জেলা জুড়ে পালিত হল শিক্ষক দিবস
পূর্ব মেদিনীপুর জেলায় বুধবার সাড়ম্বরে পালিত হল সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী ও শিক্ষক দিবস। এ দিন হলদিয়া মহকুমার বিভিন্ন এলাকায় শিক্ষকদের সংবর্ধনার আয়োজন করা হয়। হলদিয়া ব্লকের বাড়উত্তরহিংলী পঞ্চায়েতের তরফে আয়োজিত অনুষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলে এলাকার ৭০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মারক ও শাল প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন লেখিকা মহাশ্বেতা দেবী, এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দনকুমার জানা, পঞ্চায়েত প্রধান চন্দনকুমার সামন্ত প্রমুখ। এ দিন মহিষাদলের পুরাতন বাসস্ট্যান্ডের প্রজ্ঞানন্দ স্মৃতিভবনে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন প্রায় ৩০০ জন প্রাথমিক শিক্ষক। ৪ জন শিক্ষককে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী, তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, জেলা প্রাথমিক শিক্ষা সংসদদের চেয়ারম্যান গোপাল সাউ, জেলা পরিষদের সভাধিপতি গাঁধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ। এছাড়াও মহকুমার বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক দিবসের আয়োজন করেছিল।
শিক্ষক দিবস পালন, এগরার ঝাটুলাল হাইস্কুলে। —নিজস্ব চিত্র।
এ দিন পটাশপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুকল্যাণ বসুর উদ্যোগে ও প্রাথমিক শিক্ষকদের সহযোগিতায় পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির হলে শিক্ষক সংবর্ধনা সভা আয়োজিত হল। অনুষ্ঠানে এলাকার ১৩ জন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ছিলেন বিডিও ত্রিদিব সর, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ প্রমুখ।
শিক্ষকদের সংবর্ধনা দিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক দফতর। বুধবার তমলুকের মহেন্দ্র স্মৃতি সদনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৪১ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে শিক্ষাদানের পাশাপাশি আগামী প্রজন্মকে গ্রামের উন্নয়নে যুক্ত হতে উদ্বুদ্ধ করতে হবে।” এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, জেলা সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অজয় পাল, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সুবোধ চট্টোপাধ্যায়, তমলুকের পুরপ্রধান দেবিকা মাইতি প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.