টুকরো খবর |
শিক্ষক দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল শিল্পাঞ্চলে পালিত হল শিক্ষক দিবস। এই উপলক্ষে আসানসোল পুরসভার এক্সিকিউটিভ হলে তিন জন অবসরপ্রাপ্ত শিক্ষক কালিদাস দে, মুরলীধর সিংহ এবং ইশরৎ বেতাবকে সংবর্ধনা জানানো হয়। কন্যাপুর পলিটেকনিক কলেজে গান ও আবৃত্তি পরিবেশন করেন পড়ুয়ারা। জামুড়িয়ার ইকড়া প্রাথমিক শিক্ষিকা ভবনের উদ্বোধন করেন জামুড়িয়ার অবর পরিদর্শক চিন্ময় হাজরা। চিন্ময়বাবু জানান, সর্ব শিক্ষা অভিযান তহবিলের ৩ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে। এ দিন রানিগঞ্জে তৃণমূল শিক্ষা সেল ১৩ জন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন পড়ুয়ারা। ডিসেরগড় অঞ্চল নাগরিক বৃন্দ শিক্ষকসমিতির উদ্যোগে কুলটি বিদ্যালয়ের ৮০ জন মেধাবী পড়ুয়াকে সংবর্ধিত করা হয় কুলটির ডিসেরগড় বাবুবাসা কালীমন্দির প্রাঙ্গনে। শিল্পী শিখা লায়েকের গান এবং শ্রীলেখা চট্টোপাধ্যায়ের আবৃত্তি নজর কাড়ে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুলটি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রানিগঞ্জে ষষ্ঠীগড়িয়ার সুকান্ত পার্কে দু’টি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে একশো জন নাত-গানের মাধ্যমে শিক্ষক দিবস উদ্যাপন করে। গোটা অনুষ্ঠান ছিল খুবই আকর্ষণীয়।
|
স্কুলে ‘অনিয়ম’ পাণ্ডবেশ্বরে
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
পাণ্ডবেশ্বরে জয়পুরিয়া উচ্চবিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অনিয়মের অভিযোগ আনল সিপিআই(এমএল)। বুধবার পাণ্ডবেশ্বরের বিডিওর এক প্রতিনিধির হাতে একটি দাবিপত্র তুলে দেন তাঁরা। সংগঠনের নেতা সাধন দাসের অভিযোগ, নতুন সরকার তৈরি হওয়ার পর ৭টি কম্পিউটার এবং বেশ কিছু সিলিং ফ্যান চুরি হয়ে গিয়েছে। ২০০৯ সাল থেকে প্রধান শিক্ষক ছাড়াই বিদ্যালয় চলছে। দেড় বছর আগে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বাম জামানার ১৫ লক্ষ টাকা খরচের কোনও হিসাব পাওয়া যায়নি। ওই টাকায় সর্বশিক্ষা অভিযানের একটি ভবন নির্মাণের কথা থাকলেও তা অর্ধেক হয়ে পড়ে আছে। তাঁর দাবি, ২০০৯ সালে প্রধান শিক্ষক পরেশ পাল এই বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন। প্রয়াত নকশাল নেতা সুনীল পালের দাদা হওয়ার কারণেই এখনও পেনশেন পাচ্ছেন না তিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র দালাল বলেন, “দেড় বছর আগে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার পরে প্রশাসক নিয়োগ করা হলেও তিনি আসছেন না।”
|
নয়ানজুলিতে বাস, মৃত কর্মী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কাটোয়া-বর্ধমান রুটের যাত্রীবাহী বাস নয়ানজুলিতে উল্টে যাওয়ায় মৃত্যু হয়েছে এক বাস কর্মীর। আহত হয়েছেন ১০ জন। পুলিশ জানায়, মৃতের নাম রঞ্জিত রায়চৌধুরী (৩৫)। বাড়ি কাটোয়ার বান্দরা গ্রামে। বুধবার সকালে নর্জা আর কর্জনাচটির মাঝে খড়ি নদীর সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় কর্জনা, নরজা ইত্যাদি গ্রামের বাসিন্দারা গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। আহদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্টিয়ারিং কেটে গিয়ে এই দুর্ঘটনা বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
নির্মাণ সামগ্রীর মানে আপত্তি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
—নিজস্ব চিত্র। |
নিম্ন মানের সামগ্রী দিয়ে ট্রমা সেন্টার নির্মাণের কাজ হচ্ছে আসানসোল মহকুমা হাসপাতালে, এই অভিযোগে নির্মাণ কাজ আটকে দিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কংগ্রেস কাউন্সিলর তথা মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য শিবদাস চট্টোপাধ্যায়ের দাবি, বারবার অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার না মেলায় বাসিন্দারা কাজ বন্ধ করে দিয়েছেন। তিনি জানান, পূর্ত দফতরের এক বাস্তুকার টেলিফোনে তাঁদের জানিয়েছেন নির্মাণসামগ্রীর মান ঠিক আছে। কিন্তু শিবাদাসবাবু বলেন, “আমরা এটা মানছি না।” মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আসানসোলের মহকুমাশাসক প্রতুল ভুঁইয়া জানান, পূর্ত দফতরকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
|
শিক্ষকদের রিলে অনশন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তৃণমূল শিক্ষা সেলের নেতৃত্বে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকদের রিলে অনশন ২৫ দিন অতিক্রম করল। ৫ সেপ্টেম্বর, বুধবার শিক্ষক দিবসের দিনেও ৮ জন শিক্ষক অনশন পালন করেন। অনশনরত শিক্ষকদের অন্যতম কৌশিক নিয়োগী অভিযোগ করেন, এই কলেজ কর্তৃপক্ষ অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন এবং পশ্চিমবঙ্গ প্রযুক্তি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের কোনও বিধি মানছে না। তারই প্রতিবাদে তাঁদের এই অনশন। আসাননসোল ইঞ্জিনিয়ারিং কলেজের পরিচালন সমিতির উপদেষ্টা অতীন চৌধুরী বলেন, “গোটা বিষয়টি নিয়ে আপাতত আলোচনা চলছে।”
|
কলেজে সভা আসানসোলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ বক্তৃতাসভার আয়োজন করা হল আসানসোলের বিবি কলেজে। মঙ্গলবার কলেজের দর্শন বিভাগ আয়োজিত ওই সভায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে সভার কাজ শুরু করেন বিশিষ্ট বক্তারা। আমন্ত্রিত বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সুখানন্দ, আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। সভার সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেশ চট্টোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের সমাজকল্যাণের আদর্শকে তুলে ধরা হয় অনুষ্ঠানে।
|
ডুবে মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ক্যানালের জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। পুলিশ জানায়, তার নাম বিক্রম রায় (১৩)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া বিক্রম এ দিন ক্যানালের জলে স্নান করতে গিয়ে তলিয়ে যায়।
|
বক্তৃতাসভা |
স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ বক্তৃতাসভার আয়োজন করা হল আসানসোলের বিবি কলেজে। মঙ্গলবার দর্শন বিভাগে ওই সভায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। বক্তা ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সুখানন্দ। |
|