অটোর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েছিলেন বাইক আরোহী। সেই সময়েই ওই রাস্তা দিয়ে যাওয়া বিএসএফের এক গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক আরোহী ওই যুবকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাটের গোপালপুর মোড়ের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন সালাউদ্দিন দফাদার (২১) নামে মৃত যুবকের দাদা। তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক বলেন, “অটো চালক গাড়ি নিয়ে পালালেও বিএসএফের গাড়িটি আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক মহীপাল সিংহকে। অটো চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” এ দিকে, দু’জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, অবৈধ অটো চালানো বন্ধ এবং রাস্তা সংস্কারের দাবিতে দেহ ফেলে রাস্তা অবরোধ করে দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। পঞ্চায়েত প্রধান এবং পুলিশ বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন। |
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মুম্বইয়ে একটি মাছের কারখানায় কাজ করতেন হাড়োয়ার খাটরা গ্রামের দফাদারপাড়ার বাসিন্দা সালাউদ্দিন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। সালাউদ্দিনের দাদা কুতুবুদ্দিন দফাদার বলেন, “এ দিন সকালে বসিরহাট স্টেশন থেকে মুম্বইয়ের টিকিট কাটার জন্য খুড়তুতো দাদা আজিজ দফাদারের সঙ্গে আসছিলেন।” বেলা সাড়ে ৯টা নাগাদ শিকড়া-কুলিনগ্রাম পঞ্চায়েতের গোপালপুর মোড়ের কাছে টাকি রাস্তা দিয়ে আসার সময় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা দেয়। অটোর ধাক্কায় দুই ভাই রাস্তায় ছিটকে পড়েন। ওই সময়ে বিএসএফের ৪৭ নম্বর ব্যাটালিয়নের বসিরহাটগামী একটি গাড়ি সালাউদ্দিনকে ধাক্কা দেয়। অটোচালক পালিয়ে গেলেও এলাকার লোক পিছু নিয়ে বিএসএফের গাড়িটি ধরে ফেলেন।
স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পথেই মৃত্যু হয় সালাউদ্দিনের। এরপরে ক্ষুব্ধ জনতা মৃত যুবকের দেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তার জন্য প্রায়ই ওই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। সব জেনেও প্রশাসন নির্বিকার। পুলিশ গেলে স্থানীয় বাসিন্দারা বেহাল রাস্তা মেরামত এবং অবৈধ অটো বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান।
পঞ্চায়েত প্রধান সিরাজুল ইসলাম বলেন, “পিচ ও পাথর উঠে টাকি রাস্তায় বড় বড় গর্ত হয়েছে। তাতে জল জমে মাঝেমধ্যেই ছোটখাট দুর্ঘটনা হচ্ছে। সংশ্লিষ্ট দফতর মাঝেমধ্যে ইট দিয়ে গর্ত বোজানোর চেষ্টা করলেও অপরিসর রাস্তা দিয়ে পণ্যবোঝাই লরি যাতায়াত করায় ইট উঠে রাস্তা আগের অবস্থায় ফিরে যায়। আশপাশের রাস্তা ছেড়ে অটো প্রধান রাস্তা দিয়ে যাতায়াত করায় দুর্ঘটনা দিনদিন বাড়ছে।” |