উল্টো দিক থেকে আসা গাড়িকে যাওয়ার জায়গা দিতে গিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে পড়ে গেল একটি বাস। মৃত্যু হয় ১৩ জনের। আহত ২০। নেপালের গুলমি জেলার ঘটনা।
|
‘ত্রিশ কমরেড’-এর সদস্য ক্যাও জো-কে দেশে ফেরার আহ্বান জানালেন মায়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। ১৯৮৯ সালে তিনি পালিয়ে চিনে চলে যান।
|
গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হলেন সাত জন, গুরুতর আহত আরও সতেরো। রবিবার সকালে ঘটনাটি ঘটে ইরাকের এক রাষ্ট্রায়ত্ত তেল কারখানায়।
|
ধারাবাহিক সন্ত্রাসবাদী হামলায় নিহত হলেন ৫২ জন। কোনও জঙ্গি গোষ্ঠীই ইরাকি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে এই হামলার দায় স্বীকার করেনি।
|
চুরি করতে গিয়ে প্রায় ১৪ হাজার ডলার মূল্যের একটি হিরে গিলে ফেলেন চাউ ওয়ান নামের এক প্রবাসী চিনা। চাউকে জোলাপ খাইয়ে ‘অন্য পথে’ উদ্ধার করা হয় হিরেটি।
|
জেমস বন্ডের বিভিন্ন ছবিতে ব্যবহৃত গাড়ি থেকে শুরু করে স্যুইমিং সুট এ বার উঠছে নিলামে। বন্ডের ৫০ বছর উদ্যাপন করতেই এই ব্যবস্থা।
|
সাত মিনিটের ব্যবধানে পর পর দু’টি টর্নেডো আছড়ে পড়ল নিউ ইয়র্কে। হতাহতের খবর নেই। তবে গোটা শহরের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত।
|
হাওয়াইয়ে জন্ম শুনেই ছেলেটিকে হেসে প্রশ্ন করলেন বারাক ওবামা, “জন্মের শংসাপত্র আছে তো?” ওবামা জন্ম হাওয়াইয়ে কি না, তা নিয়ে সম্প্রতি বিস্তর বিতর্ক হয়।
|
মাত্র ৫০ ডলার দিয়ে এক মহিলা কিনেছিলেন ছবিটি। পরে জানা গেল, সেটি ফরাসি শিল্পী পিয়ের-অগস্ত রেনোয়রের সৃষ্টি। তা নিলামে বিক্রি হল ১ লক্ষ ডলারে। |