টুকরো খবর
কলেজে বিক্ষোভ
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়মিত আসছেন না, আবার তিনি যাঁকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন তিনিও কিছুক্ষণের মধ্যেই কলেজে থেকে চলে যাচ্ছেন। ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের একটি স্বাক্ষরের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। তা ছাড়া কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে না। শিকেয় উঠেছে পঠন-পাঠনও। এমনই বেশ কিছু অভিযোগ তুলে সোমবার তেহট্টের বেতাই বি আর অম্বেডকর কলেজে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদের সমর্থকরা। গত এক মাসের মধ্যে একই দাবিতে টানা দু’বার বিক্ষোভ দেখাল তারা। নদিয়া জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন মণ্ডল বলেন, “এ ভাবে একটা কলেজ চলতে পারে না। আমরা এই বিষয়গুলো নিয়ে একাধিকবার কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ যা খুশি তাই করে যাচ্ছেন। দূরদুরান্ত থেকে ছাত্রছাত্রীরা কলেজে এসে হয়রান হচ্ছে। দ্রুত কলেজের এই বেহাল দশার পরিবর্তন না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” এ দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঙ্কজ ভট্টাচার্যকে একাধিকবার ফোন করা হলেও যথারীতি তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে কলেজের এই ‘বেহাল’ অবস্থার কথা মেনে নিয়েছেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তাপস সাহা। তাপসবাবু বলেন, “এই অবস্থার জন্য অনেকটাই দায়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ৭ সেপ্টেম্বর পরিচালন সমিতির আলোচনায় কলেজের এই বিষয়টি নিয়ে আলোচনা হবে।”

মহিলাকে খুন
এক মহিলাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মৃতের নাম ছায়া মণ্ডল (৪০)। বাড়ি তেহট্টের বিনোদনগর এলাকায়। রবিবার দুপুরের ওই ঘটনার পরে শুকদেব হালদার নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুকদেব হালদার ও তাঁর স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হত। রবিবার দুপুরে তা চরম আকার নেয়। সেই সময় ছায়াদেবী শুকদেবের বাড়িতে যান পরিস্থিতি সামাল দিতে। অভিযোগ, সেই সময় বাড়িতে রাখা দা দিয়ে আচমকা ছায়াদেবীকে এলোপাথাড়ি কোপাতে থাকে শুকদেব। আশঙ্কাজনক অবস্থায় তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই মহিলা মারা যান। মৃতের ছেলে দীপঙ্কর মণ্ডল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত ওই যুবককে রবিবার রাতেই গ্রেফতার করে। ধৃতকে সোমবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সিরাজ অসুস্থ
সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ গুরুতর অসুস্থ হয়ে মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩১ অগস্ট রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়েছে। হাসপাতালে চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। চিকিৎসকেরা জানান, তাঁর অন্ত্রে টিউমার ধরা পড়েছে। অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন। সোমবার সকাল থেকে নতুন করে তাঁর ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে। মাস খানেক আগে প্রস্টেট গ্ল্যান্ডে অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। প্রবীণ ওই লেখকের শারীরিক অবস্থার কথা জেনে সাহিত্য-সংস্কৃতি জগতের অনকেই এ দিন তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন।

ফুটবল মাঠে সংঘর্ষ
ফুটবল খেলাকে কেন্দ্র করে গোলমালে কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙচুর হয় ঘরবাড়িও। রঘুনাথগঞ্জে দফায় দফায় চলা এই সংঘর্ষে ২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। ৩৫ বছর ধরে সবুজ সংঘের পরিচালনায় গঙ্গাপ্রসাদ গ্রামে এক ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে। এরই ফাইনাল ছিল রবিবার। রেফারির এক সিদ্ধান্তকে নিয়ে গোলমাল বাধলে পাশের গ্রামের জনাকয়েক যুবক এসে কমিটির দুই সদস্য হাকিম শেখ ও মিন্টু শেখকে বাঁশ দিয়ে বেধড়ক পেটায়। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতাসলে ভর্তি করা হয়। সোমবার সকালে গ্রামের একদল বাসিন্দা হাটপাড়ায় অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়। পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

