টুকরো খবর |
রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • এগরা |
একশো দিনের প্রকল্পে রাস্তার কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠল পটাশপুর ১ ব্লকের সিপিএম পরিচালিত অমর্ষি ১ পঞ্চায়েতের বিরুদ্ধে। অমর্ষি ইউবিআই থেকে হাতিবাঁধ হয়ে ভাগাদহ পর্যন্ত ২ কিমি রাস্তায় মাটি ফেলা ও মোরামের কাজ করার জন্য একশো দিনের প্রকল্পে ৩ লক্ষ ২৮ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। প্রকল্প অনুয়াযী ওই রাস্তায় ১ লক্ষ ২৪ হাজার টাকার মাটির কাজ, ১ লক্ষ ৭৩ হাজার টাকার মোরামের কাজ হওয়ার কথা। গত ৩০ জুন ওই কাজের জন্য ‘ওয়ার্ক অর্ডার’ দেওয়া হয় নরপদা গ্রামের একটি স্বসহায়ক দলকে। কিন্তু ৩০ জুলাই গ্রামবাসীরা প্রধান ও বিডিওর কাছে স্মারকলিপি দিয়ে দাবি করেন, মাটির কাজ আদৌ করা হয়নি। ভাগদহ বাজার, নরপদা ও মল্লিকআড়িতে রাস্তার ধার বাঁধানোর কাজও নিম্নমানের হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। রাস্তার কাজ ঠিক ভাবে না হওয়ায় বর্ষায় রাস্তার কোথাও গর্ত, কোথাও ধস দেখা গিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, ওই রাস্তা দিয়ে অমর্ষি ১ ও ২ ব্লক ও গোপালনগর পঞ্চায়েতের প্রায় ২০ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। চলাচল করে ছোট যানবাহনও। ব্লক তৃণমূল নেতা সুবিমল মাইতি জানান, স্থানীয় প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় ১৩ অগস্ট জেলাশাসকের কাছে অভিযোগ করা হয়। তাঁর অভিযোগ, “মাটির কাজ না করে পুরো টাকাটাই আত্মসাৎ করেছে প্রধান। প্রশাসন কড়া ব্যবস্থা না নিলে আমরাই আন্দোলনে নামব।” তবে অভিযুক্ত প্রধান তথা সিপিএম নেতা সুবলচন্দ্র বর্মন বলেন, “প্রকল্প অনুযায়ী যথাযথ কাজ করা হয়েছে। মাটির কাজও হয়েছে। শ্রমিকদের পারিশ্রমিক ছাড়া সমস্ত টাকাও মিটিয়ে দেওয়া হয়েছে।” বিডিও অমিতেন্দু পাল বলেন, “তদন্তে দেখা গিয়েছে যথাযথ কাজ হয়নি। পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে, যেটুকু কাজ হয়েছে সেই অনুযায়ী সংশ্লিষ্টদের টাকা মিটিয়ে দিতে, না হলে প্রশাসন ব্যবস্থা নেবে।” |
রাজ কলেজে ফের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
হস্টেলে নিয়মিত পরিস্রুত পানীয় জল, পর্যাপ্ত আলোর বন্দোবস্ত, ভবন সংস্কার-সহ বিভিন্ন দাবিতে ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ কিশোরকুমার রাঢ়ী-কে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন কয়েকশো আবাসিক পড়ুয়া। এর আগেও একই দাবিতে গত ১০ ও ২১ অগস্ট আবাসিক পড়ুয়ারা কলেজে বিক্ষোভ দেখিয়েছিলেন। ৩১ অগস্টের মধ্যে দাবিগুলির বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা না-হলে ফের ঘেরাওয়ের হুমকি দিয়েছিলেন তাঁরা। এ দিনও আবাসিক ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে কলেজের পঠনপাঠন ব্যহত হয়। অধ্যক্ষের অপসারণ দাবি করে স্লোগান দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার থেকে কলেজ বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আবাসিক পড়ুয়ারা। ঝাড়গ্রাম রাজ কলেজে তিনটি হস্টেল। দু’টি ছাত্রাবাস ও একটি ছাত্রী-নিবাস। অভিযোগ, তিনটি হস্টেলেই দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যা রয়েছে। এ দিন অবশ্য অধ্যক্ষ কোনও মন্তব্য করতে চাননি। এসএফআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সৌমেন মাহাতোর বক্তব্য, “কলেজ ও হস্টেলের পরিকাঠামো উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটিও বাস্তবায়িত হয়নি। আবাসিক পড়ুয়াদের আন্দোলনকে আমরা নৈতিক সমর্থন জানাচ্ছি।” |
বাগদা চাষিদের অবরোধ ১০ই
