তিনি অখুশি! তিনি দুঃখিত!
বিশ্ব ফুটবলের অন্যতম মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আস্থা অর্জন করতে তাই নেমে পড়ল রিয়াল মাদ্রিদ। মহাতারকার চাপের কাছে কার্যত নতিস্বীকার করতে হচ্ছে বিশ্বের অন্যতম ধনী ও বড় ক্লাবকে। কয়েক দিনের মধ্যেই পর্তুগিজ তারকার সঙ্গে আগামী তিন বছরের জন্য বিশাল অঙ্কের চুক্তি করতে চলেছে স্পেনের ক্লাবটি। এ ছাড়াও সেই চুক্তিতে থাকছে এ বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের মনোনয়নের জন্য রোনাল্ডোকে পূর্ণ সমর্থন করার অঙ্গীকার।
বর্তমানে রোনাল্ডোর বেতন বছরে ৮০ লক্ষ পাউন্ড। যা বাড়তে পারে তিরিশ শতাংশ। সেটাও ক্লাবের ‘বেকহ্যাম আইন’ মেনে। এই নতুন ‘পে-প্যাকেজ’ আসলে রোনাল্ডোকে খুশি করার জন্য। গত সপ্তাহে গ্রানাদার বিরুদ্ধে গোল করে কোনও উচ্ছ্বাস না দেখিয়ে সি আর সেভেন জানান, তিনি দুঃখে আছেন। কী কারণে ‘দুঃখ’?
এক দলের বক্তব্য ছিল, ভবিষ্যতের জন্য রিয়াল চুক্তি করেনি। তাই রোনাল্ডো অখুশি। কেউ আবার বলেন, টিমের বাকিদের থেকে যতটা ভালবাসা পর্তুগিজ তারকার পাওয়া উচিত তা তাঁর জোটে না। তাই তিনি দুঃখিত। ক্ষোভের অন্য কারণ, ইউরোপীয় বর্ষসেরা বাছার সময় রোনাল্ডোর হয়ে নাকি রিয়াল সে ভাবে তদ্বির করেনি। শনিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লুক্সেমবুর্গের বিরুদ্ধে গোল করে রোনাল্ডো অল্প হলেও উচ্ছ্বাস প্রকাশ করেন। পর্তুগালে তাঁর সতীর্থ নানি মন্তব্য করেন, “রোনাল্ডো কোথায় অখুশি? ও তো দিব্যি হাসছে। দারুণ খেলল।”
ইতিমধ্যে পর্তুগিজ তারকার এজেন্ট হোর্খে মেন্দেস বলে বসেন, “আমি জানি ও ভাল নেই। তবে সতীর্থদের সঙ্গে ওর সম্পর্ক ঠিক আছে।” এই মন্তব্যেই সবাই মনে করছেন, তা হলে মহাতারকা-র মনের অশান্তি টাকার জন্য! তাতেই রোনাল্ডোর উপর চটেছেন স্পেনীয়রা। এমনকী রিয়াল সমর্থকদের একাংশও মুখ ফিরিয়ে নিয়েছেন। মাঠে খেলা শুরুর আগে রোনাল্ডোর নাম শুনলে আর অতিরিক্ত চিৎকার ভেসে আসে না। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবৌয়ের একাংশ থেকে ব্যঙ্গও করা হয়েছে তাঁকে।
স্পেন আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রায় ৫০ লক্ষ বেকার। সেখানে রোনাল্ডো এক দিনে যা বেতন পান, তা গড়পরতা স্পেনীয়দের বার্ষিক আয়ের দেড় গুণ। বার্সেলোনার প্রাক্তন ম্যানেজার চার্লি রেক্স্যাচের বক্তব্য, “ক্রিশ্চিয়ানো দুঃখে থাকলে তো স্পেনবাসীর রাস্তায় বেরিয়ে কাঁদা উচিত।” শনিবার পর্তুগালের ম্যাচের আগে এ ব্যাপারে সরকারি কোনও মন্তব্য করেতে চাননি সি আর সেভেন। তবে বেসরকারি ভাবে বলেন, “সব সমস্যারই সমাধান আছে।” সেই সমাধানেই কী পৌঁছে গেল রিয়াল? |