খেলার টুকরো খবর |
|
জিতল মোহনপুর
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম, পানুড়িয়া, ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় জিতল মোহনপুর এফসি। জামগ্রাম মাঠের খেলায় তারা ক্লাব কো অর্ডিনেশন কমিটি জামগ্রামকে ১-০ গোলে হারায়।
|
হার রাঙাপাড়ার
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় জিতল আয়োজক সংস্থা। ক্লাবের মাঠে তারা রাঙাপাড়া এসসিএমকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য।
|
জিতল কাল্লা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গোপালপুর ইউসি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় জয়ী হল কাল্লা এফসি। গোপালপুর ইউসি মাঠের খেলায় তারা মিলন সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে দু’টি দল কোনও গোল করতে পরেনি।
|
জয়ী বার্নপুর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এনইউসিএ ক্লাব আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবলে বুধবারের খেলায় জিতল বার্নপুর কোচিং সেন্টার। ক্লাবের মাঠে তারা ফুটবল প্লেয়ার্স অ্যাকাডেমিকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।
|
অন্ডালে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
হারান মণ্ডল ও রামপ্রসাদ রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বুধবারের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল দক্ষিণখণ্ড এফসি। বক্তারনগর মাঠের খেলায় তারা উখড়া এফএকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য।
|
চ্যাম্পিয়ন মহিশীলা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চৌরঙ্গীর মহাতীর্থ কালী মন্দির ক্লাব আয়োজিত আন্তঃস্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল মহিশীলা গভর্মেন্ট হাইস্কুল। আসানসোল মিউনিসিপ্যাল পার্ক ময়দানে তারা আসানসোল চেলিডাঙা হাইস্কুলকে ১ গোলে হারায়। এক মাত্র গোলটি দেন সুখেন বাউরি। খেলার সেরা হন সুরজিৎ মণ্ডল। ফেয়ারপ্লে ট্রফি পায় শ্রীপুর হাইস্কুল। আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় পুরস্কার বিতরণ করেন। দীর্ঘ দিনের রেফারি বরুণ রায়কে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজক সংস্থার সম্পাদক শুভাশিস মুখোপাধ্যায় জানান, দেড় দশক ধরে এই দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে।
|
জয়ী সেল আইএসপি
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় জিতল সেল আইএসপি। আসানসোল মাঠে তারা বড়থল আদিবাসী কৃষক সমিতিকে ১ গোলে হারায়। এই প্রতিযোগিতার ডেডি মাঠের খেলায় জেতে রাধানগর ইউসি। তারা খেলোয়াড় জুমিত গাঁওতাকে ১-০ গোলে হারায়।
|
জিতল সিধো-কানহু
নিজস্ব সংবাদদাতা • চিত্তরঞ্জন |
চিত্তরঞ্জন জোনাল স্পোর্টর্স আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের বুধবারের ফতেপুর মাঠের খেলায় বিজয়ী হল সিধো-কানহু এফসি। তারা ফতেপুর রিক্রিয়েশন ক্লাবকে ২-১ গোলে হারায়। এই খেলায় সেরা বিজয়ী দলের গৌতম হাঁসদা। এই প্রতিযোগিতার এইচসিএল মাঠের খেলায় বিজয়ী হল দেশবন্ধু ক্লাব। তারা আদিবাসী এফসিকে ৪-১ গোলে হারায়। এই খেলায় সেরা বিজয়ী দলের হাকিম টুডু।
|
হার জামগ্রামের
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম, পানুড়িয়া, ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় বুধবারের খেলায় জিতল মোহনপুর এফসি। জামগ্রাম মাঠের খেলায় তারা ক্লাব কো অর্ডিনেশন কমিটি জামগ্রামকে ১-০ গোলে হারায়।
|
জিতল ফ্রেন্ডস ক্লাব
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত ও ক্ষিতীশ সরকার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিজয়ী হল গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব। গ্যামন ব্রিজের মাঠে তারা ১ গোলে ফ্রেন্ডস রেজিমেন্টকে হারায়। গোল করেন বিপ্লব নস্কর। খেলাটি পরিচালনা করেন মুক্তারাম মণ্ডল ও ওমপ্রকাশ সিংহ।
|
স্মৃতি ফুটবল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চাঁদ ভৈরবী ক্লাব আয়োজিত নুনকুড়ি বাসকী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল বাবুডাঙা। রাজারাম ডাঙা মাঠের খেলায় তারা খাস কাজোড়া তরুণ সঙ্ঘকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে এই খেলায় কোনও গোল হয়নি। |
|