সিরিয়ায় রাষ্ট্রপুঞ্জের ভূমিকা নিয়ে মোটেও সন্তুষ্ট নন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। তিনি বলেছেন, “রাষ্ট্রপুঞ্জের ‘নখদন্তহীন’ প্রস্তাবে কাজের কাজ কিছুই হবে না। এতে সিরিয়ায় কোনও পরিবর্তন আসাও সম্ভব নয়। কারণ আসাদ ওই প্রস্তাব উপেক্ষা করবেন, আর নিজেরই দেশের নাগরিককে খুন করে যাবেন।”
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শীর্ষ সম্মেলনের জন্য ক্লিন্টন এখন রাশিয়ায়। সেখানেই সাংবাদিকদের ক্লিন্টন জানিয়েছেন, এ বিষয়ে রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গেও তাঁর কথা হয়েছে। সিরিয়া নিয়ে রাশিয়া আর আমেরিকার অবস্থান অনেক ক্ষেত্রেই এক নয়। |
তা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লিন্টন। “আমি এ নিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কাজ চালিয়ে যাব।” বলেছেন ক্লিন্টন। জেনিভার বৈঠকে সিরিয়ার পরিবর্তন নিয়ে যে পরিকল্পনা হয়েছিল, সেটিকে যাতে নিরাপত্তা পরিষদের প্রস্তাব হিসেবে পাশ করানো যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ক্লিন্টন। মার্কিন বিদেশ সচিবের সুরে লাভরভও জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের অনুমোদনের অপেক্ষায় তাঁরা রয়েছেন। এরই মধ্যে সিরিয়ায় আবার বিস্ফোরণে মৃত্যু হয়েছে চার জনের। সিরিয়ার সরকারি টিভি চ্যানেল জানিয়েছে, আজ হোমস থেকে মেসিআফ যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। হঠাৎই তাতে বিস্ফোরণ হয়। নিহতেরা সেনা বাহিনীর লোক না সাধারণ মানুষ, তা এখনও পরিষ্কার নয়। আহত প্রায় ১২ জন। |