছে। নিম্ম মানের খাবার দেওয়ার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে বারবার শুনতে হয় ‘টাকা নেই’। মিড-ডে মিলের খাতে তাঁর হাতে ১১ হাজার ১৫৯ টাকা রয়েছে বলে অভিভাবকদের জানিয়েছেন প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত সাঁতরা। তিনি এই টাকায় সঠিক মানের খাবার দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন অভিভাবকেরা।
|
একটি দোকান থেকে বেশ কয়েকটি মোবাইল চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বুধবার সকালে ওই দোকানের মালিক সাইদুল মল্লিক দেখেন তার দোকানের অ্যাসবেসটসের চাল ভাঙা। ভিতরে ঢুকে দেখেন চোরেরা প্রচুর দামি মোবাইল নিয়ে পালিয়েছে। মন্তেস্বর থানায় লিখিত অভিযোগে ওই ব্যবসায়ী জানান, তার আড়াই লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে। এ দিনই রাতে ওই ব্লকেরই কালী মন্দিরে তালা ভেঙে একটি পিতলের ঘণ্টা ও কয়েক হাজার টাকা ভর্তি একটি প্রণামীর বাক্স নিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানায়, দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে।
|
মাদ্রাসার পুকুরের জলে ডুবে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের। তার নাম সেখ সাগর কবির (১১)। বাড়ি উত্তর ২৪ পরগনার বীজপুর থানার পাণ্ডুদহ গ্রামে। মঙ্গলবার দুপুরে মেমারির এক মাদ্রাসায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য ছাত্রদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্রকে পুকুরে স্নান করতে নিষেধ করা হয়েছিল।
|
নিয়ম বহির্ভূত ভাবে বিএড পাঠ্যক্রমে ভর্তি প্রক্রিয়া চলার অভিযোগ ওঠায় তা বন্ধের নির্দেশ দিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার। তবে ৬ ও ৭ সেপ্টেম্বর কাউন্সেলিংয়ে যোগ দিতে না পারায় বেশ কিছু আবেদনকারী হতাশ। এ প্রসঙ্গে বুধবার উপাচার্য বলেন, “আগের বার কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া নিয়মমাফিক হচ্ছিল না। তাই আপাতত সেটি বন্ধ রাখা হয়েছে। আমরা পরে ফের সংবাদপত্রে বিজ্ঞাপন দেব। নতুন দশটি কলেজে ভর্তির জন্য দশ দিন ধরে কাউন্সেলিং চলবে।” |