নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
নেশার টাকা জোগাড় করতে না পেরে দু’জন আত্মঘাতী হয়েছেন। এই অভিযোগে বাসিন্দারা চারটি বাড়ি ও দু’টি গুমটিতে আগুন ধরিয়ে দিলেন। ওই জায়গাগুলি থেকে চরস, ব্রাউন সুগারের মতো নিষিদ্ধ নেশা সামগ্রী বিক্রি করা হত বলে বাসিন্দাদের দাবি।
রবিবার রাতে বোলপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি ও দোকানগুলি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার খুনে ধৃত মঙ্গল সাহানির নিকট আত্মীয়দের। বাসিন্দাদের অভিযোগ, বছর খানেক ধরে ওই বাড়ি ও গুমটিগুলি থেকে নিষিদ্ধ নেশা সামগ্রী বিক্রি করা হচ্ছে। |
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
এত দিন বাসিন্দারা এ নিয়ে তীব্র প্রতিবাদ না জানালেও নেশার টাকা জোগাড় করতে না পেরে শনিবার ও রবিবার এলাকার এক তরুণ ও এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়তে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এলাকার কয়েকশো বাসিন্দা রাত ৯টা নাগাদ জড়ো হয়ে চারটি বাড়ি এবং সেদ্ধপুকুর ও মাঠপাড়া-মনসাতলার দু’টি গুমটিতে আগুন লাগিয়ে দেন। তাঁদের অভিযোগ, ওই বাড়ি ও দোকান থেকে নিষিদ্ধ নেশা সামগ্রী বিক্রি করা হত। খবর পেয়ে পুলিশ আসে। ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর শেফালি হাজরা বলেন, “নেশার টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যার ঘটনার কথা শুনেছি। এর পরেই কয়েকটি বাড়ি ও গুমটিতে কিছু লোক আগুন লাগিয়েছেন। হয়তো ওই আত্মহত্যার ঘটনার সঙ্গে এর কোনও সম্পর্ক রয়েছে।” পুলিশ সুপার হৃষিকেশ মিনা রাতে বলেন, “আগুন লাগার খবর পেয়েছি। পুলিশ গিয়েছে। ঘটনার বিশদে জানি না।” |