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বাগদা চিংড়ির ন্যায্য দাম নির্ধারণ ও ক্ষতিগ্রস্ত বাগদা চাষিদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা বাগদা চাষ ও চাষি বাচাঁও কমিটি। আন্দোলনের প্রথম ধাপ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর সারা জেলা জুড়ে পথ অবরোধ কর্মসূচি নিয়েছে কমিটি। রবিবার মারিশদা থানার নাচিন্দা কমিউনিটি হলে এক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন কমিটির যুগ্ম সম্পাদক মদন মণ্ডল ও প্রদীপ দাস। তাঁদের বক্তব্য, “বাগদা চাষে সরকারি নিয়ন্ত্রণ না থাকার ফলে রফতানিকারীরা গা-জোয়ারি করে চাষিদের কাছ থেকে কম দামে চিংড়ি কিনছেন। ফলে বাগদা চাষিদের প্রতি একরে আড়াই থেকে তিন লক্ষ টাকা ক্ষতি হচ্ছে। ইতিমধ্যেই ক্ষতির ধাক্কা সইতে না পেরে পাঁচ জন বাগদা চাষি আত্মহত্যা করেছেন। বেকার হয়ে পড়েছেন বাগদা চাষে যুক্ত ৭০ হাজার কর্মী। জেলা প্রশাসন থেকে মৎস্য দফতরসমস্যার সমাধানে নজর নেই কারও।” |
ঘাটালে তৃণমূল নেতা গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দীর্ঘ দিন ফেরার থাকার পর গ্রেফতার হলেন এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত ঘাটালের তৃণমূল নেতা তারক শী। বুধবার ভোরে ঘাটাল শহরের কুশপাতা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। গত ৬ জুন ঘাটাল থানার কাটান সংলগ্ন নন্দীপুরে চোর সন্দেহে মানসিক রোগী সুশান্ত মণ্ডলকে (২৪) পিটিয়ে মেরে ফেলে একদল গ্রামবাসী। এই ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরও অনেকে পলাতক। তাঁদেরই মধ্যে অন্যতম তারকবাবু বলে পুলিশের দাবি। ঘটনার পরই তিনি ফেরার হয়ে যান। তাঁকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করা হয়েছিল। এমনকী মোবাইল ফোনে আড়িপাতাও হয়েছিল। অবশেষে এ দিন কুশপাতা বাসস্ট্যান্ড থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। তারকবাবুর সঙ্গে ঘটনায় অন্য দুই অভিযুক্ত দীপঙ্কর কাণ্ডার ও তারাপদ দাস ধরা পড়েছে। বুধবারই ধৃতদের ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।উল্লেখ্য, তারকবাবু গত পুরভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন (হেরে যান)। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের পরিচালন কমিটির সদস্য তারকবাবুর গ্রেফতারের খবরে অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। যদিও ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, “আইন আইনের পথে চলবে। এতে দল কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না।” |
পশ্চিমে ৬ শিক্ষককে ‘শিক্ষারত্ন’
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার ৬ জন শিক্ষককে রাজ্য সরকার ‘শিক্ষারত্ন’ সম্মান দিচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। বিকেল ৪টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সম্মান দেওয়া হবে। প্রশাসন সূত্রের খবর, জেলার মোট ৬ জন শিক্ষকের মধ্যে প্রাথমিক স্কুলের ৩ জন ও হাইস্কুলের ৩ জন শিক্ষক রয়েছেন। কারা এই সম্মান পাবেনতা ঠিক করার জন্য একটি কমিটি গড়েছে সরকার। কমিটির চেয়ারম্যান জেলাশাসক। এ ছাড়াও প্রাথমিক ও মাধ্যমিকের দুই জেলা স্কুল পরিদর্শক ও অনান্য প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন কমিটিতে। জেলা স্কুল পরিদর্শক শিশির মিশ্র (প্রাথমিক) জানান, এ বার ঘাটালের সাদিচক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রণয় ভট্টাচার্য, খড়্গপুর মহকুমার পল্লিমঙ্গল প্রাথমিক স্কুলের সুদর্শনচন্দ্র ঘোড়া ও ঝাড়গ্রাম ব্লকের শালবনি পঞ্চায়েতের লবকুশ আংশিক বুনিয়াদি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক রমনীমোহন মণ্ডলকে শিক্ষারত্ন সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। অন্য দিকে স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড় জানান, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের প্রধান শিক্ষক দুলাল কর, কেশপুরের ছুতারগেড়িয়া হাইমাদ্রাসা স্কুলের শেখ নুরুল হক ও পিংলার উজান হরিপদ হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ রাউতকে মনোনীত করা হয়েছে। |
