ডেঙ্গিতে এক তরণীর মৃত্যুর পর অজানা জ্বরে দুই শিশুর মৃত্যুর ঘটার পর হাসপাতালে শিশু বিভাগে ভাঙচুর চালাল মৃত শিশুদের পরিবারের লোকজন। মঙ্গলবার রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। উত্তেজিত ওই বাসিন্দারা শিশু বিভাগের চেয়ার, টেবিল, জানলান কাঁচ এবং নার্সদের বসার জায়গায় ভাঙচুর চালান বলে অভিযোগ। কর্তব্যরত নার্স ও স্বাস্থ্য কর্মীদের হেনস্থাও করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। বুধবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৃত শিশুদের পরিবারের লোকজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। গত ৩ সেপ্টেম্বর অবধি মেডিক্যাল কলেজে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি ১২ জন রোগীর রক্তে ডেঙ্গির জীবাণু সন্ধান মিলেছে। এদিনও জ্বরে আক্রান্ত ১৪৭ জন রোগী মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উচ্ছ্বল ভদ্র বলেন, “যে কোনও শিশু মৃত্যুর ঘটনা দুঃখজনক। তবে কেউ মারা গেলে হাসপাতালে ভাঙচুর চালানোটা ঠিক নয়। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।” |
ক্ষুব্ধ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানান, ওই ঘটনার পর একদল লোক রীতিমত শিশু বিভাগে গুন্ডামি করেছেন। এতে ভয়ে অন্য প্রসূতি মায়ের দৌঁড়াদৌড়ি শুরু করে দেন। হাতে স্যালাইন লাগানো অবস্থায় কয়েকজন লাগোয়া জরুরি বিভাগে গিয়ে আশ্রয় নেন। এতে অন্য শিশু এবং মায়েদের বড় ক্ষতি হতে পারত। মেডিক্যাল কলেজের অভিযোগ পাওয়ার পর জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “অভিযুক্তদের সনাক্ত করে ধরার চেষ্টা করা হচ্ছে।” হাসপাতাল সূত্রের খবর, রাত ৯টা নাগাদ অমিত রুহিদাস (৯) ও মাসুম শেখ (৮) মারা যায়। মৃত শিশু অমিত রুহিদাসের দিদি পুনে রুহিদাস বলেন, “গত সোমবার দুপুরে ভাইকে ভর্তি করি। রক্ত পরীক্ষা হয়। তার পরেই ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নার্স ও চিকিৎসকদের জানিয়ে কোনও লাভ হয়নি। নার্সেরা বাজে ব্যবহার করেন। প্রেসক্রিপশন ছুঁড়ে ফেলে দেয়।” আরেক, মৃত শিশু মাসুম সেখের বাবা মহম্মদ রসিদ, মা তসলিমা বিবি’র অভিযোগ, “মঙ্গলবার বিকালে ছেলেকে ভর্তির পর একবারও চিকিৎসক ছেলেকে দেখতে আসেননি। বিনা চিকিৎসায় ছেলে মারা গিয়েছে।” অভিযোগ অস্বীকার করে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বলেন, “অভিযোগ ঠিক নয়। রোগীর চাপ রয়েছে। এদিনই দেড়শো’র মত রোগী ভর্তি হয়েছেন। আমরা সাধ্য মত রোগীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করে চলেছি।” রোগীর আত্মীয়েরা জানিয়েছেন, ডেঙ্গি আতঙ্কে কাঁপছে মালদহ। হাসপাতালে শ’য়ে শ’য়ে রোগী ভর্তি হচ্ছেন। আর মেডিক্যাল কলেজে থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জল জমে থাকছে। এতে মশা মাছির উপদ্রব বাড়ছে। প্রশাসনিক আধিকারিকেরা কিছুই করছেন না। আজ, বৃহস্পতিবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকেছেন। |