টুকরো খবর
স্কুল ভোটে জিতল তৃণমূল
বাঁকুড়ায় আরও তিনটি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার সিমলাপাল ব্লকের ভূতশহর বালিকা উচ্চবিদ্যালয়, সোনামুখীর পলাশডাঙা হাইস্কুল ও রাঙামাটি মিলনতীর্থ হাইস্কুলে ভোট হয়। ভূতশহর বালিকা উচ্চবিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হন। এই স্কুলে পরিচালন সমিতি সিপিএমের দখলে ছিল। সোনামুখীর পলাশডাঙা হাইস্কুল ও রাঙামাটি মিলনতীর্থ হাইস্কুলে ৬টি আসনেই তৃণমূল ও সিপিএম প্রার্থী দেয়। এই দু’টি স্কুলে ৪টিতে তৃণমূল ও ২টিতে সিপিএম মনোনীত প্রার্থীরা জিতেছেন। সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য তথা সোনামুখী জোনাল কমিটির সম্পাদক শেখর ভট্টাচার্যের দাবি, “ভোটের সময় স্কুলের আশপাশে বহিরাগতদের জড়ো করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল তৃণমূল। তাই আমাদের বহু সমর্থক ভয়ে ভোট দিতে যেতে পারেননি।” তৃণমূলের জেলা সভাপতি অরুপ খাঁর অবশ্য দাবি, “সন্ত্রাসের মিথ্যা অভিযোগ করছে ওরা।” অন্য দিকে, বলরামপুরের ভজনাশ্রম উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি নির্বাচনে জিতল তৃণমূল। রবিবার ভোট হয়। এখানে ক্ষমতায় ছিল বামফ্রন্ট। অন্য দিকে জয়পুরের চাপাইটাঁড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট ৯টি আসনের মধ্যে তৃণমূল ৪, কংগ্রেস ৪ ও সিপিএম ১টি আসন পায়। এখানে একক ভাবে ক্ষমতায় ছিল কংগ্রেস।

স্ট্যাম্প পেপার সমস্যা খাতড়ায়
‘নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে’র হাহাকার দেখা দিয়েছে খাতড়ায়। ফলে নানা কাজকর্ম ব্যহত হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, গত এক মাস ধরে খাতড়া সদর শহরে ১০, ২০ ও ৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের আকাল দেখা গিয়েছে। অভিযোগ, প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম পাওয়া যাচ্ছে। ফলে অনেক বেশি দাম দিয়ে কিনছেন। খাতড়া শহরের বাসিন্দা তথা মহকুমা আদালতের আইনজীবী চঞ্চল রায়ের ক্ষোভ, “আদালতের অনেক কাজে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অত্যন্ত জরুরি। কিন্তু প্রায় দিনই এই স্ট্যাম্প পেপার পাওয়া যাচ্ছে না। ফলে আমাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন।” চাহিদার তুলনায় নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার সরবরাহে যে কিছুটা ঘাটতি রয়েছে তা মেনে নিয়েছেন খাতড়ার মহকুমাশাসক দেবপ্রিয় বিশ্বাস। মহকুমাশাসক বলেন, “আমাদের ট্রেজারি অফিসে কোন স্ট্যাম্প পেপার মজুত থাকে না। স্ট্যাম্প ভেন্ডাররা জেলা ট্রেজারি অফিস থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিনে এনে খাতড়া শহরে বিক্রি করেন। জেলা ট্রেজারি অফিস থেকে এখানকার ভেন্ডাররদের কম পরিমানে স্ট্যাম্প পেপার দেওয়ায় সমস্যা দেখা দিয়েছে।” মহকুমাশাসকের দাবি, “বিষয়টি জানার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলা ট্রেজারি থেকে ভেন্ডারদের ওই স্ট্যাম্প পেপার সরবরাহ নিয়মিত করার আশ্বাস দেওয়া হয়েছে। দিন কয়েকের মধ্যে সমস্যা মিটে যাবে।”

মৃত্যু দু’জনের
বাসের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির। জখম হয়েছেন ছয় জন। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পোয়াবাগান এলাকার বাঁকুড়া-খাতড়া সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মইনুদ্দিন শেখ (৪৫) ও কলীমুদ্দিন শেখ (৪৫)। দুজনেই সোনামুখী থানার সিয়ারজোড়া গ্রামের বাসিন্দা। কলীমুদ্দিন পিক আপ ভ্যানটির চালক ছিলেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইঁদপুরের সলুকপাহাড়ির হাট থেকে ৮ জন পিকআপ ভ্যানে করে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। পোয়াবাগান এলাকায় বাঁকুড়া থেকে খাতড়ামুখী একটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখম অবস্থায় ৬ জনকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, জখমযাত্রীরা সকলেই পিকআপ ভ্যানে ছিলেন। বাস ও পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন পুরুলিয়া মফস্সল থানার গোলকুণ্ডা গ্রামের কমলা মাহাতো (৬৭)। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। সোমবার সকালে কমলা মাহাতো আদ্রা ডিভিশনের ছড়রা ও কুস্তাউর স্টেশনের মাঝে লাইন পারাপার করতে গিয়ে তিনি কাটা পড়েন। অপর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন ম্যানেজার শ্যামাপ্রসাদ মজুমদার বলেন, “সকালে ওই প্ল্যাটফর্ম দিয়ে একটি মালগাড়ি যাচ্ছিল। সেই সময় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.