ইসিবি-১ : কেপি-১। এত দিন ছিল একতরফা মার খাওয়া। এ বার হঠাৎ পাল্টা দিলেন কেভিন পিটারসেন। এত দিন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ইংল্যান্ড টিমে তাঁর সতীর্থরা নানা অভিযোগ আনছিলেন পিটারসেনের বিরুদ্ধে। আজ পিটারসেন পাল্টা আক্রমণ করলেন ইংল্যান্ড টিমের দুই ক্রিকেটার গ্রেম সোয়ান এবং জেমস অ্যান্ডারসনকে। কেপি-র অভিযোগ, তাঁর বিরুদ্ধে টুইটারে বেনামে নিয়মিত কুৎসা রটাচ্ছেন তাঁরা। এমনকী নানা তথ্যও ফাঁস করে দিচ্ছেন। এই দু’জনের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন পিটারসেন। এত দিন ইংল্যান্ড ক্রিকেটের সম্মিলিত অভিযোগ ছিল, পিটারসেন তাঁর টুইটার মারফত অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের সম্পর্কে অনেক কথা দক্ষিণ আফ্রিকা টিমকে জানিয়েছেন। ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের অভিযোগ ছিল, আইপিএলের জন্যই নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াতে চান পিটারসেন।
কিছু দিন আগেই দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে এক নম্বর জায়গা হারায় ইংল্যান্ড। অবসর নিয়েছেন অ্যান্ড্র স্ট্রস। গত কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ম্যাচও হেরেছেন অ্যালিস্টার কুকরা। সব মিলিয়ে চূড়ান্ত ডামাডোলে ইংল্যান্ড ক্রিকেট। এ বার পিটারসেনের অভিযোগের পর সেই ডামাডোল আরও বাড়বে। যে টুইটার অ্যাকাউন্টের কথা বলেছেন পিটারসেন, তার নাম ‘কেপি জিনিয়াস’। কী লেখা হয়েছে সেই অ্যাকাউন্টে? কোথাও ব্যঙ্গ করে লেখা হয়েছে: “আমরা এ বছর পাঁচটা টেস্ট হেরেছি। সত্যি কথা হল, কেপি কোনও হেরো টিমের সঙ্গে নিজের নাম জড়াতে চায় না। এ বার যা বোঝার বুঝে নিন।” কোথাও পিটারসেন সম্পর্কে পরিষ্কার বলা হয়েছে, এই লোকটা টাকা ছাড়া কিছু বোঝে না। ইংল্যান্ড ক্রিকেটারদের অনেকেই নিয়মিত এই টুইটার অ্যাকাউন্ট দেখে থাকেন। সেটা পিটারসেনও ভাল করে জানতেন। এ বার তিনি সরাসরি বলে দিচ্ছেন, এঁদের মধ্যে থেকে সোয়ান এবং অ্যান্ডারসন নিয়মিত তাঁর সম্পর্কে তথ্য জুগিয়েছেন টুইটের লেখককে।
জানা গিয়েছে, এই টুইটগুলো লিখে থাকেন জনৈক রিচার্ড বেইলি। যাঁর সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট দলের অনেকেরই বেশ ভাল সম্পর্ক। বেইলি অবশ্য বলেছেন, ইংল্যান্ডের কোনও ক্রিকেটার পিটারসেনের বিরুদ্ধে তাঁকে কিছু লিখতে প্রভাবিত করেননি বা তথ্য দেয়নি।
কিন্তু ঘটনা যে দিকে এগোচ্ছে, বেইলির এই ব্যাখ্যা হয়তো পিটারসেনের রাগ কমাতে পারবে না। আর কয়েক দিনের মধ্যেই ভারত সফরের জন্য ইংল্যান্ড দল ঘোষণা হবে। তার আগে ইসিবি কিন্তু বেসামাল কেপি-র বাউন্সারে। |