চাকদহে কংগ্রেসের প্রতিবাদ সভা
দলীয় কর্মীদের ভীতি প্রদর্শনের প্রতিবাদে কংগ্রেস এক প্রতিবাদ মিছিল করে। চাকদহের গোটরা এলাকার ওই মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শংকর সিংহ, সহ-সভাপতি প্রতাপ কান্তি রায়, চাকদহ ব্লক কংগ্রেসের সভাপতি বিধুভূষন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। সভায় শংকরবাবু বলেন,‘‘বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। সমর্থকদের মারধর করার ঘটনা পর্যন্ত ঘটছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙার দায় চাপানো হচ্ছে কংগ্রেসের উপর। অথচ আমাদের কর্মীরা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।”

অবরোধ
পাট পচাতে চাষিদের জন্য নিখরচায় জলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অবিলম্বে বেশ কিছু রাস্তা ও একটি সেতুও সংস্কার করতে হবে। এমনই বেশ কিছু দাবি তুলে সোমবার হরিহরপাড়া ব্লক কংগ্রেসের কর্মী সমর্থকরা হরিহরপাড়া মোড়ে এক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করল। হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি মির আলমগির বলেন, “প্রশাসনকে দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে এসেছি, কিন্তু সমস্যার সুরাহা না হওয়ায় আমরা এদিন এই অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি। প্রশাসন অবিলম্বে এই বিষয়ে কোনও ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। নাম জয়নাল শেখ (৫০)। সোমবার সকালে সাইকেল চালিয়ে তিনি বহরমপুরে আসছিলেন। সেই সময়ে বহরমপুর ঢোকার মুখে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে সাইকেল থেকে তিনি ছিটকে রাস্তায় পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

মহিলা আত্মঘাতী
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। নাম মাধবী মণ্ডল (২৫)। রানিনগরের রাজপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, বছর পাঁচেক আগে রাজপুরের ভোলানাথ মণ্ডলের সঙ্গে ওই মহিলার বিয়ে হয়। তারপর থেকে শ্বশুর বাড়ির লোকজন পণের দাবিতে তাঁর উপর অত্যাচার করতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে রবিরার তিনি বিষ খেয়ে আত্মঘাতী হন।

প্রতিষ্ঠা দিবস
নদিয়ার গয়েশপুর পুরসভার ৩৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। এই উপলক্ষে রবিবার সন্ধ্যায় স্থানীয় সুকান্ত সদনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরসভার পক্ষ থেকে কৃতী ছাত্র-ছাত্রী ও ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে সংবর্ধনা দেওয়া হয়।

জয়ী কংগ্রেস
নদিয়ার গাংনাপুরের পাটুলি জুনিয়র হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে জয়লাভ করল কংগ্রেস। রবিবার ওই স্কুলের পরিচালন সমিতির তিনটি আসনের প্রতিটিতেই জয়ী হন কংগ্রেস প্রার্থীরা।

প্রতিবাদ সভা
দলীয় কর্মীদের ভীতি প্রদর্শনের প্রতিবাদে কংগ্রেস এক প্রতিবাদ মিছিল করে। চাকদহের গোটরা এলাকার ওই মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শংকর সিংহ, সহ-সভাপতি প্রতাপ কান্তি রায়, চাকদহ ব্লক কংগ্রেসের সভাপতি বিধুভূষন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। সভায় শংকরবাবু বলেন,‘‘বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। সমর্থকদের মারধর করার ঘটনা পর্যন্ত ঘটছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙার দায় চাপানো হচ্ছে কংগ্রেসের উপর। অথচ আমাদের কর্মীরা এই ধরনের ঘটনার সঙ্গে মোটেই জড়িত নয়।”

সন্ন্যাসীদের জেল
জালিয়াতির অভিযোগে ধৃত নবদ্বীপের দুই সন্ন্যাসীর ১৪ দিনের জেল-হাজত হল। এক ভক্তের অভিযোগের ভিত্তিতে ২৫ অগস্ট তাঁদের ধরেছিল হলদিয়ার পুলিশ।

জলাশয়ে দেহ
অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার কান্দির ভবানীপুর ঝিল সংলগ্ন এক জলাশয় থেকে বছর পঁয়ত্রিশের ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতের দেহে আঘাতের কোনও চিহ্ন পায়নি।

জয়ী কংগ্রেস
গাংনাপুরের পাটুলি জুনিয়র হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে জয়লাভ করল কংগ্রেস। রবিবার ওই সমিতির তিনটি আসনের প্রতিটিতেই জয়ী হন কংগ্রেস প্রার্থীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.