টুকরো খবর
হিজলবনে হারিয়ে গেলেন ‘আলকাপের মাস্টার’
সৈয়দ মুস্তাফা সিরাজের শেষকৃত্য সম্পন্ন হল বুধবার। মুর্শিদাবাদের খোশবাসপুরে তাঁর নিজের গ্রামে। সারাদিন বৃষ্টি। নাগাড়ে সেই ভাদুড়ে বৃষ্টি মাথায় করেই বহু মানুষ এসেছিলেন তাঁর গ্রামের বাড়িতে। প্রিয় সাহিত্যিককে শেষবারের মতো দেখতে। শুধু সাহিত্যিক পরিচয়েই হয়তো নয়, সিরাজ হয়তো তাঁদের অনেকের কাছেই ছিলেন বর্হিজগতের পরিচয়ের সূত্র। তাঁদের এএকান্ত খোশবাসপুর, হিজলবন, নদী-নালার পরিচয় যিনি গ্রাম উজিয়ে ছড়িয়ে দিয়েছেন বহু দূরে। সেই মানুষটিকে দেখতেই হয়তো বা ভিড় করেচিলেন অনেকে। ছেলে কাঁখেও। অনেকেই এসেছিলেন দূরদুরান্তের গ্রাম থেকে। হারানো আলকাপের দলের কেউ বা, ‘সিরাজ মাস্টার’-এর নিছক স্মৃতির টানে।
সিরাজের শেষকৃত্যে অশ্রুসজল পথ চলা। খোশবাসপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।
প্রয়াত সাহিত্যিকের শেষ ইচ্ছা ছিল বাড়ির কাছেই যেন গোর দেওয়া হয় তাঁকে। তাঁর পিরভাই, সেভাবেই সম্মান জানালেন তাঁকে। খোশবাসপুরের জন্মভিটেয় যাওয়ার আগে মরদেহ নিয়ে যাওয়া হয় গোর্কণ হাইস্কুলে যেখানে তিনি শৈশবে লেখাপড়া করেছিলেন। যৌবনে যাত্রাদল পরিচালনা করতে খোসবাসপুর থেকে প্রতিদিন সন্ধ্যায় মুস্তাফা সিরাজকে ওই গোর্কনেই যেতে হত। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গ্রামে হাজির হন সিপিএমের বিধায়ক আনিসুর রহমান, মোজাফ্ফর হোসেন, অরুণ ভট্টাচার্য, জেলা কংগ্রেস মুখপাত্র অশোক দাসও। গিয়েছিলেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ সোমেশ রায় থেকে স্থানীয় নাটক, পত্র-পত্রিকার পুরোধারাও।

বকেয়া বেতনের দাবিতে অনশন
মুর্শিদাবাদ জেলাপরিষদ পরিচালিত রেশম গুটি থেকে সুতো ও শাড়ি তৈরির প্রকল্পে যুক্ত ৪২ জন প্রশিক্ষিত শ্রমিকের বকেয়া চার মাসের বেতনের দাবিতে অনশনে বসেছেন ৩৪ জন কর্মী। অনশন চলছে আরএসপির শ্রমিক সংগঠন ইউটিইউসি-র নেতৃত্বে। ইউটিইউসি-র মুর্শিদাবাদ জেলা সম্পাদক মোহন পালও বলেন, “বকেয়া বেতন মেটানো ছাড়াও ওই প্রকল্পটি পুরোদমে চালু রাখতে হবে। দৈনিক ৭০ টাকা মজুরির বদলে প্রশিক্ষত ওই কর্মীদের সরকার নির্দ্ধারিত নূন্যতম মজুরি দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।” জেলাপরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের কর্মাধ্যক্ষ সিপিএমের আতিউর রহমান বলেন, “বকেয়া চার মাসের বেতন মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বছর আগে মূলধন ছিল ৩০ লক্ষ টাকা, কিন্তু লোকসানে চলায় সেই মূলধন কমে দাঁড়িয়েছে মাত্র ৫ লাখ টাকায়। ফলে প্রকল্প বন্ধের মুখে।” ওই প্রকল্পটি পুনরুজ্জীবনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান হলেন জেলাপরিষদের সহকারি সভাধিপতি আরএসপি-র সিরাজুল ইসলাম মণ্ডল। তিনি বলেন, “৪২ জন কর্মীর মধ্যে ১৭ জন পুরুষকে জেলাপরিষদের অন্য প্রকল্পে নিয়োগ করে বাকি ২৫ জন মহিলা কর্মী দিয়ে রেশম প্রকল্পটি সচল রাখার কথা ভাবনা চিন্তা চলছে।”

