এক সপ্তাহে তিনটি ডাকাতি, উদ্বেগ রানাঘাটে
গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে ডাকাত দল নগদ টাকা ও বেশ কয়েক ভরি সোনা-রুপোর গয়না হাতিয়ে চম্পট দিল। রবিবার গভীর রাতে একদল সশস্ত্র দুস্কৃতী রানাঘাটের নোকারি গ্রামে পরিতোষ বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তারা পরিতোষবাবুর ছেলে পার্থ বিশ্বাসের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারির চাবিটা চায়। এরপর দুষ্কৃতীরা আলমারির ভিতর থেকে কয়েক হাজার নগদ টাকা, বেশ কিছু গয়না, কিছু দামি আসবাবপত্র লুঠ করে পালায়। পরিতোষবাবু রাজ্য পুলিশের কনস্টেবল। তিনি বলেন, “ডাকাতিতে বাধা দিতে গেলে ওরা আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। তখন ভয়ে ওদের হাতে আলমারির চাবি তুলে দিই।”
ওই একই রাতে ডাকাত দলটি পরিতোষবাবুর ভাইপো রমেন বিশ্বাসের বাড়িতেও হানা দেয়। ফুল ব্যবসায়ী রমেনবাবু বলেন, “রাত তখন ২ টো মতো হবে। আমরা তখন ঘুমাচ্ছিলাম। ডাকাতেরা ঘরে ঢুকে আমাকে নাড়া দিয়ে তোলে। প্রথমে ওদের দেখে হতচকিয়ে যায়। পরে বুঝতে পারি বাড়িতে ডাকাতি হতে চলেছে। দুষ্কৃতীরা আলমারি ভেঙে কয়েক হাজার নগদ টাকা ও বেশ কিছু সোনার গয়না নিয়ে পালায়।” রমেনবাবুর দুই ছেলে বলেন, “ওদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে প্রতিরোধ করার সাহসই পাইনি।” এই নিয়ে গত এক সপ্তাহে রানাঘাট মহকুমায় তিন-তিনটে বড়সড় ডাকাতির ঘটনা ঘটল। গত বৃহস্পতিবার ধানতলায় এক রাতে দুই বাড়িতে ডাকাতি হয়। প্রথম বাড়িতে ডাকাতি করতে গিয়ে দলের এক ডাকাত ধরা পড়লেও নাছোড়বান্দা ডাকাতেরা এলাকারই সম্পন্ন কৃষক সৃষ্টিধর প্রামাণিকের বাড়িতে হানা দিয়ে টেলিভিশন, মোবাইল সেট, নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। এর ঠিক একদিন পরেই শুক্রবার আবার ডাকাতি হয় তাহেরপুর নোটিফায়েডের ডি-ব্লকের বাসিন্দা সুনীল ঘোষের বাড়িতে। বাড়ির সদর দরজা ভেঙে উপরে উঠে মিনিট পনেরোর ‘অপারেশনে’ নগদ টাকা, সোনার গয়না, কয়েকটি মোবাইল সেট ও একটি মোটরবাইক নিয়ে উধাও হয়ে যায় ডাকাতেরা। এত অল্প সময়ের ব্যবধানে তিন-তিনটি ডাকাতির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। রানাঘাটের মহকুমা পুলিশ আধিকারিক আজহার এ তৌসিফ এ ব্যাপারে বলেন, “পরপর ডাকাতির ঘটনায় নাগরিকদের উদ্বেগ স্বাভাবিক। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ধানতলার ডাকাতির ঘটনায় পুলিশ অস্ত্র-সহ এক জনকে গ্রেফতার করে। নোকারির ক্ষেত্রে পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে আঁইশমালির কাছে একটি মোটরবাইক উদ্ধার করেছে। অনুমান, ওই মোটরবাইকটি ডাকাতির কাজে ব্যবহার করা হয়েছিল।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.