টুকরো খবর |
সিপিএম ছেড়ে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
রবিবার বাসন্তীর কলতলা মোড় থেকে কাঁঠালবেড়িয়া পর্যন্ত মিছিল করল তৃণমূল। মিছিল শেষে একটি জনসভাও হয়। ওই জনসভায় আমানুল্লা লস্করের নেতৃত্বে সিপিএম থেকে ২০০০ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক জয়ন্ত নস্কর। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মন্ডল। আমানুল্লা লস্করের দাবি, তিনি আগে সিপিএম করতেন। বিধানসভা নির্বাচনে সিপিএম হেরে যাওয়ার পর আরএসপি তাঁকে নানা ভাবে হেনস্থা করছিল। তাই নিরাপত্তার কারণে ও নতুন সরকারের কাজের শরিক হতে তিনি ২ হাজার সমর্থককে নিয়ে তৃণমূলে যোগ দিলেন। যদিও আরএসপির জেলা সম্পাদক তথা বিধায়ক সুভাষ নস্কর বলেন, “এ বিষয়ে কিছু জানা নেই। তবে আমানুল্লার পরিচয় পুলিশ ডায়রি খুললেই পাওয়া যাবে। সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “এই বিষয়ে কিছু জানি না।”
|
মাদক পাচার, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মাদক পাচারের সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে বেধড়ক মার খেল তিন দুষ্কৃতী। পরে পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ধৃত একজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে। দলের পান্ডা ওই দুষ্কৃতীর নাম কুদ্দুস আলি গাইন। বাকি দু’জন বসিরহাটের আন্দুলপোতার আলমগির মন্ডল এবং হাসনাবাদের মুড়োগাছা গ্রামের মাজেদ মল্লিক। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় তিন দুষ্কৃতী একটি মোটরবাইকে হাসনাবাদ সীমান্ত লাগোয়া বোল্লেপোতা গ্রামে এসেছিল গাঁজা বিক্রির উদ্দেশ্যে। গ্রামবাসীরা তা জানতে পেরে পুলিশকে খবর দেয়। হাসনাবাদ থানার ওসি অনুপম চক্রবর্তী বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের ধরে মারধর শুরু করেন। পুলিশ জানিয়েছে, ডাকাতি, তোলাবাজি ও মাদকপাচারের অভিযোগে ধৃতদের দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।
|
স্বনির্ভর গোষ্ঠীর কাজ দেখতে দেগঙ্গায় সরকারি আধিকারিকরা
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
—নিজস্ব চিত্র। |
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ব্যাগ বিদেশের বাজারে রফতানির জন্য দেগঙ্গার গ্রামে ঘুরে গেলেন কেন্দ্রীয় স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক। শনিবার দুপুরে গোষ্ঠীর প্রিন্সিপাল রিজিওনাল অফিসার ভাস্কুর খুলবের সঙ্গে দেগঙ্গা-১ পঞ্চায়েতের আমিনপুর গ্রামে যান জেলাশাসক সঞ্জয় বনশল, বিডিও অমিত দাস প্রমুখ। তাঁরা স্থানীয় ৭০ জনের একটি গোষ্ঠীর মেয়েদের হাতের কাজ দেখেন। ব্লক সূত্রে জানা গিয়েছে, এলাকার জোনাকি, বিবেকানন্দ, অচেনা, বকুল-সহ কয়েকটি স্বর্নিভর গোষ্ঠী মিলে পাটজাত দ্রব্য দিয়ে ব্যাগ-সহ নানা জিনিস তৈরি করে। তাঁদের হাতের কাজ দেখে উচ্ছ্বসিত ভাস্করবাবু জানান, বিদেশের বাজারে পাটজাত দ্রব্যের ভাল চাহিদা আছে। ভাল কাজ করতে পারলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা বিদেশের বাজার ধরতে পারবেন। তিনি এরপরে দেগঙ্গার বিডিও-র দফতর এবং চাকলা গ্রামে যান হাতের কাজ দেখতে। রাজ্যের আরও কয়েকটি জায়গা ঘুরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের কাজ দেখবেন বলে তিনি জানান।
|
কংগ্রেস জয়ী
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল কংগ্রেস। রবিবার বাদুড়িয়ার রামচন্দ্রপুর সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী ছিলেন ১০৪ জন। আসন ৪৫। চতুর্মুখী এই নির্বাচনে কংগ্রেস ৪২টি আসন পেয়ে একক ভাবে জয়ী হয়। সিপিএম ২ ও তৃণমূল ১টি আসন পায়। একটিও আসন পায়নি বিজেপি। গন্ডগোলের আশঙ্কায় কড়া পুলিশি প্রহরা ছিল। বাদুড়িয়ার রুদ্রপুর সমবায় সমিতির নির্বাচনেও জয়ী হয় কংগ্রেস। এখানে ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস ৪, তৃণমূল ২টি আসনে জয়ী হয়। একটিও আসন পায়নি সিপিএম। হাড়োয়ার গোপালপুর পল্লিমঙ্গল পাঠাগারে পরিচালন সমিতির নির্বাচনে বাম ও গণতান্ত্রিক প্রগতিশীল জোটের প্রার্থী ৭টি আসনে ও তৃণমূল ১টি আসনে জয়ী হয়েছে।
|
প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হালিশহরে
নিজস্ব সংবাদদাতা • নৈহাটি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ ঘোষ (৫৭)। নৈহাটি থানার হালিশহরের বাসিন্দা ওই প্রৌঢ়কে এ দিন তাঁর পরিবারের লোকেরাই অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়। এ দিকে ময়না তদন্তের রিপোর্টে ওই ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ব্যারাকপুরের গোয়েন্দাপ্রধান কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “ঘটনাটি রহস্যজনক। আমরা খুনের মামলা দায়ের করেছি। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান।” কিন্তু কারা খুন করতে পারে তা নিয়ে ধন্দে পড়েছে পুলিশ।
|
খুনের অভিযোগে ধৃত ২ ক্যানিংয়ে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
মেছোভেড়িতে রাত-পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে গত ৬ অগস্ট ভোরে ক্যানিংয়ের মউখালিতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন স্থানীয় বাসিন্দা আকবত মোল্লা। সেই ঘটনায় জড়িত অভিযোগে শুক্রবার রাতে ওই গ্রামেরই বাসিন্দা আজিজুল মোল্লা এবং লোকমান মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান, ‘তোলা’ না পেয়ে খুন করা হয় আকবতকে। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। বিচারক দু’জনকেই ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
জয়ী আরএসপি
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী |
রবিবার গোসাবার পাখিরালা হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলকে হারিয়ে ৬টি আসনেই জয়ী হয় আরএসপি।
|
বধূমৃত্যুতে ভাঙচুর |
এক বধূর অপমৃত্যুতে তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালালেন পড়শিরা। রবিবার, মধ্যমগ্রামে। পুলিশ জানায়, গত সোমবার শ্বশুরবাড়িতে প্রীতি সিংহ (২৩) নামে ওই বধূর দেহ মেলে। গ্রেফতার হন স্বামী রাহুল।
|
অস্ত্র-সহ গ্রেফতার |
খড়দহ থেকে রবিবার আগ্নেয়াস্ত্র-সহ এক মহিলা গ্রেফতার হন। ধৃতের নাম আসমা বেগম। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “আসমার বাড়িতে এক দল দুষ্কৃতী লুকিয়েছিল। পুলিশ বাড়ি ঘিরে ফেললে ভিতর থেকে গুলি চলে।” |
|