বৃষ্টি, তাই ছুটি শিক্ষক দিবসে
জেলা জুড়ে নানান স্কুলে যেখানে শিক্ষক দিবস পালিত হচ্ছে সেখানে দিনভর তালাবন্ধ হয়ে পড়ে রইল তেহট্টের পলশুন্ডা উচ্চ বিদ্যালয়। এই ঘটনায় ক্ষুব্ধ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, মঙ্গলবার স্কুলে এসেই প্রধান শিক্ষক ঘোষণা করেন যে, বুধবার শিক্ষক দিবস উপলক্ষ্যে স্কুল ছুটি থাকবে। সব স্কুলেই যখন জাঁকজমক করে এই দিনটি পালন করা হল, তখন কেন আগাম ছুটি ঘোষণা করে এ দিন স্কুল বন্ধ করে রাখলেন প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক দেবব্রত করের সাফাই, ‘‘যা বৃষ্টি, তাতে ছাত্রছাত্রীরা ভিজে স্কুলে এলে তো অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া জলও জমেছে। তাই সবদিক ভেবে বুধবার স্কুল ছুটি রাখা হয়েছিল। আর অন্য যে কোনও একদিন আমরা শিক্ষক দিবস পালন করে নেব। অহেতুক এটা নিয়ে হইচই করা হচ্ছে কেন বুঝতে পারছি না।’’ নদিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বিশ্বজিৎ বিশ্বাস বলেন, ‘‘নানা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করা হয়। স্কুলগুলোকেও ওই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু ওই স্কুলটিতে ঠিক কি ঘটেছে তা খোঁজ নিয়ে দেখছি।’’

পড়ুয়ারা ক্লাস নিল শিক্ষকদের
একদিনের জন্য শিক্ষকদের বিশ্রাম দিয়ে কান্দির আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা নিজেরাই ক্লাস নিল। আর শিক্ষকেরা পিছনে বসে সেই ক্লাস করলেন। অবশ্য মাস্টারমশায়েরা শুধুই বসে থাকেননি, ছাত্র-ছাত্রীদের নিরক্ষর অভিভাবকদের স্বাক্ষর করার দায়িত্ব নিলেন তাঁরা। পিছিয়ে পড়া এই এলাকার বেশিরভাগ অভিভাবকই নিরক্ষর। কিন্তু এক সঙ্গে সকলকে শিক্ষিত করা সম্ভব নয় বলে প্রথম দফায় ৩০ জন অভিভাবককে স্কুলে আসার আমন্ত্রণ জানান শিক্ষকেরা। সেই মতো স্লেট-পেনসিল হাতে ক্লাস রুমে হাজির হন লুতফার বেগম, মজিলা বিবি, তালেব শেখের মতো কয়েকজন। জীবনে প্রথমবার স্কুলে আসার সুযোগে এঁরা যারপরনাই খুশি। লুতফার বেগম বলেন, “কোনওদিন স্কুলের উঠোন মাড়াইনি। স্কুলে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবার আর টিপ-সই করতে হবে না।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য সিংহ বলেন, “স্কুলের অভিভাবকদের বৈঠকে বেশিরভাগই টিপ-সই করেন। এটা দেখেই তাঁদের স্বাক্ষর করার কথা ভাবি।”

