তারাশুশুনিয়া গ্রাম ঘুরল সিপিএমের দল |
মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের একটি তারাশুশুনিয়া গ্রাম ঘুরল সিপিএমের একটি প্রতিনিধি দল। রবিবার ওই দলে ছিলেন সিপিএমের বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সাইদুল হক, মন্তেশ্বরের বিধায়ক চৌধুরী মহম্মদ হেদায়তুল্লাহ, মেমারি ২ জোনাল কমিটির সম্পাদক তাপস চট্টোপাধ্যায়-সহ ১০ জন সদস্য। ওই দলটি জানায়, গ্রামের দুলে পাড়ার বাসিন্দাদের অনেকেই তাঁদের কাছে অভিযোগ করেছেন, সম্প্রতি হোসেনপুর সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ তাঁদের ওপর বেপরোয়া মারধর চালিয়েছে। তাঁদের দাবি, পুলিশের মারে জখমও হয়েছেন অনেকে। পাশাপাশি তৃণমূলও তাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, নির্বাচনের পরের দিন গ্রামে একটি বসত বাড়ি ও চারটি খড়ের পালুইতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে অনেকেই গ্রামে ঢুকতে পারছেন না। প্রতিনিধি দলের পক্ষ থেকে তাঁদের আশ্বাস দেওয়া হয়, সবরকম আইনি ও চিকিৎসাজনিত সাহায্য করা হবে। সম্প্রতি এই পঞ্চায়েত এলাকায় একটি সমবায় সমিতির ভোটে বিশৃঙ্খলা তৈরি হয়। এক দল লোক পুলিশের উদ্দেশে ইট-পাটকেল ছোড়ে বলে অভিযোগ। ঘটনার জেরে হোসেনপুর ও তারাশুশনো গ্রামে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ওই প্রতিনিধি দলের দাবি, তারাশুশনো গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা তাদের জানিয়েছেন, ওই দিন অভিযানের নাম করে বেশ কয়েক জন গ্রামবাসীকে মারধর করেছে পুলিশ। মহকুমা পুলিশের এক আধিকারিক অবশ্য বলেন, “অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশকে আক্রমণ করা হয়েছিল। দোষীদের গ্রেফতার করা হয়েছে।”
|
মঙ্গলকোটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা-শিশুর |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা ও মেয়ের। রবিবার মঙ্গলকোটের গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মনোরমা দে (২০) ও তাঁর ১৪ মাসের মেয়ে বিদিশা। মনোরমাদেবীর স্বামী ইন্দ্রজিৎকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। বাড়ির ভিতরেই ইন্দ্রজিৎবাবুর একটি মুদিখানা দোকান রয়েছে। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ মুদির দোকানের পাশে একটি ঘর থেকে আগুন বেরোতে দেখেন প্রতিবেশীরা। মঙ্গলকোট থানার এক আধিকারিকের দাবি, পড়শিরা গিয়ে দেখেন, অগ্নিদগ্ধ স্ত্রীকে ঘর থেকে বের করে তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন ইন্দ্রজিৎবাবু। পুলিশ জানিয়েছে, যে ঘরে মা ও শিশুটি অগ্নিদগ্ধ হয়, তার দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ইন্দ্রজিৎবাবু দরজা ভেঙে ঘরে ঢোকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তরুণ হালদার, এসডিপিও (কাটোয়া) ধ্রুব দাস-সহ অন্য পুলিশকর্মীরা। তাঁরা গিয়ে শিশুটির দেহ উদ্ধার করে।
|
সমবায় সমিতিতে জিতল কংগ্রেস |
কাটোয়ার বাঁধমুড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ করলেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রবিবার এই সমবায় সমিতির নির্বাচনে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৪৭টি আসনের মধ্যে কংগ্রেস দখল করে ৪৫টি। তৃণমূল পায় ২টি আসন। সিপিএম এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেনি।
|
রবিবার মেমারিতে কংগ্রেসে এক কর্মিসভায় যোগ দিলেন দলীয় সাংসদ দীপা দাশমুন্সি। তাঁর অভিযোগ, “ধর্ষণের ঘটনা রুখতে এ রাজ্যে কোনও উদ্যোগ হয়নি। উল্টে ধর্ষিতাদের শ্রেণিবিন্যাস করে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে সরকার।” রাজ্যে খুন-রাহাজানির ঘটনাও বেড়ে চলেছে বলে দাবি করেন তিনি। |