নন্দীগ্রাম মামলায় জামিন ৪ জনের
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আগাম জামিনের আবেদন মঞ্জুর হল নন্দীগ্রাম ‘নিখোঁজ-কাণ্ডে’ ফেরার ৪ জনের। এঁরা হলেন নন্দীগ্রামের গোকুলনগরের সিপিএম নেতা নব পণ্ডা, কালিচরণপুরের দেবল দাস, খেজুরির পূর্ব কামারদার গৌতম প্রধান ও কামারদার যাদব সাউ। এই মামলায় চলতি বছরের ৩০ জানুয়ারি ৮৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল সিআইডি। সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ-সহ বেশ কয়েকজনকে সিআইডি গ্রেফতার করলেও পলাতক ছিলেন ৬৫ জন। এঁদের বিরুদ্ধে হলদিয়া আদালত সম্পত্তি বাজেয়াপ্তের হুলিয়া জারি করে ৮ অগস্ট। এ দিন হলদিয়া আদালত থেকে ৪ অভিযুক্ত জামিনে মুক্তি পাওয়ার পরে ৬১ জনের বিরুদ্ধে হুলিয়া কার্যকর রইল। |
ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সাত-দফা দাবিতে সোমবার ঝাড়গ্রামের সেবায়তনের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক-এর নোডাল অফিসারের কাছে স্মারকলিপি দিল নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি’র (এবিভিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। জেলার বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলির নোডাল অফিসটি রয়েছে ঝাড়গ্রামের পলিটেকনিকে। এবিভিটিএ-এর জেলা সভাপতি ভাস্কর পাহাড়ির অভিযোগ, “বর্তমান রাজ্য সরকার বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ করছেন, তাতে আগামী শিক্ষাবর্ষে বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত হতে বসেছে।” এবিভিটিএ-এর দাবিগুলি হল, বৃত্তিমূলক শিক্ষা সংসদকে পৃথক করা চলবে না, ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কর্মরত কোনও শিক্ষক ও প্রশিক্ষককে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পুনর্নিয়োগ বা বাদ দেওয়া যাবে না, বৃত্তিমূলক প্রশিক্ষক কেন্দ্রগুলিতে কর্মরত শিক্ষক, প্রশিক্ষক ও কর্মীদের স্থায়ী করতে হবে। বকেয়া বেতন অবিলম্বে প্রদান, শূন্যপদে নিয়োগ ও বোনাস দেওয়ারও দাবি জানিয়েছে এবিভিটিএ। |
প্রাক-পুজো বৈঠক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আসন্ন শারদোৎসবের প্রস্তুতি নিয়ে বৈঠক হল কাঁথিতে। রবিবার সন্ধ্যায় কাঁথি থানায় শহরের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে পুলিশ। কাঁথি মহকুমা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বসুর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বড় বাজেটের পুজোকমিটিগুলিকে দর্শনার্থীদের ঢোকা ও বেরনোর জন্য মণ্ডপে পৃথক গেট ছাড়াও সিসি টিভি বসানোর কথা বলা হয়। কাঁথি থানার আইসি সুব্রত বারিক জানান, পুজোর দিনগুলিতে শহরে যান নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত শহরের মধ্যে যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়াও কাঁথি শহরে ও বাইপাসে চাঁদা নিয়ে কোনও অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছে পুলিশ-প্রশাসন। প্রতিমা, মণ্ডপ, পরিবেশ ইত্যাদি দিকে শ্রেষ্ঠ পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে পুলিশ। |
সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • এগরা |
রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ভগবানপুর ১ ব্লক শাখার সম্মেলন অনুষ্ঠিত হর রবিবার। ভগবানপুর কমিউনিটি হলের এই সম্মেলনে হাজির ছিলেন সমিতির জেলা সহ-সম্পাদিকা শর্মিলা প্রধান, ব্লক সম্পাদিকা আল্পনা কর, সিপিএমের জেলা কমিটির দুই সদস্য সুব্রত মহাপাত্র ও সত্যরঞ্জন দাস। ব্লকের ২৭১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও তার সহায়িকাদের স্বার্থে কর্মী সহায়িকাদের স্থায়ী করা, অবসরের পরে এককালীন নগদ টাকা দেওয়া, কেন্দ্রের নিজস্ব ঘর, শৌচাগার ও পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা, বাজার দর অনুযায়ী ডিম-সব্জি ও জ্বালানির জন্য সরকারি বরাদ্দ বাড়ানো ইত্যাদি দাবিও জানান তাঁরা। এছাড়া কর্মী সহায়িকাদের উপর রাজনৈতিক আক্রমণ বন্ধ করার দাবি তুলে আন্দোলন জোরদার করারও কর্মসূচীও নেওয়া হয়। |
রাস্তা সংস্কারের দাবি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রাস্তা সংস্কারের দাবিতে বুধবার সকালে মেদিনীপুর-রানিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘ দিন ধরে শালবনির বেশ কিছু এলাকায় ও চন্দ্রকোনা রোডের সাতাবাঁকুড়া থেকে কদমডিহা লেভেল ক্রসিং পর্যন্ত রাস্তাটি একেবারেই ভাঙাচোরা। ফলে নিত্য দুর্ঘটনা লেগেই রয়েছে। এ দিন প্রায় আধ ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের ফলে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। |
স্কুলে জয়ী ঝাড়খণ্ডীরা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জঙ্গলমহলের স্কুলে ক্ষমতা দখলে রাখল ঝাড়খণ্ডীরা। রবিবার লালগড়ের কাঁটাপাহাড়ি অঞ্চলের বনপুকুরিয়া আহ্লাদি হাইস্কুলের পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের ৪টিতে জেতেন ঝাড়খণ্ডীরা। এর ফলে ওই স্কুলের পরিচালন কমিটির ক্ষমতা ফের দখলে রাখল ঝাড়খণ্ডীরা। একটি আসনে তৃণমূল প্রভাবিত প্রার্থী জয়ী হয়েছেন। কয়েক দিন আগে ওই এলাকায় বিশাল মিছিল করেছিল তৃণমূল। কিন্তু একটি আসন নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হল। ঝাড়খণ্ড অনুশীলন পার্টির নেতা অসিত খাটুয়ার বক্তব্য, “সারা বছর আমরা এলাকার মানুষের পাশে থাকি। স্কুলভোটে তার প্রতিফলন ঘটেছে।” |
বন্দরে ভোট
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়া পোর্ট অফিসার ফোরামের নির্বাচনে জয়ী হল প্রশাসনিক আধিকারিক রমাকান্ত বর্মনদের প্যানেল। রবিবার রাতের ওই ভোটে রমাকান্তবাবুদের ৫ জনের প্যানেলটি একক ভাবে জয়ী হয়। ডেপুটি ম্যানেজার (মেরিন) এস কে গুপ্তের প্যানেলের লোকজন একতরফা হারে। ফোরামের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হন রমাকান্ত বর্মন ও সভাপতি যুধিষ্ঠির মান্না। এ দিন রমাকান্তবাবু বলেন, “আমরা বন্দরকে বাঁচাতে চাই। এবিজি গোষ্ঠী যে কারণে চলে যেতে চাইছে, তা সামনে রেখেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ম্যানেজমেন্টের প্যানেল পরাজিত হয়েছে।” |
আইন নিয়ে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
‘প্লী বার্গেনিং’ বা আদালতের বাইরে বাদী-বিবাদী পক্ষের আলোচনার মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তা নিয়ে কাঁথির এক আলোচনাসভায় বক্তব্য রাখলেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য বিচারক শ্যামল গুপ্ত। রবিবার বিকেলে কাঁথি সমবায় ব্যাঙ্কের সভাকক্ষে জেলা আইনি সহায়তা কেন্দ্র ও পুলিশের উদ্যোগে আয়োজিত ওই আলোচনাচক্রে ছিলেন এসপি সুকেশ জৈন, জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন, আইনজীবী সুবোধ মাইতি, শুভেন্দুবিকাশ বেরা প্রমুখ। |
সমবায়ে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
প্রায় চার দশক ধরে বামেদের দখলে থাকা কুতুবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে জয়ী হলেন তৃণমূল প্রভাবিতরা। পটাশপুর ১ ব্লকের ব্রজলালপুর পঞ্চায়েতের এই সমবায়ের ছ’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। বামেদের অভিযোগ, তৃণমূলের হুমকির জেরেই প্রার্থী দিতে পারেনি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। |
|