পণ্ড হয়ে যাওয়া ইস্টবেঙ্গল-বি এন আর ম্যাচের ফয়সালার জন্য লিগ সাব কমিটির সভা ডাকছে আইএফএ। বুধবারের মধ্যেই সভা বসার সম্ভাবনা। শনিবারের মতো ঘটনা যাতে না ঘটে সে জন্য লিগের পরের ম্যাচগুলো আধ ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিতে চলেছে আইএফএ। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র রবিবার বলে দিয়েছেন, “আলো জ্বালিয়ে খেলা চালানোর চুক্তি আইএফএ-র সঙ্গে আমাদের হয়নি। ডিসেম্বরের আগে তা সম্ভবও নয়। শনিবার খেলা শুরু করার জন্য নয়, যুবভারতীতে আইনশৃঙ্খলা রক্ষার জন্যই বিশেষ পরিস্থিতিতে আলো জ্বালাতে বলেছিলাম।”
পণ্ড হয়ে যাওয়া ম্যাচের রেফারি রিপোর্ট সোমবার জমা পড়বে আইএফএ-তে। ম্যাচের ভাগ্য কী হবে তা নির্ভর করছে ওই রিপোর্টের উপরই। জানা গিয়েছে, খেলার ফের শুরু করার মতো পরিস্থিতি হওয়া সত্ত্বেও বি এন আর খেলতে চায়নিএ কথাই রিপোর্টে লিখছেন রেফারি অসিত সরকার এবং ম্যাচ কমিশনার সুপ্রিয় ভট্টাচার্য। যদি তাই হয় তা হলে ১-০ এগিয়ে থাকা ইস্টবেঙ্গল ট্রেভর পুরো তিন পয়েন্ট পেতে চলেছে ভেস্তে যাওয়া ম্যাচ থেকে। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “সোমবারই সকলের সঙ্গে কথা বলে সভার তারিখ ঠিক করব। বুধবারের মধ্যেই সিদ্ধান্ত নিতে চাই। রেফারির রিপোর্টে যা থাকবে সিদ্ধান্ত হবে তার উপরই। আলোর অভাবে যাতে আর কোনও ম্যাচ ভেস্তে না যায় সে জন্য খেলা শুরুর সময় এগিয়ে আনার কথা ভাবছি।”
কেন সব আলো জ্বালিয়ে দ্রুত খেলা পুনরায় চালু করা গেল না তা নিয়ে চাপানউতোরে বিরক্ত ক্রীড়ামন্ত্রী এ দিন সাংবাদিক সম্মেলন করে বলেন, “শনিবার মুম্বই থেকে ফোনে আইএফএ সচিব বললেন, মাঠে কাঁচ পড়ছে। ইট পড়ছে। আলো না জ্বালালে সমস্যা হবে। তখনই আমি যুবভারতীয় ৬০০ বাল্বের মধ্যে জরুরি ভিত্তিতে ২৩০টা জ্বালাতে বলি। আলোর সংস্কারের কাজ চলছে। মাঠে আলোর সংস্কারের কাজ চলছে। আলো জ্বালানোর যারা কাজ করেন এ রকম ১৫ জন কর্মীকে আর দরকার হবে না বলে চুক্তি নবীকরণ করা হয়নি। তাদের অন্যত্র কাজে লাগানো হবে পরে।” যদিও চুক্তি বাতিল করে যাঁদের বসিয়ে দেওয়া হয়েছে তাঁদের বক্তব্য অবশ্য মিলছে না মন্ত্রীর কথার সঙ্গে। তাঁদের দাবি, গত বছর ২০ নভেম্বর ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের আলো নিভে যাওয়ার কারণেই তাঁদের চুক্তি নবীকরণ করা হয়নি। এ দিকে, চোট পেয়ে সাত দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন লালা-হলুদের স্ট্রাইকার রবিন সিং।
|
ফেড কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলতে মহমেডান রবিবার চলে গেল চেন্নাইতে। ফলে ১৫ সেপ্টেম্বর এয়ারলাইন্স কাপের মোহনবাগান-মহমেডানের ফাইনাল স্থগিত হয়ে গেল। কবে হবে কেউ জানে না। যা পরিস্থিতি, অক্টোবরের আগে হওয়ার সম্ভাবনা নেই।
|
বৃষ্টিতে রাঁচির মাঠ খেলার অনুপযুক্ত। সে জন্য ফেড কাপে ডেম্পো, প্রয়াগ ইউনাইটেডদুটি গ্রুপের খেলা সম্ভবত সরে যাচ্ছে জামশেদপুরে। শিলিগুড়িতে খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান। মাঠ পরিদর্শন করতে সোমবার যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত-সহ ফেডারেশন কর্তারা।
|
চ্যাম্পিয়ন হিমাচলপ্রদেশে ২৪ দলের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ছোট মোহনবাগান। রবিবার তারা ফাইনালে ২-০ হারাল সম্বলপুর অ্যাকাডেমিকে। গোল করে সত্যজিৎ বেরা, ফিরোজ আলি মোল্লা। সকালে অমিয় ঘোষের দল সেমিফাইনালে দীপঙ্কর বড়ালের গোলে ১-০ হারিয়েছিল পঞ্জাবের মাহিলপুর অ্যাকাডেমিকে। |