টুকরো খবর |
প্যারালিম্পিকে অনিয়ম নিয়ে কড়া হল কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
চরম অব্যবস্থা এবং আর্থিক অনিয়মের অভিযোগ এনে আজ ভারতীয় প্যারালিম্পিক কমিটিকে (পিসিআই) কারণ দর্শানোর কড়া নোটিস পাঠাল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। পনেরো দিনের মধ্যে নোটিসের গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে, পিসিআই-এর স্বীকৃতি বাতিল করা হতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে। লন্ডনে অনুষ্ঠেয় প্যারালিম্পিক গেমসের ভারতীয় অ্যাথলিট এবং কোচদের অভিযোগের ভিত্তিতেই ক্রীড়ামন্ত্রকের এই সিদ্ধান্ত।
লন্ডন প্যারালিম্পিক থেকে ভারতীয় দলের দেশে ফেরার কথা মঙ্গলবার। তার আগে গতকাল লন্ডনে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অজয় মাকেন গোটা ভারতীয় দলকে নৈশভোজে ডেকে অ্যাথলিটদের সঙ্গে তাঁদের অভিযোগ নিয়ে কথা বলেন। সেখানে প্রত্যেক অ্যাথলিটকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মাকেন। পিসিআই কর্তারাও নৈশভোজে ছিলেন। তার পরেই আজ কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। ক্রীড়ামন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন কারণ অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্যারালিম্পিক পাওয়ার লিফ্টার ফার্মান বাশা-সহ সিনিয়র অ্যাথলিটদের অনেকেই পিসিআই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগে স্বোচ্চার হয়েছেন। ক্রীড়ামন্ত্রকের যুগ্ম সচিব ওঙ্কার কেডিয়া জানিয়েছেন পিসিআইয়ের বিরুদ্ধে প্রধান অভিযোগ, গেমস ভিলেজে থাকার অনুমতি সত্ত্বেও অ্যাথলিটদের কোচ এবং সহকারীদের ভিলেজের বাইরে নিজেদের খরচে থাকতে বাধ্য করা হয়। সেই জায়গায় পিসিআই কর্তারা ভিলেজে থেকে সেখানকার সুযোগসুবিধার লাভ নিয়েছেন।
|
পিস্টোরিয়াসের সোনা |
সংবাদসংস্থা • লন্ডন |
লন্ডন অলিম্পিকে চারশো মিটারের সেমিফাইনালে উঠে সাড়া ফেলেছিলেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিশ্বখ্যাত ‘ব্লেড রানার’-এর প্যারালিম্পিকটা তেমন ভাল যাচ্ছিল না। অবশেষে গেমসে অ্যাথলেটিক্সের শেষ দিনে এসে ভাগ্য ঘুরল। নিজের সব থেকে পছন্দের ইভেন্ট ৪০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন অস্কার পিস্টোরিয়াস। সময় করলেন ৪৬.৬৮। ফাইনালিস্টদের মধ্যে একমাত্র পিস্টোরিয়াসই ৫০ সেকেন্ডের কমে দৌড়োন।
|
রাজ্য অলিম্পিক সংস্থায় ‘পরিবর্তন’ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ব্যালট পেপার তৈরি ছিল। ঠিক ছিল রবিবার সাইতে কর্মসমিতির সভার পরই নির্বাচন হবে। শেষ পর্যন্ত শাসকগোষ্ঠীর প্রার্থীরা সরে দাঁড়ানোয় নির্বাচন হলই না। আগেই সর্বসম্মত ভাবে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন অজিত বন্দ্যোপাধ্যায়। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা। শেষ পর্যন্ত শাসক দলের হয়ে দাঁড়ানো সচিব, যুগ্ম সচিব, কোষাধ্যক্ষ পদপ্রার্থীরা সরে দাঁড়ানোয় অজিতবাবুর প্যানেলের ১২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। অজিতবাবু বললেন, “বিভিন্ন খেলার রাজ্য সংস্থাগুলোয় সমস্যা রয়েছে। প্রথম কাজ তা মেটানো। সবাইকে নিয়ে কাজ করতে হবে। জাতীয় গেমসে বাংলার মান বাড়ানোর চেষ্টা করব।” মূলত ফুটবল কর্তা হিসাবে ময়দানে পরিচিত অজিতবাবু এলেন তিরন্দাজির পরেশ মুখোপাধ্যায়ের জায়গায়। অজিতবাবু বলেন, “নির্বাচন চেয়েছিলাম। তাতে বোঝা যেত কত জন আমার সঙ্গে আছে। নেতাজি ইন্ডোরে বিওএ-র ঘরটা ছোট। সবাই বসতেও পারে না। ডি এল খান রোডে সংস্থার জমিতে অফিস গড়ার চেষ্টা করব।”