নিম্নচাপ, স্বস্তিতে পাট চাষিরা
ভরা ভাদরে মাঠের পাট শুকিয়ে কাঠ। পচানোর জলের অভাবে চাষি ভয় পাচ্ছেন পাট কাটতে। এলাকার পুকুর, গর্তে জল ভর্তি করার জন্য প্রশাসন ইতিমধ্যেই উদ্যোগ হাতে নিয়েছে জেলা প্রশালন। এই সময় বৃষ্টি এল ঝেপে। চাষির কপালের চিন্তা ভাঁজ দূর হল। বঙ্গোপসাগরে উদ্ভূত নিম্নচাপের প্রভাবে জেলায় গত দু’দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর জেরে পাটচাষিরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কৃষি দফতর সূত্রে জানানো হয়েছে জেলায় বুধবার গড় বৃষ্টিপাত হয়েছে ৩৬.১ মিলিমিটার। জেলা যুগ্ম কৃষি অধিকর্তা হরেন্দ্রকুমার ঘোষ বলেন,“নিম্নচাপের এই বৃষ্টির ফলে পাট চাষিরা উপকৃত হবেন। পুকুর, নালা, ডোবা, নয়ানজুলিতে জল ভরতে শুরু করেছে। ফলে চাষিদের পাট পচানোর সমস্যা দূর হবে।” ধুবুলিয়ার দীপক বিশ্বাস বা পলাশীর নিমাই হালদার সকলেই খুশি এই বৃষ্টিতে। দীপকবাবু বলেন,“মাঠে পাট ঠাঁই দাড়িয়ে আছে। জলের অভাবে কাটতে পারছিলান না। বৃষ্টি হচ্ছে। এবার ঘরে উঠবে পাট।”

কংগ্রেসে যোগ
তৃণমূলের সালার অঞ্চল কমিটির সভাপতি জহিরুদ্দিন শেখ কংগ্রেসে যোগ দিয়েছেন। মঙ্গলবার দল পরিবর্তনের পরে তাঁর অভিযোগ, “আমি দীর্ঘদিন তৃণমূলে ছিলাম। মানুষকে সঙ্গে নিয়ে সংগঠন করেছি। পার্টি নেতৃত্ব এখন বলছে আমার টাকা পয়সা নেই। তাই সংগঠন করার অধিকার নেই। এই অপমান সহ্য করতে না পেরে কংগ্রেসে যোগ দিলাম।” তৃণমূলের সালার ব্লক সভাপতি গোলাম সালে খান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,“দলের কেউ জহিরুদ্দিনবাবুকে এই ধরনের কথা বলেননি। আসলে কংগ্রেস থেকে আসা এক দক্ষ কর্মীকে অঞ্চল সভাপতি করার কথা ভাবা হচ্ছিল। তাতেই উনি আগেভাগে দলত্যাগ করেছেন।’’ কংগ্রেসের সালার ব্লক কংগ্রেসের সাধারন সম্পাদক বাবু দত্ত বলেন, “জহিরুলবাবুর মতো দক্ষ সংগঠক দলে আসায় দল শক্তিশালী হবে।”

ধৃত দুষ্কৃতী
কেবল অপারেটর সেজে কৃষ্ণনগর জেলা আদালতের এক বিচারকের বাড়ির টেলিভিশন নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী। বাইরে পাহারায় ছিল আরেকজন। মঙ্গলবার রাতে এই ঘটনায় যুক্ত থাকায় অভিযোগে পুলিশ তিন জনকেই ধরে। ধৃতেরা হল বিনয় নাথ, বাপ্পা দেবনাথ ও উজ্জ্বল দত্ত।

জঙ্গিপুরে উপনির্বাচন
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ১০ অক্টোবর হবে বলে বুধবার জানিয়েছে নির্বাচন কমিশন। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.