এসইউসি-র ডাকা বারাসত বনধে জনজীবনে তেমন প্রভাব না পড়লেও দোকান-বাজার বন্ধ রেখে চিকিৎসক খুনের প্রতিবাদ জানালেন এলাকাবাসীরা। তবে বনধ ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বারাসতের কদম্বগাছির চিকিৎসক বিকাশবন্ধু মল্লিক খুনের ঘটনায় ধৃত সিরাজুল ইসলামের বুধবার ৫ দিনের পুলিশি হেফাজত হয়। এ দিন বিকাশবাবুর বাড়ি গিয়ে বিজেপির এক প্রতিনিধিদল পুলিশ সুপারের কাছে বারাসতের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে স্মারকলিপি দেয়। ঘটনায় ধৃত মহম্মদ জালালউদ্দিনও পুলিশ হেফাজতে আছে। তাদের জেরা করে কদম্বগাছির মদের ঠেকগুলিতে হানা দেবে পুলিশ। পাশাপাশি, আবগারি দফতরের পক্ষ থেকে বিভিন্ন মদের ঠেকে হানা দিয়ে প্রচুর বেআইনি মদ আটক হয়েছে। অন্য দিকে আজ, বৃহস্পতিবার থেকে বারাসত আদালতে শুরু হচ্ছে রাজীব হত্যা মামলার সওয়াল-জবাব।
|
বাড়ির দরজা ভেঙে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোবাইল ও টাকা লুঠ করল চার দুষ্কৃতী। মঙ্গলবার রাতে, সোনারপুরের চণ্ডীতলায়। এর মধ্যে তিন জনকে বুধবার গড়িয়া স্টেশন চত্বর থেকে আটক করে পুলিশ। উদ্ধার হয়েছে টাকা ও মোবাইল। ওই রাতেই এন্টালির একটি বাড়িতে নকল চাবি দিয়ে আলমারি খুলে টাকা-গয়না চুরির অভিযোগ উঠেছে।
|
গুলিবিদ্ধ কাউন্সিলরের বাড়িতে গিয়ে পরিবারের এক জনকে চাকরির প্রতিশ্রুতি দিলেন রেলমন্ত্রী মুকুল রায়। বুধবার টিটাগড়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর আনন্দ শর্মার বাড়িতে যান মুকুলবাবু ও স্থানীয় তৃণমূল নেতারা। পরে রেলমন্ত্রী জানান, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হবে। |