|
ভারতের হকি লিগে একঝাঁক পাক তারকা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আইপিএলে টানা চার বছর পাকিস্তানি ক্রিকেটাররা ব্রাত্য হয়ে থাকলে কী হবে, হকি ইন্ডিয়া লিগে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন চোদ্দো জন পাক হকি খেলোয়াড়। যাঁদের মধ্যে রয়েছেন তারকা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ সোহেল আব্বাস।বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ-ফ্লিকার সোহেল আন্তর্জাতিক হকির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও (৩৪৯)। লন্ডন অলিম্পিকে তিনিই ছিলেন পাকিস্তান অধিনায়ক। চোদ্দো পাক খেলোয়াড়ের মধ্যে ১৯ বছরের ফরোয়ার্ড আলি শান ছাড়া বাকি সবাই অলিম্পিক দলে ছিলেন। সব মিলিয়ে আশি জন বিদেশি হকি খেলোয়াড়ের নাম রয়েছে এই লিগের নিলামে। ৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টুর্নামেন্টের নিলাম হবে আগামী মাসে। টুর্নামেন্টে খেলবে মোট ছ’টা দল।
|
সাফে জয় ভারতের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেয়েদের সাফ ফুটবলের দ্বিতীয় ম্যাচ দাপটের সঙ্গে জিতে সেমিফাইনালের কাছে ভারত। রবিবার শ্রীলঙ্কাকে ঘরের মাঠে কলম্বোয় ভারত ৫-০ গোলে হারাল। গোল করেন সুপ্রভা সামল, রিনারায় দেবী, পরমেশ্বরী দেবী (২) ও পিঙ্কি বোম্পাল।
|
ইস্টবেঙ্গলে রণদেব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্থানীয় ক্রিকেটের আসন্ন মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চলেছেন বাংলার পেসার রণদেব বসু। গত বার টাউনে খেলার পর সোমবার ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন রণ। গত মরসুমেই বাংলা টিম থেকে বাদ পড়েছিলেন এই পেসার। এ বারও বাংলার প্রাথমিক দলে তাঁকে রাখা হয়নি। যা নিয়ে প্রবল বিতর্কও হয়। যা নিয়ে রণদেব বলছেন, “ইস্টবেঙ্গলের হয়ে আমি প্রমাণ করে দিতে চাই যে ক্রিকেট নিয়ে আমি এখনও যথেষ্ট সিরিয়াস। একই সঙ্গে এটা আমার কামব্যাক মরসুমও। আশা করছি, ইস্টবেঙ্গলের হয়ে খেললে নির্বাচকদের নজরেও পড়ব।” এ দিকে, মহমেডান স্পোর্টিং ক্লাব সই করাল পশ্চিমবঙ্গ সরকারের ডেভেলপমেন্ট অব স্কুল এডুকেশনের সচিব অর্ণব রায়কে।
|
মন্জায় প্রথম জয় হ্যামিল্টনের |
নিজস্ব প্রতিবেদন |
যোগ্যতা পর্বের দুরন্ত ফর্ম রেসেও ধরে রেখে ইতালীয় গ্রাঁ প্রি জিতে নিলেন লুইস হ্যামিল্টন। তাঁকে ঘিরে জট পাকাতে থাকা দলবদল সংক্রান্ত জল্পনা যে একাগ্রতা টলাতে পারেননি, সেটা বুঝিয়ে দিলেন ম্যাকলারেনের ব্রিটিশ তারকা। মন্জা সার্কিটে এই প্রথম জিতলেন হ্যামিল্টন। কানাডা ও হাঙ্গারির পর মরসুমে তাঁর তৃতীয় জয়। চ্যাম্পিয়নশিপেও পঞ্চম স্থান থেকে উঠে এলেন দ্বিতীয় স্থানে। হ্যামিল্টনের সামনে এখন শুধু ফেরারির ফের্নান্দো অ্যালোন্সো। যিনি আজ ফেরারির ঘরের রেসে শেষ কয়েক ল্যাপ বাকি থাকতে স্যবার-এর সের্জিও পেরেজের কাছে দ্বিতীয় স্থান খুইয়ে তৃতীয় হলেন। চার পয়েন্ট পেল ফোর্স ইন্ডিয়া। পল ডি রেস্টা আটে শেষ করায়। কিন্তু বেলজিয়াম গ্রাঁ প্রি-র চতুর্থ নিকো হুল্কেনবার্গ রেস শেষ করতে পারলেন না গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে। ফলে চ্যাম্পিয়নশিপে বিজয় মাল্যর দল সাত নম্বর জায়গাটা ধরে রাখলেও ছ’য়ে থাকা স্যবার দলের সঙ্গে ফারাক বাড়ল। যান্ত্রিক ত্রুটি মন্জার অভিজ্ঞতা দুর্বিষহ করল চ্যাম্পিয়ন দল রেড বুলের জন্য। দুই তারকা, সেবাস্তিয়ান ভেটেল ও মার্ক ওয়েবার রেস শেষ করতে পারলেন না গাড়ি বিগড়ে যাওয়ায়। দ্বিতীয় স্থানে থাকা অবস্থায় ছিটকে গেলেন গত রেসের বিজয়ী জেনসন বাটনও। |
|