জামা কিনে দেওয়ার নাম করে তৃতীয় শ্রেণির ছাত্রী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গুণধর জামাইকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হল। পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার খাসবালান্দা পঞ্চায়েতে। ধৃত কার্তিক সাউকে সোমবার বসিরহাট এ সি জে এমের আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বর্ধমানের দুর্গাপুর গ্রামের বাসিন্দা কার্তিক বেশ কিছুদিন আগে স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিল হাড়োয়ায় তার শ্বশুরবাড়িতে। সেই থেকে ঘর জামাই হয়ে সে এখানেই থেকে যায়। রবিবার সন্ধ্যায় জামা কিনে দেওয়ার নাম করে সে শ্যালিকাকে নিয়ে বের হয়। স্থানীয় গাবতলার কাছে নির্জন রাস্তায় ভয় দেখিয়ে জোর করে একটি আমবাগানের মধ্যে নিয়ে গিয়ে বছর দশেকের ওই নাবালিকাকে ধর্ষণ করে। জামাইবাবুর হাতে অত্যাচারিত হয়ে অসুস্থ হয়ে পড়ে শ্যালিকা। ঘটনার কথা বাড়ির কাউকে বললেও পরিণতি খারাপ হবে বলে শাসিয়ে নিয়ে রাতে শ্বশুরবাড়ি ফিরে আসে জামাই। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করলে আত্মীয়দের হাতে ধরা পড়ে যায় সে। এদিকে মায়ের খাছে সব কথা বলে দেয় কিশোরীটি। তা জানতে পেরে কার্তিককে আটকে রেখে শুরু হয় মারধর। সোমবার সকালে হাড়োয়া থানায় গিয়ে জামাইয়ের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন শাশুড়ি। অভিযোগ পেয়ে পুলিশ কার্তিককে গ্রেফতার করে। মেডিক্যাল পরীক্ষার জন্য কিশোরীটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
|
গলায় নাইলনের দড়ির ফাঁস দেওয়া অবস্থায় এক ফল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ তাঁর দোকান থেকেই উদ্ধার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় হাবরার জয়গাছি সুপার মার্কেট এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম শঙ্কর সাহা (৫২)। বাড়ি জয়গাছি এলাকায়। পুলিশের অনুমান, বহু টাকা ঋণ হয়ে যাওয়ায় শঙ্করবাবু মানসিক অবসাদে আত্মঘাতী হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দোকানের এক কর্মচারী সন্ধ্যায় গিয়ে দেখেন দোকান-ঘর ভিতর থেকে বন্ধ। নিজের কাছে থাকা চাবি দিয়ে তিনি ধোকানঘর খুলে শঙ্করবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহটি ময়না-তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে।
|
মাতলা নদীর নির্মীয়মাণ রেলসেতুর কাজ চলার সময় রবিবার রাতে ঠিকাদার সংস্থার ম্যানেজার ও কর্মীদের মারধর করে প্রায় ৫ লক্ষ টাকার লোহার রড ও অন্যান্য সামগ্রী ডাকাতি করে পালিয়ে গেল ১০-১২ জনের একটি ডাকাত দল। ঠিকাদার সংস্থার ম্যানেজার কৃষ্ণা সিংহ বলেন, “রাতে মাতলা নদীর দিক থেকে ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল আসে। আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জিনিসপত্র লুঠ করে বাসন্তীর ভাঙনখালির দিকে চলে যায়।’’ পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তের কাজ শুরু হয়েছে।
|
সারের মূল্য বৃদ্ধি রোধে, গ্রামে জল নিকাশি ব্যবস্থা, এবং বেহাল রাস্তার মেরামতির দাবিতে উত্তর ২৪ পরগনার বসিরহাট এবং দেগঙ্গার তিনটি জায়গাতে দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানিয় বাসিন্দারা। পুলিশ গিয়ে সংশ্লিষ্ট দফতরের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দেওয়ায় বিক্ষোভকারীরা শান্ত হয়।
|
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার তারাগুনিয়া গ্রামের বীণাপাণি পাঠাগারের পরিচালন সমিতির নির্বাচনে জিতল সিপিএম। রবিবার সমিতির ১০টি আসনে নির্বাচন হয়। আলাদা ভাবে প্রার্থী দিয়েছিল কংগ্রেস ও তৃণমূল। সিপিএম সব আসনেই জয়লাভ করে।
|
ট্যাক্সির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল মোটরবাইক আরোহী পুলিশকর্মীর। সোমবার, সোনারপুর থানার মালঞ্চবাজারে। পুলিশ জানায়, মৃত বিশ্বনাথ চক্রবর্তী (৩৪) বাসন্তী থানার এসআই ছিলেন। |