|
|
|
|
অজানা জ্বরে ফের মৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ফের অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জনের। সাতদিন বালুরঘাট হাসপাতালে ভর্তি থাকার পর শনিবার তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লোকমান মণ্ডল (৪০)। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের লাটমির্জাপুরের বাসিন্দা। পেশায় ভ্যানরিকশা চালক।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে বালুরঘাট ব্লকের কুচিলা গ্রামের বাসিন্দা এক কিশোরের মৃত্যু হয়েছে। সুজিত বর্মন (১৩) নামে ওই কিশোরকে শুক্রবার বালুরঘাট হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয়েছিল। পথেই সে মারা যায়। এ দিন জেলা হাসপাতাল থেকে ওই গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়। কুমারগঞ্জ ব্লকে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আগামী ১৩সেপ্টেম্বর মাদুরাই থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসক দল জেলায় পরিদর্শনে আসছে। বালুরঘাটে ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাজল মণ্ডল বলেন, “বালুরঘাটের কুচিলা গ্রামের সুজিত বর্মন নামে এই কিশোর জাপানি এনসেফেলাইটিস রোগে আক্রান্ত হয়েছিল। কুমারগঞ্জের লোকমান মণ্ডল জাপানি এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কি না রক্ত পরীক্ষার রিপোর্ট পেলেই তা স্পষ্ট হবে।” স্বাস্থ্য দফতরের দাবি, বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীনদের অধিকাংশই বাইরে ঘুরতে গিয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে এসেছেন। জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জিল্লুর রহমানের দাবি, “রোগ ছড়িয়েছে জেলাতেও। তিনি বলেন, “এ পর্যন্ত ১৪ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। জ্বর নিয়ে এখনও পর্যন্ত বালুরঘাট জেলা হাসপাতালে শিশু-মহিলা এবং পুরুষ বিভাগে অন্তত ৩৫ জন ভর্তি আছেন। তাদের মধ্য্যে ডেঙ্গি আক্রান্ত দু’ জনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার কুমারগঞ্জে নতুন করে ১৬ জন জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁদের স্থানীয় বরাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। |
|
|
|
|
|