|
|
|
|
জলমগ্ন ঘাটাল, উদ্বিগ্ন প্রশাসন |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে ঘাটাল শহরের ন’টি ওয়ার্ড এবং ঘাটাল-চন্দ্রকোনা সড়ক। শনিবার দুপুর থেকে শহরের ১ ও ২ নম্বর চাতালে জল জমে যায়। যদিও এখনও পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ঠিক রয়েছে। ঘাটাল-মেদিনীপুর (ভায়া নাড়াজোল) সড়কের ঝলকা চাতালে জল জমে রয়েছে প্রায় এক কোমর। শুক্রবার রাত থেকে এখানে বন্ধ হয়ে রয়েছে সমস্ত যান চলাচল। রবিবার পর্যন্ত পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এ দিকে ঘাটালের চাতালগুলিতে জল উঠে যাওয়ায় ছোট গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তবে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটালের মহকুমা শাসক অংশুমান আধিকারী বলেন, “ঘাটাল-সহ ব্লকের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। তবে কোনও জলাধার থেকে জল ছাড়ার খবর নেই। ফলে অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা কম।” |
|
টানা বৃষ্টিতে ডুবেছে ঘাটাল-মেদিনীপুর সড়কের ঝলকা চাতাল।
ছবিটি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল। |
এ দিকে শনিবার থেকে শহরের ন’টি ওয়ার্ডে জল ঢুকে যাওয়ায় ওয়ার্ডের সমস্ত রাস্তা, নলকূপ ও জলের কলগুলি ডুবে গিয়েছে। পুরসভার চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী বলেন, “এখনও কোনও সমস্যা হয়নি। জলমগ্ন সমস্ত এলাকাতেই পানীয় জল সরবরাহ করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত নৌকোরও।” এ দিকে ঘাটালের কংসাবতী, ঝুমি-সহ সমস্ত নদীতে জল বাড়তে থাকায় উদ্বিগ্ন ঘাটালের বাসিন্দা থেকে প্রশাসন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘাটাল মহকুমার সমস্ত নদী-বাঁধেরই অবস্থা খারাপ-এ কথা স্বীকারও করেছেন মহকুমা সেচ আধিকারিক নমিত সরকার। তিনি বলেন, “নদী বাঁধগুলির অবস্থা খুবই খারাপ। বালির বস্তা দিয়ে কিছু এলাকায় বাঁধ বাঁধার কাজ চলছে।” |
|
|
|
|
|