দুর্ঘটনায় মৃত্যু,চালককে মার
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
ট্রাক্টরের ধাক্কায় মারা গেল এক বালক। ক্ষিপ্ত বাসিন্দারা ট্রাক্টরের চালক ও খালাসিকে পাকড়াও করে মারধর করলেন। রবিবার বিকেলে নলহাটি থানার পাইকপাড়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে আটক করা হয়। পুলিশ জানায়, মৃত বাপি মাড্ডি’র (৭) বাড়ি ওই আদিবাসী পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি কারখানা থেকে ট্রাক্টরটি বের হচ্ছিল। সেই সময় ওই রাস্তায় বাপি খেলা করছিল। হঠাৎ ট্রাক্টরটি সামনে চলে আসায় সে সরতে পারেনি। ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্য দিকে, শনিবার মহম্মদবাজার থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় আহত হলেন ৭ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে মহম্মদবাজারের জয়পুরের কাছে। সেখানে ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ডাম্পারের। ডাম্পারের চালক ও খালাসিকে গুরুতর জখম অবস্থায় প্রথমে সিউড়ি ও পরে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। অপর দুর্ঘটনাটি ঘটে মহম্মদবাজারের রঘুনাথপুরের কাছে। পুলিশ জানায়, ওই গাড়িটি তারাপীঠ যাওয়ার পথে সেতুতে ধাক্কা মারে। এতে ৫ আরোহী গুরুতর জখম হন। তাঁদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। |
সমবায় ব্যাঙ্কে চুরি, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি ও বোলপুর |
সিউড়ির কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও জেলা গ্রন্থাগারে চুরির ঘটনায় জড়িত অভিযোগে এক জনকে গ্রেফতার ধরল পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই দু’টি স্থান থেকে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি যায়। পুলিশ তদন্তে নেমে সিউড়ি রেল লাইনের বাসিন্দা বাপি খানকে গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় বাপি চুরির কথা স্বীকার করেছে। রবিবার বাপিকে সিউড়ি হাজির করানো হয়। সিউড়ি থানার আইসি সুমহান রায়চৌধুরি বলেন, “ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করেছিলাম। ২ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।’’ অন্য দিকে, বোলপুরের আমডহরায় উপস্বাস্থ্যকেন্দ্রে চুরির কিনারার দাবিতে রবিবার সকালে প্রায় দু’ঘণ্টা বোলপুর-লাভপুর রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমডহরায় উপস্বাস্থ্যকেন্দ্রে এক বছরে চার বার চুরি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কোনও ঘটনার কিনারা করতে পারেনি বলে অভিযোগ। পুলিশ জানায়, চুরির তদন্ত চলছে। |
লোক-আদালত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বেশ কিছুদিন পর বোলপুরে বসল লোক-আদালত। আয়োজক ‘মহকুমা তালুক লিগাল এড সমিতি’। রবিবার মোট ২টি বেঞ্চে ঝুলে থাকা মামলাগুলির নিষ্পত্তি হয়। একটি বেঞ্চে ছিলেন বিচারক পীষূষ ঘোষ এবং আইনজীবী তপনকুমার দে, অপর বেঞ্চে ছিলেন বিচারক রাজেশ চক্রবর্তী ও আইনজীবী সঞ্জয় জয়সওয়াল। লোক-আদালতটির তদারকিতে ছিলেন বিচারক সোমেশ প্রসাদ সিংহ। বোলপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তপনকুমার দে জানান, এই লোক-আদালতে মোট ৪১টি মামলার নিষ্পত্তি হয়েছে। পরবর্তী লোক-আদালত বসবে ২৩ সেপ্টেম্বর। |
ধৃত ‘ভণ্ড’ সাধু
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
ধরা পড়ল ‘ভণ্ড সাধু’। অরূপ দাস নামে পুরুলিয়ার কাশীপুর থানা এলাকার বাসিন্দা ওই ‘সাধু’কে রবিবার পুরুলিয়া জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁতুড়ি থানা এলাকার একটি আশ্রম থেকে ১৫ দিন আগে সোনার বাটি-সহ বেশ কিছু জিনিস চুরি গিয়েছিল। চুরির ঘটনা জানাজানি হওয়ার পর এক মহিলা আশ্রমিককে সন্দেহবশত আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়। কাজের খোঁজে ওই মহিলা আসেন ইলামবাজারে। শনিবার তিনি ওই সাধুকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ইলামবাজার থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই সাধুকে আটক করে। উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। পরে গ্রেফতার করা হয়। |