|
|
|
|
সমবায়-ভোট ঘিরে বাম-তৃণমূল সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সমবায় সমিতির ভোট ঘিরে রবিবার দুপুরে গণ্ডগোল বাধল তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই এলাকায়।
এ দিন খারুই-গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল খারুই হাইস্কুলে। ওই সমবায় সমিতির ৭০ জন সদস্য প্রতিনিধি নির্বাচনের জন্য বাম ও তৃণমূল উভয়পক্ষের প্রার্থী ছিল। রবিবার স্থানীয় খারুই হাইস্কুলে সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। বেলা ১২টা নাগাদ স্কুলচত্বরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বচসা ও ধস্তাধস্তির জেরে উত্তেজনা তৈরি হয়। সিপিএমের খারুই লোকাল কমিটির সম্পাদক দীনেশ মণ্ডলের অভিযোগ, “বহিরাগতদের নিয়ে এসে তৃণমূল আমাদের প্রার্থীদের মারধর করেছে। আমাদের সমর্থক ভোটারদের আসতে বাধা দিয়ে মারধর করেছে। দু’টি বুথ অফিস ভাঙচুর করেছে। ভোটের নামে প্রহসন ও হামলার প্রতিবাদে আমরা প্রার্থীপদ প্রত্যাহার করেছি।” তৃণমূল নেতা তথা শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস কর সিপিএমের অভিযোগ অস্বীকার করে বলেন, “শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হয়েছে। আমাদের প্রার্থীরা সব আসনে জয়লাভ করেছে। পরাজয়ের আশঙ্কায় সিপিএম মিথ্যা অভিযোগ তুলেছিল।” উল্লেখ্য, এই সমবায়ে আগে তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বামেরা। এ দিনের ভোটে অবশ্য বাকি সব ক’টি আসনেই জেতেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
এ দিনই পাঁশকুড়ার ধনঞ্জয়পুর-গোবিন্দপুর সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল। ১২টি আসনের সব ক’টিতেই জেতেন বাম সমর্থিত প্রার্থীরা।
অন্য দিকে শনিবার রামনগর-২ ব্লকের মাধবপুর বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১০টি আসনের সব ক’টিতেই জয়ী হলেন সিপিএম প্রার্থীরা। এর আগে সিপিএমই এই সমিতিতে ক্ষমতায় ছিল। নির্বাচন নিয়ে সিপিএম ও তৃণমূল দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন ছিল। শুক্রবার ভগবানপুর-১ ব্লকের কালুরভেড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনের সবক’টিতে জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রাথীরা। এই সমবায়ে এর আগে তৃণমূলই ক্ষমতায় ছিল। |
|
|
|
|
|