অন্তঃসত্ত্বাকে শিক্ষিকার ধাক্কা, নালিশ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
নকলে অভিযুক্ত অন্তঃসত্ত্বা ছাত্রী খাতা ফেরত চাওয়ায় তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদহের সামসি কলেজে। সোমবার বিকালে ওই ঘটনার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা সেন্টার ইনচার্জকে ৩ ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল এসএফআই। কলেজ সূত্রে খবর, ছাত্রীর নাম নায়েমা খাতুন। তিনি অসুস্থ হয়ে পড়ায় মালতিপুর হাসপাতাল ভর্তি করানো হয়। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কলেজ কর্তৃপক্ষ ছাত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহন করার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ ভোজ বলেন, “কোনও শিক্ষক ছাত্র বা ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলতে পারেন না। চিকিৎসার সমস্ত খরচ কলেজ দেবে। ও দ্রুত সুস্থ হোক চাই।” এ দিন ছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম বর্ষের পাসকোর্সের সংস্কৃত ও আরবি পরীক্ষা। পরীক্ষা হলে আরবি বিষয়ে নকল করায় নায়েমা খাতুন নামে ওই ছাত্রীর কাছে খাতা চান এক শিক্ষিকা। ছাত্রীটি তা দিতে অস্বীকার করায় নকল সহ খাতা কেড়ে নেওয়া হয়। তা নিয়ে ওই শিক্ষিকা অধ্যক্ষের ঘরের দিকে রওনা হলে তাঁর পিছু নেন নায়েমা। সেই সময় তাঁকে ধাক্কা দেওয়ায় তিনি পড়ে যান বলে এসএফআইয়ের অভিযোগ। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, “নকল ধরায় আপত্তি নেই। অন্তঃসত্ত্বা জেনেও তাঁকে ধাক্কা দেওয়াতেই ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে।” |
ধর্ষণে কারাবাস
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করার দায়ে এক ব্যক্তিকে চার বছরের সশ্রম কারাদন্ড দিল ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। সোমবার বিচারক রঞ্জনকুমার গুপ্ত ওই রায় দেন। ওই ব্যক্তির নাম মাজারুল ইসলাম। বাড়ি গোয়ালপোখরের লালকুড়িতে। ২০০৯ -এ সেপ্টেম্বরে মাজারুল নাবালিকাকে ধর্ষণ করে। |
বিষক্রিয়ায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে চাকুলিয়ার ভেন্নাপাড়া এলাকাতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম গজেন দাস (৩৫)। তাঁর বাড়ি ওই এলাকাতে। রাতে তিনি বাড়িতে বিষ খান বলে তার পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে। ইসলামপুর হাসপাতালে মৃত্যু হয়। |
ছাত্রদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
উর্দু ও হিন্দির শিক্ষকের দাবিতে মহকুমা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখাল ইসলামপুর হাই স্কুলের ছাত্ররা। সোমবার ছাত্ররা ওই বিক্ষোভ দেখায়। অভিযোগ, স্কুলে বিষয় অনুযায়ী উর্দু ও হিন্দি শিক্ষক না থাকায় পড়াশুনোর সমস্যা হচ্ছে। |
৫৭ কৃতী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করল কোচবিহার এবিএন শীল কলেজ কর্তৃপক্ষ। সোমবার কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃতীদের হাতে শংসাপত্র ও নগদ আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। আচার্য বজেন্দ্রনাথ শীলের জন্মদিবস উদযাপন উপলক্ষে প্রতি বছর কলেজের ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। কলেজে অধ্যক্ষ দেবানারায়ণ রায় জানান, বিভিন্ন পরীক্ষায় নজর কাড়া সাফল্যের জন্য ৫৭ কে পুরস্কার দেওয়া হয়েছে। শংসাপত্র ছাড়াও প্রত্যেককে নগদ এক হাজার টাকাও দেওয়া হয়েছে। কলেজের তরফে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকারকে এবিএন শীল স্মারক সম্মান দেওয়া হয়। |
রায়গঞ্জ-ডালখোলা জাতীয় সড়ক মেরামতির দাবিতে সোমবার উত্তর দিনাজপুরের জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান বাসমালিক ও ব্যবসায়ীদের সংগঠনের সদস্যরা। |
নাবালিকার বিয়েতে অভিযুক্ত পাত্র-সহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করল। নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে মালদহের রতুয়ার পরাণপুরের ঘটনা। |
দু’লক্ষ টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের বৈষ্ণবনগরের দৌলতনগরে রবিবার রাতের ঘটনা। মিলেছে ৪০০টি ৫০০ টাকার জাল নোট। |