টুকরো খবর |
আমতায় তৃণমূলের প্রতিবাদ-সভা
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
আমতা বিধানসভাকেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার জয়পুর মোড়ে প্রতিবাদসভা হয়। সিপিএম এবং কংগ্রেস হাত মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে সমাবেশ থেকে অভিযোগ করা হয়। সিপিএম এবং কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। এ দিন সমাবেশে জয়পুর গ্রাম পঞ্চায়েতের দু’জন প্রাক্তন সিপিএম সদস্য কয়েকজন অনুগামীকে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে ওই দলের পক্ষ থেকে দাবি করা হয়।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
একটি ধর্মীয় সংগঠনের আয়োজনে আরামবাগের রাজা রামমোহন প্রেক্ষাগৃহে শনিবার বিকালে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। এই সভায় অর্থনীতি, বর্তমান সমাজ এবং তার প্রগতি নিয়ে আলোচনা করা হয়।
|
পলাতক বন্দি ধৃত |
হাওড়া জেলা হাসপাতাল থেকে রবিবার পলাতক বন্দি জাকির হোসেন সোমবার লিলুয়া থেকে ধরা পড়ল। অন্য দিকে, প্রেসিডেন্সি জেল থেকে বন্দি পালানোয় ৪ কর্মীকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বললেন আইজি (কারা) রণবীর কুমার। মহম্মদ সবুজ ও মহম্মদ আলি মণ্ডল নামে ওই দুই বন্দি ২৮ অগস্ট পালায়।
|
মারধর, গ্রেফতার |
এক যুবককে মারধর ও অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে রবিবার বালি থেকে গ্রেফতার হল আর এক যুবক। পুলিশ জানায়, ধৃতের নাম অরিন্দম দাস। আহত রাজা দাস চিকিৎসাধীন।
|
ব্যবসায়ী খুনে ধৃত |
শিবপুরের ব্যবসায়ী বাবু বাগচী খুনে মূল অভিযুক্ত, তৃণমূলের ৩৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কিট্টু বসু এক মাস পরে গ্রেফতার হলেন। রবিবার, মন্দিরতলা থেকে। সোমবার তাঁর ১০ দিন পুলিশি হেফাজত হয়।
|
স্কুলভোটে জয়ী তৃণমূল |
হাওড়ার ডোমজুড়ে নেহরু বালিকা বিদ্যালয়ের স্কুল পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনই পেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার।
|
বাজেয়াপ্ত সিমকার্ড |
বালি-চাঁদমারির এক দোকান থেকে ১৫০টি সিমকার্ড ও ২৫টি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। নিয়ম ভেঙে সিমকার্ড বেচায় গ্রেফতার করা হয়েছে দোকানদারকে।
|
কোথায় কী |
১) রিষড়া সুইমিং ক্লাবের ৪০ তম বার্ষিক জলক্রীড়া। ৮ সেপ্টেম্বর দুপুর ৩টে।
পরের দিন বেলা ১২টায় সারা বাংলা সাঁতার প্রতিযোগিতা।
২) উত্তরপাড়ার ‘শতাব্দী উইমেন্স অর্গানাইজেশন ফর স্যোসাল ওয়েলফেয়ার’ পরিচালিত ‘স্নেহনীড়’-এর ৮ম প্রতিষ্ঠা দিবস উদযাপন। উত্তরপাড়া গণভবনে ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টা।
৩) শ্রীঅরবিন্দের চুঁচুড়ায় পদার্পনের ১০৩তম বর্ষ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান।
৫-৬ সেপ্টেম্বর। উদ্যোক্তা হুগলি-চুঁচুড়ার শ্রীঅরবিন্দ ভবন। |
|